ETV Bharat / bharat

350 টাকার জন্য কিশোরকে 50 বার ছুরির আঘাত, গলা কেটে নৃশংসভাবে খুন নাবালকের - টাকার জন্য নাবালকের হাতে খুন

মাত্র 350 টাকার জন্য 18 বছর বয়সি এক কিশোরকে খুনের অভিযোগ নাবালকের বিরুদ্ধে । সিসিটিভি ফুটেজে সামনে এসেছে এই নৃশংস খুনের দৃশ্য । নিহতের শরীরে ছুরির আঘাতের 50টি চিহ্ন পাওয়া গিয়েছে ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 3:11 PM IST

নয়াদিল্লি, 23 নভেম্বর: টাকার জন্য নাবালকের হাতে খুন 18 বছর বয়সি এক কিশোর ৷ মঙ্গলবার দিল্লির উত্তর-পূর্ব এলাকার ঘটনা ৷ মাত্র 350 টাকার জন্য ওই যুবককে খুন হতে হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে ৷ এইরকমই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে সিসিটিভি ফুটেজ থেকে ৷

নিহতের শরীরে 50 বার ছুরির আঘাতের চিহ্ন: সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মঙ্গলবার রাত 10টা 20 মিনিটে নাগাদ ঘটনা ঘটেছে। ওই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অভিযুক্ত নাবালক ওই কিশোরকে এলোপাথারিভাবে ছুরি দিয়ে আঘাত করে ৷ ছুরিকাঘাতে ওই কিশোর অজ্ঞান হয়ে গেলে তাকে একটি সরু গলিতে টেনে নিয়ে গিয়ে মৃত্যু নিশ্চিত করতে গলা কাটার চেষ্টা করে ৷

নিহত কিশোর জাফরাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের গলায়, কানে ও মুখে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে । নিহতের শরীরে ছুরির আঘাতের 50টি চিহ্ন পাওয়া গিয়েছে । বুধবার সকালে অভিযুক্তকে আটক করেছে পুলিশ । অভিযুক্ত ওই নাবালকের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, হামলার সময় ওই নাবালক মদ্যপ অবস্থায় ছিল ।

ঘটনা প্রসঙ্গে উত্তর-পূর্ব দিল্লির ডিসিপি ডাঃ জাওয়াই তিরকি জানান, মঙ্গলবার রাত 11টা 15 মিনিট নাগাদ ওয়েলকাম থানা এলাকার জনতা মজদুর কলোনির 18 ইদগাহ রোডে একটি ছেলেকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত ছেলেটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন । অভিযুক্ত নাবালককে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, নিহত কিশোর তার কাছ থেকে 350 টাকা নিয়েছিল ৷ একাধিকবার চেয়েও ধারের টাকা না পেয়েই তার উপর হামলা করে অভিযুক্ত নাবালক ৷

আরও পড়ুন:

  1. জোরহাটে নারীপাচার রুখে দিল পুলিশ, রাতের বাস থেকে উদ্ধার 7 কিশোরী
  2. ওড়িশায় মোবাইল চুরির চেষ্টার অভিযোগে দু’জনকে পিটিয়ে খুন, একজন আশঙ্কাজনক

নয়াদিল্লি, 23 নভেম্বর: টাকার জন্য নাবালকের হাতে খুন 18 বছর বয়সি এক কিশোর ৷ মঙ্গলবার দিল্লির উত্তর-পূর্ব এলাকার ঘটনা ৷ মাত্র 350 টাকার জন্য ওই যুবককে খুন হতে হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে ৷ এইরকমই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে সিসিটিভি ফুটেজ থেকে ৷

নিহতের শরীরে 50 বার ছুরির আঘাতের চিহ্ন: সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মঙ্গলবার রাত 10টা 20 মিনিটে নাগাদ ঘটনা ঘটেছে। ওই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অভিযুক্ত নাবালক ওই কিশোরকে এলোপাথারিভাবে ছুরি দিয়ে আঘাত করে ৷ ছুরিকাঘাতে ওই কিশোর অজ্ঞান হয়ে গেলে তাকে একটি সরু গলিতে টেনে নিয়ে গিয়ে মৃত্যু নিশ্চিত করতে গলা কাটার চেষ্টা করে ৷

নিহত কিশোর জাফরাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের গলায়, কানে ও মুখে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে । নিহতের শরীরে ছুরির আঘাতের 50টি চিহ্ন পাওয়া গিয়েছে । বুধবার সকালে অভিযুক্তকে আটক করেছে পুলিশ । অভিযুক্ত ওই নাবালকের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, হামলার সময় ওই নাবালক মদ্যপ অবস্থায় ছিল ।

ঘটনা প্রসঙ্গে উত্তর-পূর্ব দিল্লির ডিসিপি ডাঃ জাওয়াই তিরকি জানান, মঙ্গলবার রাত 11টা 15 মিনিট নাগাদ ওয়েলকাম থানা এলাকার জনতা মজদুর কলোনির 18 ইদগাহ রোডে একটি ছেলেকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত ছেলেটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন । অভিযুক্ত নাবালককে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, নিহত কিশোর তার কাছ থেকে 350 টাকা নিয়েছিল ৷ একাধিকবার চেয়েও ধারের টাকা না পেয়েই তার উপর হামলা করে অভিযুক্ত নাবালক ৷

আরও পড়ুন:

  1. জোরহাটে নারীপাচার রুখে দিল পুলিশ, রাতের বাস থেকে উদ্ধার 7 কিশোরী
  2. ওড়িশায় মোবাইল চুরির চেষ্টার অভিযোগে দু’জনকে পিটিয়ে খুন, একজন আশঙ্কাজনক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.