হাথরস, 2 নভেম্বর: ফের খবরের শিরোনামে উত্তর প্রদেশের হাথরস ৷ এবার নাবালিকা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ৷ জানা গিয়েছে, সাদাবাদ থানা এলাকায় এক ছাত্রীকে প্রথমে ইনজেকশন দিয়ে অচেতন করা হয় ৷ তারপর তাকে কলেজের ভিতরে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ ধর্ষিতার বাবা পুলিশের কাছে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন ৷ মঙ্গলবার রাতে পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তদের সন্ধান চলছে (Minor allegedly gangraped in Hathras Uttar Pradesh) ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাদাবাদ থানা এলাকার বাসিন্দা এক ছাত্রী 10 অক্টোবর দুপুরে কোচিংয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ৷ কোচিং থেকে ফেরার সময় কিছু লোক রাস্তায় তাঁর পথ আটকায় ৷ অভিযোগ, এরপর তাঁকে জোরজবরদস্তি অচেতন হওয়ার ইনজেকশন দেওয়া হয় ৷ তাতে ছাত্রীটি জ্ঞান হারায় ৷ তখন অভিযুক্তরা তাকে কাছাকাছি একটি কলেজ চত্বরের মধ্যে নিয়ে যায় ৷ সেখানে সবাই মিলে তাকে গণধর্ষণ করে ৷ তারা নির্যাতিতাকে এই ঘটনাটি কাউকে না জানানোর হুমকি দেয় ৷ তাই ছাত্রীটিও বিষয়টি চেপে যায় এবং পরিবারের কাউকে কিছু জানায়নি ৷
আরও পড়ুন: নিরাপত্তার কারণে হাথরসের শুনানিতে আদালতে হাজির হল না নির্যাতিতার পরিবার
বিষয়টি সামনে আসে একটি ভিডিয়ো থেকে ৷ কিছু লোক এই ঘটনার ভিডিয়ো দেখায় নির্যাতিতার পরিবারকে ৷ এরপর ধর্ষিতা পরিবারের সদস্যদের পুরো ঘটনাটি খুলে বলে ৷ সে জানায় ধর্ষকরা তাকে হুমকি দিয়েছিল বলেই এতদিন চুপ ছিল । শুধু তাই নয়, এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করলে নির্যাতিতা ছাত্রীর ভাই এবং বাবাকেও খুন করা হবে বলে হুমকি দেওয়া হয় বলে ছাত্রীর দাবি ৷ স্থানীয় পুলিশ আধিকারিক রুচি গুপ্তার সঙ্গে এই ঘটনা নিয়ে কথা বলার সময়ও ছাত্রীটি নীরব ছিল বলে জানা গিয়েছে ৷ তার বাবার অভিযোগের ভিত্তিতে গ্রামের পাঁচ জনের বিরুদ্ধে পকসো আইনের (POCSO Act) বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷
আরও পড়ুন: নিরাপত্তা না পেয়ে মোদি-যোগীকে দোষারোপ হাথরস কাণ্ডের আইনজীবীর