ETV Bharat / bharat

Pralhad Joshi on Hijab Verdict : হিজাব বিতর্কে আদালতের রায়কে স্বাগত জানালেন প্রহ্লাদ জোশী - হিজাব বিতর্কে আদালতের রায়

শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন একদল ছাত্রী ৷ মঙ্গলবার তাদের আবেদন খারিজ করল কর্নাটক হাইকোর্ট ৷ এই রায়ে খুশি সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী (Pralhad Joshi on Hijab Verdict) ?

Pralhad Joshi welcomes Hijab Judgement
হিজাবের রায়কে স্বাগত জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী
author img

By

Published : Mar 15, 2022, 11:30 AM IST

Updated : Mar 15, 2022, 12:24 PM IST

নয়াদিল্লি, 15 মার্চ : কর্নাটক হাইকোর্ট শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার আবেদন খারিজ করে দিয়েছে ৷ আদালত জানিয়েছে, হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় আচরণের অঙ্গ নয় ৷ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী ৷ তিনি বলেন, "আমি সবাইকে জানাতে চাই, রাজ্য এবং দেশকে এগিয়ে যেতে হবে ৷ হাইকোর্টের রায়কে গ্রহণ করে প্রত্যেকে যেন শান্তি বজায় রাখে ৷" তাঁর মতে, একজন পড়ুয়ার প্রাথমিক কাজ লেখাপড়া ৷ তিনি এই সবকিছু সরিয়ে তারা পড়াশোনায় মন দিক এবং ঐক্যবদ্ধ হোন (Minister Pralhad Joshi welcomes Karnataka High Court Hijab Judgement) ৷

মঙ্গলবার কর্নাটক হাইকোর্ট কয়েকজন মুসলিম পড়ুয়ার হিজাব পরার আবেদন খারিজ করে দেয় ৷ প্রধান বিচারপতি ঋতু রাজ অবস্থির নেতৃত্বে বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিত এবং বিচারপতি জে এম খাজিকে নিয়ে গঠিত এই বেঞ্চ রায় ঘোষণা করে ৷ প্রধান বিচারপতি জানান, "ইসলাম ধর্মে হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় আচরণ নয় ৷" এ বছর 5 ফেব্রুয়ারি কর্নাটক সরকার যে নির্দেশ দিয়েছে, তাকে সমর্থন করে আদালত ৷ দেশের সাম্য, অখণ্ডতা নষ্ট করতে পারে এমন কোনও পোশাক পরায় নিষেধাজ্ঞা জারি করেছিল বাসবরাজ বোম্মাইয়ের সরকার (Basavaraj Bommai) ৷

আরও পড়ুন : Karnataka HC dismiss Hijab row : হিজাব পরা ধর্মীয় রীতি নয়, মামলা খারিজ কর্নাটক হাইকোর্টে

1 জানুয়ারি, উদুপির একটি কলেজের ছ'জন ছাত্রী একটি সাংবাদিক সম্মেলনে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয় ৷ তাদের অভিযোগ ছিল, হিজাব পরে ক্লাস করতে দেওয়া হচ্ছে না মুসলিম ছাত্রীদের ৷ 10 ফেব্রুয়ারি, হাইকোর্ট একটি অন্তর্বর্তীকালীন নির্দেশে পড়ুয়াদের সরকারি নির্দেশ মেনে চলতে বলে ৷ 25 ফেব্রুয়ারি পর্যন্ত হিজাব পরা নিয়ে সওয়াল জবাব চলে আদালতে ৷ এরপর আজ এই রায় ঘোষণা করল আদালত ৷

নয়াদিল্লি, 15 মার্চ : কর্নাটক হাইকোর্ট শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার আবেদন খারিজ করে দিয়েছে ৷ আদালত জানিয়েছে, হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় আচরণের অঙ্গ নয় ৷ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী ৷ তিনি বলেন, "আমি সবাইকে জানাতে চাই, রাজ্য এবং দেশকে এগিয়ে যেতে হবে ৷ হাইকোর্টের রায়কে গ্রহণ করে প্রত্যেকে যেন শান্তি বজায় রাখে ৷" তাঁর মতে, একজন পড়ুয়ার প্রাথমিক কাজ লেখাপড়া ৷ তিনি এই সবকিছু সরিয়ে তারা পড়াশোনায় মন দিক এবং ঐক্যবদ্ধ হোন (Minister Pralhad Joshi welcomes Karnataka High Court Hijab Judgement) ৷

মঙ্গলবার কর্নাটক হাইকোর্ট কয়েকজন মুসলিম পড়ুয়ার হিজাব পরার আবেদন খারিজ করে দেয় ৷ প্রধান বিচারপতি ঋতু রাজ অবস্থির নেতৃত্বে বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিত এবং বিচারপতি জে এম খাজিকে নিয়ে গঠিত এই বেঞ্চ রায় ঘোষণা করে ৷ প্রধান বিচারপতি জানান, "ইসলাম ধর্মে হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় আচরণ নয় ৷" এ বছর 5 ফেব্রুয়ারি কর্নাটক সরকার যে নির্দেশ দিয়েছে, তাকে সমর্থন করে আদালত ৷ দেশের সাম্য, অখণ্ডতা নষ্ট করতে পারে এমন কোনও পোশাক পরায় নিষেধাজ্ঞা জারি করেছিল বাসবরাজ বোম্মাইয়ের সরকার (Basavaraj Bommai) ৷

আরও পড়ুন : Karnataka HC dismiss Hijab row : হিজাব পরা ধর্মীয় রীতি নয়, মামলা খারিজ কর্নাটক হাইকোর্টে

1 জানুয়ারি, উদুপির একটি কলেজের ছ'জন ছাত্রী একটি সাংবাদিক সম্মেলনে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয় ৷ তাদের অভিযোগ ছিল, হিজাব পরে ক্লাস করতে দেওয়া হচ্ছে না মুসলিম ছাত্রীদের ৷ 10 ফেব্রুয়ারি, হাইকোর্ট একটি অন্তর্বর্তীকালীন নির্দেশে পড়ুয়াদের সরকারি নির্দেশ মেনে চলতে বলে ৷ 25 ফেব্রুয়ারি পর্যন্ত হিজাব পরা নিয়ে সওয়াল জবাব চলে আদালতে ৷ এরপর আজ এই রায় ঘোষণা করল আদালত ৷

Last Updated : Mar 15, 2022, 12:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.