ETV Bharat / bharat

Atiq Ahmed Murder: আতিক খুনে উদ্বিগ্ন কেন্দ্র, সাংবাদিকদের জন্য নয়া এসওপি আনছে শাহের মন্ত্রক - Standard operating procedure for Journalists

আতিক আহমেদ খুনে ঘুম ভাঙল প্রশাসনের ! ঘটনার পর সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রক ৷ সাংবাদিকদের জন্য এসওপি তৈরির সিদ্ধান্ত অমিত শাহের কার্যালয়ের ৷

Ministry of Home Affairs to prepare SOP for journalists after Atique Ahmed Murder
ফাইল ছবি
author img

By

Published : Apr 16, 2023, 2:41 PM IST

Updated : Apr 16, 2023, 5:22 PM IST

নয়াদিল্লি, 16 এপ্রিল: আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফ আহমেদের খুনের ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার ৷ এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে, তা নিশ্চিত করতে সাংবাদিকদের জন্য 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর' (এসওপি) তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ অমিত শাহের কার্যালয় জানিয়েছে, সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ করার কথা ভাবা হয়েছে ৷ অর্থাৎ আগামী দিনে বিভিন্ন বিষয়ে যেকোনও ব্যক্তির বক্তব্য সংগ্রহ করতে হলে সাংবাদিকদের কিছু নিয়ম মেনে চলতে হবে ৷ প্রসঙ্গত, যে তিন আততায়ীর গুলিতে আতিক ও আশরফ খুন হন, তারা প্রত্য়েকেই সাংবাদিকের ভেক ধরে প্রয়াগরাজের ঘটনাস্থলে পৌঁছেছিল ৷ গুলি চালানোর আগে পর্যন্ত কেউ তাদের নিয়ে সন্দেহ করেননি !

স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই প্রসঙ্গে বিবৃতিও দেওয়া হয়েছে ৷ তাদের বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশ অনুসারে সাংবাদিকদের জন্য এসওপি তৈরি করা হবে ৷ সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ শনিবার রাতে প্রয়াগরাজে তিন আততায়ীর গুলিতে খুন হন আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফ ৷ হামলাকারীরা সাংবাদিকের ছদ্মবেশে এসেছিল ৷ সেই ঘটনার প্রেক্ষিতেই সাংবাদিকদের জন্য এসওপি তৈরি করা হচ্ছে ৷

আরও পড়ুন: 'কোনও সম্পর্ক নেই', আতিক খুনে ধৃতদের নিয়ে উদাসীন পরিবার !

প্রসঙ্গত, শনিবারের রাতের ঘটনা নিয়ে ইতিমধ্যেই সারাদেশে চর্চা শুরু হয়েছে ৷ সরকারি হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল আতিক ও আশরফকে ৷ সেই সময় একেবারে পয়েন্ট ব্ল্য়াংক রেঞ্জ থেকে গুলি করে তাঁদের খুন করা হয় ৷ তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশের বহু কর্মী ও আধিকারিক ৷ ছিলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও ৷ তাঁদের সকলের সামনেই অবলীলায় এই ভয়াবহ কাণ্ড ঘটায় তিন যুবক ! স্বাভাবিকভাবেই এই ঘটনায় ফের একবার মুখ পুড়েছে যোগী সরকারের ৷ প্রশ্ন উঠছে উত্তরপ্রদেশ সরকার ও রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও ৷ এমনকী, এর পিছনে ষড়যন্ত্রও দেখতে পাচ্ছেন বিরোধীদের একাংশ !

নয়াদিল্লি, 16 এপ্রিল: আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফ আহমেদের খুনের ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার ৷ এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে, তা নিশ্চিত করতে সাংবাদিকদের জন্য 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর' (এসওপি) তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ অমিত শাহের কার্যালয় জানিয়েছে, সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ করার কথা ভাবা হয়েছে ৷ অর্থাৎ আগামী দিনে বিভিন্ন বিষয়ে যেকোনও ব্যক্তির বক্তব্য সংগ্রহ করতে হলে সাংবাদিকদের কিছু নিয়ম মেনে চলতে হবে ৷ প্রসঙ্গত, যে তিন আততায়ীর গুলিতে আতিক ও আশরফ খুন হন, তারা প্রত্য়েকেই সাংবাদিকের ভেক ধরে প্রয়াগরাজের ঘটনাস্থলে পৌঁছেছিল ৷ গুলি চালানোর আগে পর্যন্ত কেউ তাদের নিয়ে সন্দেহ করেননি !

স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই প্রসঙ্গে বিবৃতিও দেওয়া হয়েছে ৷ তাদের বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশ অনুসারে সাংবাদিকদের জন্য এসওপি তৈরি করা হবে ৷ সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ শনিবার রাতে প্রয়াগরাজে তিন আততায়ীর গুলিতে খুন হন আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফ ৷ হামলাকারীরা সাংবাদিকের ছদ্মবেশে এসেছিল ৷ সেই ঘটনার প্রেক্ষিতেই সাংবাদিকদের জন্য এসওপি তৈরি করা হচ্ছে ৷

আরও পড়ুন: 'কোনও সম্পর্ক নেই', আতিক খুনে ধৃতদের নিয়ে উদাসীন পরিবার !

প্রসঙ্গত, শনিবারের রাতের ঘটনা নিয়ে ইতিমধ্যেই সারাদেশে চর্চা শুরু হয়েছে ৷ সরকারি হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল আতিক ও আশরফকে ৷ সেই সময় একেবারে পয়েন্ট ব্ল্য়াংক রেঞ্জ থেকে গুলি করে তাঁদের খুন করা হয় ৷ তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশের বহু কর্মী ও আধিকারিক ৷ ছিলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও ৷ তাঁদের সকলের সামনেই অবলীলায় এই ভয়াবহ কাণ্ড ঘটায় তিন যুবক ! স্বাভাবিকভাবেই এই ঘটনায় ফের একবার মুখ পুড়েছে যোগী সরকারের ৷ প্রশ্ন উঠছে উত্তরপ্রদেশ সরকার ও রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও ৷ এমনকী, এর পিছনে ষড়যন্ত্রও দেখতে পাচ্ছেন বিরোধীদের একাংশ !

Last Updated : Apr 16, 2023, 5:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.