নিউদিল্লি, 17 এপ্রিল : দেশে বাড়তে থাকা কোভিড-19-এর সংক্রমণ আটকাতে রুখতে দেশের স্বরাষ্ট্র দফতরের অধীনে স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ মেনে নানাবিধ বিধিনিষেধ আরোপ করেছিল ভারতীয় রেল ৷ এর মধ্যে একটা অবশ্য়ই মাস্ক পরা ৷ এবার একটি বিবৃতি জারি করে সেই পদক্ষেপ আরও কড়াকড়ি করার কথা ঘোষণা করল রেলমন্ত্রক ৷
11মে, 2020-তে দ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি)-র জারি করা বিবৃতি 2.3(ix) অনুযায়ী "রেলের চত্বরে ঢোকার সময় আর ট্রেনে যাত্রাকালে সব যাত্রীদের মুখ ঢেকে রাখতে বা মাস্ক পরতে পরামর্শ দেওয়া হচ্ছে ৷ "
আরও পড়ুন: করোনা সংক্রমণ বাগে আনতে ‘‘প্রতীকী’’ কুম্ভমেলা পালনের আবেদন প্রধানমন্ত্রীর
এই বিবৃতি অনুযায়ী প্যানডেমিকের ভয়াবহ অবস্থায় রেল চত্বরের যেখানে সেখানে থুতু ফেলে নোংরা করা বা এরকমই নানা ভাবে রেলের বিভিন্ন জায়গাকে অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর করালে কড়া পদক্ষেপ করবে রেল কর্তৃপক্ষ, মাস্ক পরাতেও জোর দেওয়া হয়েছে ৷
ইন্ডিয়ান রেলওয়েজ (পেনাল্টিজ ফর অ্যাকটিভিটিস অ্যাফেকটিং ক্লিনলিনেস অ্যাট রেলওয়ে প্রিমিসেস) রুলস, 2012 অনুযায়ী রেল চত্বরে, ট্রেনে থাকাকালে থুতু ফেলে নোংরা করা, মাস্ক না-পরার ক্ষেত্রে 500 টাকা অবধি জরিমানা করবে রেল ৷ এমনকি ঘটনার গুরুত্ব বিবেচনা করে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে পারে রেল, এমনকি ছ'মাস অবধি তার প্রভাব থাকতে পারে ৷
ভারতীয় রেল মন্ত্রকের ফিনান্স ডিরেক্টোরেট-এর সম্মতিতে এই নির্দেশ জারি করা হয়েছে রেলের তরফ থেকে ৷