ETV Bharat / bharat

Train Caught Fire in Odisha: দুর্গ-পুরী এক্সপ্রেসে আগুন ! এক ঘণ্টায় নিয়ন্ত্রণে - ট্রেনটি খারিয়ার রোড স্টেশনে পৌঁছয়

দুর্গ-পুরী এক্সপ্রেসটি ওড়িশার খারিয়ার স্টেশনে পৌঁছেছে ৷ এরপরই যাত্রীরা আগুন দেখতে পান ৷ এসি বগির ব্রেকপ্যাডে যান্ত্রিক ত্রুটি থেকে এই আগুন ৷ তড়িঘড়ি ছুটে আসেন রেলের আধিকারিকরা ৷ কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷

ETV Bharat
ট্রেনে আগুন
author img

By

Published : Jun 9, 2023, 8:26 AM IST

Updated : Jun 9, 2023, 9:05 AM IST

ভুবনেশ্বর, 9 জুন: এবার ট্রেনে আগুন লাগল ! ঘটনাস্থল ফের ওড়িশায় ৷ বৃহস্পতিবার রাতের নুয়াপাড়া জেলার খারিয়ার রোড স্টেশনে ট্রেনে আগুন লেগে যায় ৷ দুর্গ-পুরী এক্সপ্রেসের এসি বগির তলার গিয়ারে আগুন লাগে বলে খবর ৷ তা বড় আকার ধারণ না-করলেও আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ৷ ইস্ট কোস্ট রেলওয়ে জানিয়েছে, এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷

বিবৃতি জারি করে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রেনটি খারিয়ার রোড স্টেশনে পৌঁছয় ৷ তারপর ট্রেনের বি 3 বগি থেকে ধোঁয়া বেরতে দেখা যায় ৷ ট্রেনের ব্রেক প্যাডে কিছু যান্ত্রিক ত্রুটি ছিল ৷ সেখানেই আগুন লেগে যায় ৷ তবে আগুন ব্রেক প্যাডের বাইরে অন্য কোথাও ছড়ায়নি ৷ তাই ট্রেন বা যাত্রীর কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷

ট্রেনটি রাত 10.10 মিনিটে স্টেশনে ঢোকে ৷ যাত্রীরাই আগুন দেখতে পায় ৷ সঙ্গে সঙ্গে তারা রেলের আধিকারিকদের খবর দেয় ৷ অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নেভানো হয় ৷ রেলের ইঞ্জিনিয়ারিং দফতর ব্রেকের যান্ত্রিক ত্রুটি মেরামত করে ৷ তারপর রাতেই ট্রেনটি রওনা দেয় ৷ রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এক ঘণ্টার মধ্যেই এই ঘটনার সমাধান হয়ে যায় ৷ ট্রেনটি স্টেশন ছাড়ে রাত 11টা নাগাদ ৷ যদিও এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ সাবধানতাবশত তারা বগি থেকে ছুটে ট্রেনের বাইরে বেরিয়ে আসে ৷ ব্রেক প্যাডে আগুন লাগার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ৷

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনার পর স্কুলঘরে রাখা থরে থরে দেহ, টিভিতে দেখে ক্লাসে যাচ্ছে না ভীত পড়ুয়ারা

2 জুন ওড়িশারই বালাসোরে বাহানাগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা ৷ তার 7 দিনের মাথায় ফের ট্রেনে আগুন লাগার ঘটনায় স্বাভাবিক ভাবে ভয় পেয়েছেন যাত্রীরা ও তাঁদের আত্মীয় পরিজনেরা ৷ বালাসোরে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, ডাউন যশবন্তপুর এক্সপ্রেস ও একটি মালগাড়ির মধ্যে ধাক্কা লেগে দেশের অন্যতম ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনাটি ঘটে ৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস ৷ মৃতের সংখ্যা সরকারি হিসেবে 288 ৷ আহত 1 হাজার 200 জনেরও বেশি ৷

ভুবনেশ্বর, 9 জুন: এবার ট্রেনে আগুন লাগল ! ঘটনাস্থল ফের ওড়িশায় ৷ বৃহস্পতিবার রাতের নুয়াপাড়া জেলার খারিয়ার রোড স্টেশনে ট্রেনে আগুন লেগে যায় ৷ দুর্গ-পুরী এক্সপ্রেসের এসি বগির তলার গিয়ারে আগুন লাগে বলে খবর ৷ তা বড় আকার ধারণ না-করলেও আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ৷ ইস্ট কোস্ট রেলওয়ে জানিয়েছে, এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷

বিবৃতি জারি করে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রেনটি খারিয়ার রোড স্টেশনে পৌঁছয় ৷ তারপর ট্রেনের বি 3 বগি থেকে ধোঁয়া বেরতে দেখা যায় ৷ ট্রেনের ব্রেক প্যাডে কিছু যান্ত্রিক ত্রুটি ছিল ৷ সেখানেই আগুন লেগে যায় ৷ তবে আগুন ব্রেক প্যাডের বাইরে অন্য কোথাও ছড়ায়নি ৷ তাই ট্রেন বা যাত্রীর কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷

ট্রেনটি রাত 10.10 মিনিটে স্টেশনে ঢোকে ৷ যাত্রীরাই আগুন দেখতে পায় ৷ সঙ্গে সঙ্গে তারা রেলের আধিকারিকদের খবর দেয় ৷ অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নেভানো হয় ৷ রেলের ইঞ্জিনিয়ারিং দফতর ব্রেকের যান্ত্রিক ত্রুটি মেরামত করে ৷ তারপর রাতেই ট্রেনটি রওনা দেয় ৷ রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এক ঘণ্টার মধ্যেই এই ঘটনার সমাধান হয়ে যায় ৷ ট্রেনটি স্টেশন ছাড়ে রাত 11টা নাগাদ ৷ যদিও এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ সাবধানতাবশত তারা বগি থেকে ছুটে ট্রেনের বাইরে বেরিয়ে আসে ৷ ব্রেক প্যাডে আগুন লাগার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ৷

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনার পর স্কুলঘরে রাখা থরে থরে দেহ, টিভিতে দেখে ক্লাসে যাচ্ছে না ভীত পড়ুয়ারা

2 জুন ওড়িশারই বালাসোরে বাহানাগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা ৷ তার 7 দিনের মাথায় ফের ট্রেনে আগুন লাগার ঘটনায় স্বাভাবিক ভাবে ভয় পেয়েছেন যাত্রীরা ও তাঁদের আত্মীয় পরিজনেরা ৷ বালাসোরে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, ডাউন যশবন্তপুর এক্সপ্রেস ও একটি মালগাড়ির মধ্যে ধাক্কা লেগে দেশের অন্যতম ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনাটি ঘটে ৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস ৷ মৃতের সংখ্যা সরকারি হিসেবে 288 ৷ আহত 1 হাজার 200 জনেরও বেশি ৷

Last Updated : Jun 9, 2023, 9:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.