শ্রীনগর, 8 জানুয়ারি: সৌদি আরবে (Saudi Arabia) কর্মরত এক কাশ্মীরি চিকিৎসককে (Kashmiri Doctor) জঙ্গি (Terrorist) বলে ঘোষণা করল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs) ৷ অভিযুক্ত ওই ব্যক্তি হলেন, ডা. আসিফ মকবুল দার (Dr. Asif Maqbool Dar) ৷ শনিবার ইউএপিএর (UAPA) নির্দিষ্ট ধারায় তাঁকে জঙ্গি বলে চিহ্নিত ও ঘোষিত করা হয় ৷
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রেই জানা গিয়েছে, ডা. মকবুল আদতে উত্তর কাশ্মীরের ওয়াগুরা এলাকার বাসিন্দা ৷ কিন্তু বর্তমানে তিনি থাকেন সৌদি আরবের দমনে ৷ তিনি একজন প্রসিদ্ধ অ্য়ানেস্থেসিওলজিস্ট (Anesthesiologist) ৷ অভিযোগ, এই চিকিৎসকের সঙ্গে জঙ্গিগোষ্ঠী হিজবুল মুজাহিদীনের (Hizb-ul-Mujahideen) সম্পর্ক রয়েছে ৷
আরও পড়ুন: জোশীমঠে ক্ষতিগ্রস্তরা উত্তরাখণ্ড সরকারের ভূমিকায় ক্ষুব্ধ
2016 সালে কাশ্মীর ছেড়ে সৌদি আরবে পাড়ি দেন ডা. মকবুল ৷ বর্তমানে সেখানকার একটি হাসপাতালে কর্মরত রয়েছেন তিনি ৷ অভিযোগ, কাশ্মীর থেকে ভারতীয় সংবিধানের 370 এবং 35-এ ধারার অবলুপ্তি ঘটানোর পরই ভারতবিরোধী প্রচার শুরু করেন ডা. মকবুল ৷ এই কাজে তাঁর মাধ্যম হল, সোশাল মিডিয়া ৷ মাঝেমধ্যেই কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব হন তিনি ৷ পাশাপাশি, কাশ্মীরে সাংবাদিকদের নিগ্রহের ঘটনাও ঘটে বলে বহুবার সমাজমাধ্যমে দাবি করেছেন ডা. মকবুল ৷ এর বিরুদ্ধে মানুষকে একজোট হওয়ার আবেদনও করেছেন তিনি ৷
প্রসঙ্গত, ডা. মকবুলের ভাইও হিজবুলের সক্রিয় সদস্য ছিলেন বলে অভিযোগ ৷ 2005 সালে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে তাঁর মৃত্যু হয় ৷ ডা. মকবুল প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে যে 'নোট' প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, "ডা. আসিফ মকবুল দার কাশ্মীরের তরুণদের লাগাতার উস্কানি এবং প্ররোচনা দিয়ে চলেছেন ৷ সোশাল মিডিয়ার মাধ্যমে তিনি কাশ্মীরি যুবদের সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন ৷" স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, সমাজমাধ্যমে যেসব ব্যক্তি ভারত সরকার এবং নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য কাশ্মীরি যুব সম্প্রদায়কে প্ররোচনা দেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন এই চিকিৎসক ৷
এছাড়াও, ডা. মকবুলের বিরুদ্ধে ভারতবিরোধী সন্ত্রাসের ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ তুলেছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ এই কাজে তিনি সরাসরি হিজবুল সদস্যদের সাহায্য নিচ্ছেন বলেও দাবি করেছে ভারত সরকার ৷ সমগ্র জম্মু-কাশ্মীর এবং নয়াদিল্লি-সহ ভারতের বিভিন্ন জনপ্রিয় শহর ডা. মকবুল ও তাঁর অনুগামীদের নিশানায় রয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছে ৷ প্রসঙ্গত, ডা. আসিফ মকবুল দার হলে 52তম ব্যক্তি, যাঁকে ইউএপিএর আওতায় জঙ্গি বলে ঘোষণা করা হল ৷