ETV Bharat / bharat

Rabindranath Tagore : রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে টুইট-শ্রদ্ধা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের - Death Anniversary Rabindranath Tagore

এদিন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক পর পর দুটি টুইট করে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানায় ৷ একটিতে উল্লেখ করা হয়, "নোবেল জয়ীর গান 'জনগণমন' ভারতের ও 'আমার সোনার বাংলা' বাংলাদেশের জাতীয় সঙ্গীত ৷"

s
s
author img

By

Published : Aug 7, 2021, 6:15 PM IST

নয়াদিল্লি, 7 অগস্ট : আজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ৷ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে কবিকে শ্রদ্ধা জানিয়ে টুইট করল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ৷ তবে করোনা পরিস্থিতিতে দেশজুড়ে নীরবেই পালিত হচ্ছে 22 শ্রাবণ ৷

সাধারণত বাংলা ক্যালেন্ডারের তিনটি বিশেষ তারিখ মনে রাখে বাঙালি ৷ যার একটি পয়লা বৈশাখ ৷ অন্য দুটি হল 25 বৈশাখ ও 22 শ্রাবণ ৷ বলা বাহুল্য, একটি রবীন্দ্রনাথের জন্মদিন অন্যটি প্রয়াণ দিবস ৷ এই দুই দিন রাজ্য তথা দেশজুড়ে ঘটা করে স্মরণ করা হয় কবিগুরুকে ৷ যদিও করোনা পরিস্থিতিতে সবটাই বদলে গিয়েছে ৷ এবার বিশ্বভারতী ও জোড়াসাঁকোতে স্বল্প পরিসরে পালিত হয়েছিল 25 বৈশাখের অনুষ্ঠান ৷ যদিও ভার্চুয়ালি মাধ্যমে একাধিক অনুষ্ঠান হয় ৷ করোনার কারণে আজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসটিও ছিল সাদামাটা ৷ আজ ও কালকের মধ্যে বিশ্বভারতী, জোরাসাঁকো ও নিমতলা শ্মশানঘাটে আনুষ্ঠানিকতা হলেও তা হচ্ছে স্বল্প পরিসরে ৷

আরও পড়ুন: নোবেল চুরির 17 বছর পর রবীন্দ্রভবনের নিরাপত্তায় আধুনিক ওয়াচ টাওয়ার

এদিন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক পর পর দুটি টুইট করে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানায় ৷ একটিতে উল্লেখ করা হয়, "নোবেল জয়ীর গান 'জনগণমন' ভারতের ও 'আমার সোনার বাংলা' বাংলাদেশের জাতীয় সঙ্গীত ৷" অন্য টুইটে লেখা হয়, "ভারতীয় সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ আইকন, বিশিষ্ট কবি, দার্শনিক, সঙ্গীত শিল্পী, লেখক ও শিক্ষাবিদ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমাদের আন্তরিক শ্রদ্ধাঞ্জলী ৷ তাঁর সৃষ্টিতে বাকবদল এসেছিল বাংলা সাহিত্য ও সঙ্গীত ভূবনে ৷ এইসঙ্গে বদল এসেছিল আধুনিক ভারতীয় শিল্পকলা ক্ষেত্রে ৷"

নয়াদিল্লি, 7 অগস্ট : আজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ৷ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে কবিকে শ্রদ্ধা জানিয়ে টুইট করল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ৷ তবে করোনা পরিস্থিতিতে দেশজুড়ে নীরবেই পালিত হচ্ছে 22 শ্রাবণ ৷

সাধারণত বাংলা ক্যালেন্ডারের তিনটি বিশেষ তারিখ মনে রাখে বাঙালি ৷ যার একটি পয়লা বৈশাখ ৷ অন্য দুটি হল 25 বৈশাখ ও 22 শ্রাবণ ৷ বলা বাহুল্য, একটি রবীন্দ্রনাথের জন্মদিন অন্যটি প্রয়াণ দিবস ৷ এই দুই দিন রাজ্য তথা দেশজুড়ে ঘটা করে স্মরণ করা হয় কবিগুরুকে ৷ যদিও করোনা পরিস্থিতিতে সবটাই বদলে গিয়েছে ৷ এবার বিশ্বভারতী ও জোড়াসাঁকোতে স্বল্প পরিসরে পালিত হয়েছিল 25 বৈশাখের অনুষ্ঠান ৷ যদিও ভার্চুয়ালি মাধ্যমে একাধিক অনুষ্ঠান হয় ৷ করোনার কারণে আজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসটিও ছিল সাদামাটা ৷ আজ ও কালকের মধ্যে বিশ্বভারতী, জোরাসাঁকো ও নিমতলা শ্মশানঘাটে আনুষ্ঠানিকতা হলেও তা হচ্ছে স্বল্প পরিসরে ৷

আরও পড়ুন: নোবেল চুরির 17 বছর পর রবীন্দ্রভবনের নিরাপত্তায় আধুনিক ওয়াচ টাওয়ার

এদিন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক পর পর দুটি টুইট করে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানায় ৷ একটিতে উল্লেখ করা হয়, "নোবেল জয়ীর গান 'জনগণমন' ভারতের ও 'আমার সোনার বাংলা' বাংলাদেশের জাতীয় সঙ্গীত ৷" অন্য টুইটে লেখা হয়, "ভারতীয় সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ আইকন, বিশিষ্ট কবি, দার্শনিক, সঙ্গীত শিল্পী, লেখক ও শিক্ষাবিদ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমাদের আন্তরিক শ্রদ্ধাঞ্জলী ৷ তাঁর সৃষ্টিতে বাকবদল এসেছিল বাংলা সাহিত্য ও সঙ্গীত ভূবনে ৷ এইসঙ্গে বদল এসেছিল আধুনিক ভারতীয় শিল্পকলা ক্ষেত্রে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.