ETV Bharat / bharat

Coal Crisis : সঙ্কট মেটাতে 40 কয়লা খনির নিলাম করবে কয়লামন্ত্রক - নিলামে ডাকা কয়লাখনি

দেশজুড়ে চলছে কয়লা সঙ্কট ৷ তার সমাধানে 40টি নতুন কয়লাখনির নিলাম ডাকল কয়লামন্ত্রক ৷ দেশে এখন 88টি কয়লাখনি 5 হাজার 500 কোটি টন কয়লা বিক্রি করার অবস্থায় রয়েছে ৷

কয়লা সঙ্কট মেটাতে কয়লা খনির নিলাম
কয়লা সঙ্কট মেটাতে কয়লা খনির নিলাম
author img

By

Published : Oct 13, 2021, 11:13 AM IST

নয়াদিল্লি, 13 অক্টোবর : দেশের কয়লা সঙ্কট ঘোচাতে কয়লামন্ত্রকের (Ministry of Coal) তরফে 40টি কয়লা খনির নিলাম ডাকা হল ৷ একটি বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, এর মধ্যে 21টি খনি কয়লা খনি সংক্রান্ত 2015-র বিশেষ আইনের (Coal Mines (Special Provisions) Act 2015) আওতায় এবং 19টি 'ট্রাঞ্চ থ্রি অফ মাইনস এবং মিনারেলস (ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন) অ্যাক্ট, 1957'-এর অধীনে (Tranche three of Mines and Minerals (Development and Regulation) Act 1957) রয়েছে ৷

একটি সরকারি বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, প্রথম দু'টি কিস্তিতে 28টি কয়লা খনির নিলাম সফল হওয়ার পর এই পদক্ষেপ করা হল ৷ বর্তমানে মোট 88টি কয়লা খনি রয়েছে ৷ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, 88টি কয়লাখনির মোট 5 হাজার 500 কোটি টন কয়লা বিক্রি করা যাবে ৷ তার মধ্যে 57টি সম্পূর্ণ খনন করা কয়লাখনি আর 31টি আংশিক খনন করা খনি রয়েছে ৷ পাশাপাশি 4টি কোক কয়লাখনিও রয়েছে ৷

আরও পড়ুন : Coal Crisis : কয়লা সঙ্কট নিয়ে দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক শাহের

গতকাল কয়লামন্ত্রকের (Union Minister of Coal, Mines and Parliamentary Affairs) মন্ত্রী প্রহ্লাদ জোশী (Pralhad Joshi) একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় জোর দিয়ে জানান, দেশের অর্থনৈতিক উন্নতির জন্য কয়লা খনি সংস্কারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে একযোগে কাজ করছে কেন্দ্রীয় সরকার এবং কয়লামন্ত্রক ৷ কোভিড-পূর্ববর্তী সময়ের তুলনায় বর্তমানে দেশে বিদ্যুতের ব্যবহারের ধরন বদলেছে এবং কীভাবে সেই চাহিদা 20 শতাংশ বেড়েছে তাও জানান মন্ত্রী ৷ এই অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন বিক্রির চূড়ান্ত ছাড়পত্রে বা কয়লা থেকে গ্যাস বা তরল জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে যে 20 শতাংশ রিবেট দেওয়া, তা বাড়ানো হতে পারে ৷

নয়াদিল্লি, 13 অক্টোবর : দেশের কয়লা সঙ্কট ঘোচাতে কয়লামন্ত্রকের (Ministry of Coal) তরফে 40টি কয়লা খনির নিলাম ডাকা হল ৷ একটি বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, এর মধ্যে 21টি খনি কয়লা খনি সংক্রান্ত 2015-র বিশেষ আইনের (Coal Mines (Special Provisions) Act 2015) আওতায় এবং 19টি 'ট্রাঞ্চ থ্রি অফ মাইনস এবং মিনারেলস (ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন) অ্যাক্ট, 1957'-এর অধীনে (Tranche three of Mines and Minerals (Development and Regulation) Act 1957) রয়েছে ৷

একটি সরকারি বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, প্রথম দু'টি কিস্তিতে 28টি কয়লা খনির নিলাম সফল হওয়ার পর এই পদক্ষেপ করা হল ৷ বর্তমানে মোট 88টি কয়লা খনি রয়েছে ৷ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, 88টি কয়লাখনির মোট 5 হাজার 500 কোটি টন কয়লা বিক্রি করা যাবে ৷ তার মধ্যে 57টি সম্পূর্ণ খনন করা কয়লাখনি আর 31টি আংশিক খনন করা খনি রয়েছে ৷ পাশাপাশি 4টি কোক কয়লাখনিও রয়েছে ৷

আরও পড়ুন : Coal Crisis : কয়লা সঙ্কট নিয়ে দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক শাহের

গতকাল কয়লামন্ত্রকের (Union Minister of Coal, Mines and Parliamentary Affairs) মন্ত্রী প্রহ্লাদ জোশী (Pralhad Joshi) একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় জোর দিয়ে জানান, দেশের অর্থনৈতিক উন্নতির জন্য কয়লা খনি সংস্কারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে একযোগে কাজ করছে কেন্দ্রীয় সরকার এবং কয়লামন্ত্রক ৷ কোভিড-পূর্ববর্তী সময়ের তুলনায় বর্তমানে দেশে বিদ্যুতের ব্যবহারের ধরন বদলেছে এবং কীভাবে সেই চাহিদা 20 শতাংশ বেড়েছে তাও জানান মন্ত্রী ৷ এই অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন বিক্রির চূড়ান্ত ছাড়পত্রে বা কয়লা থেকে গ্যাস বা তরল জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে যে 20 শতাংশ রিবেট দেওয়া, তা বাড়ানো হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.