জালোর, 14 অগস্ট: জলের কলসি ছুঁয়েছিল তৃতীয় শ্রেণির ছাত্র ৷ কিন্তু সে তো দলিত ! তাই প্রাইভেট স্কুলের শিক্ষক তাকে থাপ্পড় মারে ৷ শনিবার সে মারা যায় ৷ তাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের জালোরে ৷ তফশিলি আইনের আওতায় এবং খুনের অভিযোগে শিক্ষক ছৈল সিংকে (40) গ্রেফতার করা হয়েছে, জানিয়েছে পুলিশ (Minor Dalit student allegedly beaten to death by teacher in Jalore Rajasthan) ৷
সায়লা থানায় অভিযোগ দায়ের করেন ছাত্র ইন্দ্রকুমারের আত্মীয় কিশোর কুমার ৷ জানা গিয়েছে, 20 জুলাই, বুধবার সুরানা গ্রামে সরস্বতী বিদ্যা মন্দিরে পড়তে যায় তৃতীয় শ্রেণির ছাত্র ইন্দ্রকুমার ৷ সে কলসি থেকে জল খেতে গেলে শিক্ষক ছৈল সিং তাকে মারধর করে ৷ অভিযোগ, কলসি ছোঁয়ায় শিক্ষক বাচ্চাটিকে থাপ্পড় মারে ৷ এতে ইন্দ্রকুমারের ডানকান এবং চোখে মারাত্মক আঘাত লাগে ৷ সেই ব্যথা নিয়ে আহত বাচ্চাটি তার বাবার দোকানে এসে সব জানায় ৷
-
जालौर के सायला थाना क्षेत्र में एक निजी स्कूल में शिक्षक द्वारा मारपीट के कारण छात्र की मृत्यु दुखद है। आरोपी शिक्षक के विरुद्ध हत्या व SC/ST एक्ट की धाराओं में प्रकरण पंजीबद्ध कर गिरफ्तारी की जा चुकी है।
— Ashok Gehlot (@ashokgehlot51) August 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">जालौर के सायला थाना क्षेत्र में एक निजी स्कूल में शिक्षक द्वारा मारपीट के कारण छात्र की मृत्यु दुखद है। आरोपी शिक्षक के विरुद्ध हत्या व SC/ST एक्ट की धाराओं में प्रकरण पंजीबद्ध कर गिरफ्तारी की जा चुकी है।
— Ashok Gehlot (@ashokgehlot51) August 13, 2022जालौर के सायला थाना क्षेत्र में एक निजी स्कूल में शिक्षक द्वारा मारपीट के कारण छात्र की मृत्यु दुखद है। आरोपी शिक्षक के विरुद्ध हत्या व SC/ST एक्ट की धाराओं में प्रकरण पंजीबद्ध कर गिरफ्तारी की जा चुकी है।
— Ashok Gehlot (@ashokgehlot51) August 13, 2022
বাবা দেবারাম প্রথমে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে ইন্দ্রকুমারকে খাওয়ায় ৷ কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি, ইন্দ্রকুমারের ব্যথা আরও বাড়তে থাকে ৷ তখন তাকে নিয়ে বাগোড়া, ভীনমাল, ডীসা, মেহসানা, উদয়পুরে একের পর এক হাসপাতালে যান দেবারাম ৷ কোথাও পরিস্থিতির উন্নতি না হওয়ায় শেষে সিভিল হাসপাতাল আহমেদাবাদে তাকে ভর্তি করা হয় ৷ শনিবার চিকিৎসা চলাকালীন মারা যায় ইন্দ্রকুমার ৷
আরও পড়ুন: ফুচকা খেতে গিয়ে দুষ্টুমি, ‘শিক্ষা’ দিতে খুদেকে উল্টো করে ঝুলিয়ে দিলেন শিক্ষক
এই ঘটনার পর রাজ্যের শিক্ষা দফতর তদন্ত শুরু করেছে ৷ রাজস্থানের এসসি কমিশনের চেয়ারম্যান খিলাড়ি লাল বৈরওয়া একটি নির্দেশে জানিয়েছেন, দ্রুত তদন্ত হবে ৷ এই ঘটনাকে 'দুর্ভাগ্যজনক' বলেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট ৷ তিনি টুইট করে লিখেছেন, "জালোরের সায়লা থানা এলাকায় একটি প্রাইভেট স্কুলে ছাত্রের উপর শিক্ষকের নির্যাতনের ঘটনাটি মর্মান্তিক ৷ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে ৷ খুনের অভিযোগ এবং এসসি/এসটি অ্যাক্টের ধারায় অভিযোগ দায়ের হয়েছে ৷"
তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃত ছাত্র ইন্দ্রকুমারের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ আরেকটি টুইট করে মুখ্যমন্ত্রী জানান, "কেস অফিসার স্কিমের অধীনে ঘটনাটির দ্রুত তদন্ত এবং দোষীকে সাজা দেওয়া হবে ৷ অত্যাচারিত বাচ্চাটির পরিবারটি যাতে তাড়াতাড়ি বিচার পায়, তার ব্যবস্থা করা হচ্ছে ৷"
ভীম আর্মি প্রধান চন্দ্র শেখর আজাদ হিন্দিতে একটি টুইট করেন, "দেশে আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে ৷ অন্যদিকে জলের কলসি ছোঁয়ায় একজনকে পিটিয়ে মেরে ফেলা হল ৷" স্বাধীনতার 75 বছর পরেও জালোরে জাতপাতের শিকার 9 বছরের একটি দলিত বাচ্চা ৷ কারও নামোল্লেখ না করেই তাঁর প্রশ্ন, "জলের কলসি ছোঁয়ার স্বাধীনতাও কি আমাদের নেই ? তাহলে আপনারা স্বাধীনতার মিথ্যে স্লোগান দিয়ে ঢ্যাড়া পেটাচ্ছেন কেন ?"
আরও পড়ুন: খাবার চুরির অভিযোগে দলিত যুবকের পোশাক ছিঁড়ে বেধড়ক মার !