বীর (মহারাষ্ট্র), 22 জানুয়ারি: মহারাষ্ট্রের বীর জেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল ৷ ঘটনায় নির্যাতিতার তিন বান্ধবীর বিরুদ্ধে ধর্ষণে সাহায্য করার অভিযোগ করা হয়েছে ৷ শুক্রবার বিকেলের এই ঘটনায় পকসো আইনে এক অটোচালকের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ (Minor Girl Allegedly Rape by Auto Driver) ৷ সেই সঙ্গে নির্যাতিতার 3 বান্ধবী এবং আরও এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণে মদত ও হুমকির অভিযোগ দায়ের হয়েছে ৷ পুলিশ অভিযুক্ত এক বান্ধবীকে গ্রেফতার করেছে ৷
পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার বছর 16’র ওই কিশোরী কলেজে গিয়েছিল ৷ দুপুরে কলেজের ক্যান্টিনে বসেছিল সে ৷ তখনই তাঁর 3 বান্ধবী সেখানে আসে এবং তাকে অম্বাজগাই রোডে নিয়ে যায় ৷ পুলিশকে নির্যাতিতা জানিয়েছে, তাকে বলা হয়েছিল 4 জনে মিলে পার্টি করবে ৷ কিন্তু, সেখানে তার এক বান্ধবী নিজের স্বামীকে ফোন করে ডাকেন ৷ কিছুক্ষণ পরে সেই ব্যক্তি এক অটোচালককে সঙ্গে নিয়ে আসেন ৷ কিশোরী অভিযোগ করেছে, সেখান থেকে তাকে জোর করে নির্জন এলাকায় নিয়ে যায় তিন বান্ধবী ৷
নির্জন এলাকায় ওই অটোচালক তাকে যৌন হেনস্থা করে ৷ প্রতিবাদ করায় নির্যাতিতাকে হুমকি দেন বলে অভিযোগ ৷ এর পরেই তাঁর তিন বান্ধবী এবং বাকি দু’জন তাঁকে জোর করে তুলে নিয়ে যায় ৷ ওই কিশোরী অভিযোগ করেছে, প্রতিবাদ করায় অটোচালক তাঁকে প্রাণে মারার হুমকি দেন ৷ এরপরে তাঁকে ধর্ষণ করেন ৷ আর এই পুরো ঘটনায় তার তিন বান্ধবী এবং এক বান্ধবীর স্বামীর বিরুদ্ধের মদত দিয়েছে ৷ জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকা হলেও, তাঁর 3 বান্ধবী প্রাপ্তবয়স্ক ৷
আরও পড়ুন: মানসিক ভারসাম্যহীনকে গণধর্ষণ করে ভিডিয়ো পোস্ট সোশাল মিডিয়ায়, মুম্বইয়ে গ্রেফতার 3 নাবালক
পুলিশকে সে জানিয়েছে, সন্ধ্যে 6টা নাগাদ অভিযুক্ত অলোচালক তাকে সংজ্ঞাহীন অবস্থায় বাড়ির কাছে নামিয়ে দেয় ৷ জ্ঞান ফিরলে নির্যাতিতা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে ৷ পুলিশ এই ঘটনায় পকসো আইন-সহ একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷ অভিযুক্ত 1 বান্ধবীকে পুলিশ গ্রেফতার করেছে ৷ অটোচালক-সহ 4 জন পলাতক রয়েছে ৷ পুলিশ তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷