ETV Bharat / bharat

Ashwini welcomes British PM Sunak: 'জয় সিয়ারাম', সুনাককে অভিবাদন জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

G20 Summit in Delhi: জি20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই দিল্লিতে অবতরণ করেছে একের পর এক রাষ্ট্রনেতা এবং বিদেশি প্রতিনিধিদের বিশেষ বিমান ৷ এদিন দুপুরেই এসে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ৷

Etv Bharat
সুনাককে অভিবাদন জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 10:54 PM IST

Updated : Sep 8, 2023, 11:07 PM IST

নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: জি20 বৈঠকে যোগ দিতে দিল্লিতে এসে পৌঁছেছেন একাধিক রাষ্ট্র প্রধানরা ৷ মার্কিন প্রেসিডেন্টের পাশাপাশি শুক্রবার দুপুরেই এসে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও ৷ আর তাঁকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানাতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে 'জয় সিয়ারাম' বলে অভিবাদন জানালেন সুনাককে ৷ যা নিয়ে নয়া জল্পনা শুরু হয়েছে ৷

এদিন জি20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই দিল্লিতে অবতরণ করেছে একের পর এক রাষ্ট্রনেতা এবং বিদেশি প্রতিনিধিদের বিশেষ বিমান ৷ এদিন দুপুরেই এসে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ৷ আর দিল্লিতে আগমনের পর বিশিষ্ট ব্যক্তিদের স্বাগত জানানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল কেন্দ্রের একাধিক প্রতিমন্ত্রীকে। তেমনই সস্ত্রীক সুনাককে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা এবং খাদ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে ৷ আর সেখানেই সুনাকের উদ্দেশে 'জয় সিয়ারাম' উল্লেখ করেন তিনি ৷

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এদিন অশ্বিনী চৌবে সুনককে জানান, তিনি বক্সার কেন্দ্রের সাংসদ ৷ যে শহর ধর্মীয় গুরুত্বের নিরীখেও অত্যন্ত সমৃদ্ধ ৷ চৌবের দাবি, প্রাচীন এই শহরে বিশ্বাস করা হয় যে, সেই জায়গা যেখানে ভগবান রাম এবং তাঁর ভাই লক্ষ্মণ বিশ্বামিত্রের অধীনে অধ্যয়ন করেছিলেন ৷ মন্ত্রীর কার্যালয়ের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, যিনি ভারতীয় বংশোদ্ভূত ৷ প্রায়শই তাঁর হিন্দু শিকড়ের উপর জোর দিয়ে থাকেন বিভিন্ন বক্তব্যে ৷ এর জন্য তিনি গর্বিত বলেও দাবি করে থাকেন।

আরও পড়ুন: খালিস্তানি তৎপরতা নিয়ে উদ্বেগ কাটাতে ভারতকে আশ্বস্ত করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, "সুনাক ভারতের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক গল্প গভীরভাবে শুনেছেন ৷" ঋষি সুনাক এদিন তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি যিনি ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির কন্যা, তাঁকে সঙ্গে নিয়ে ভারতে এসেছেন ৷ আর সেকারণেই এদিন কেন্দ্রীয় মন্ত্রী ভারতের জামাই হিসাবে সুনাককে এবং কন্যা হিসাবে অক্ষতাকে স্বাগত জানিয়েছেন। অশ্বিনী চৌবে তাঁদের বলেছেন, "ভারত আপনার পূর্বপুরুষদের একটি দেশ। সবাই আপনার আগমনে উৎসাহী ৷" বিবৃতিতে যোগ করা হয়েছে, ঋষি সুনককে কেন্দ্রীয় মন্ত্রী একটি রুদ্রাক্ষ, ভগবদগীতা এবং হনুমান চালিসা উপহার দিয়েছেন।

নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: জি20 বৈঠকে যোগ দিতে দিল্লিতে এসে পৌঁছেছেন একাধিক রাষ্ট্র প্রধানরা ৷ মার্কিন প্রেসিডেন্টের পাশাপাশি শুক্রবার দুপুরেই এসে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও ৷ আর তাঁকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানাতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে 'জয় সিয়ারাম' বলে অভিবাদন জানালেন সুনাককে ৷ যা নিয়ে নয়া জল্পনা শুরু হয়েছে ৷

এদিন জি20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই দিল্লিতে অবতরণ করেছে একের পর এক রাষ্ট্রনেতা এবং বিদেশি প্রতিনিধিদের বিশেষ বিমান ৷ এদিন দুপুরেই এসে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ৷ আর দিল্লিতে আগমনের পর বিশিষ্ট ব্যক্তিদের স্বাগত জানানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল কেন্দ্রের একাধিক প্রতিমন্ত্রীকে। তেমনই সস্ত্রীক সুনাককে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা এবং খাদ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে ৷ আর সেখানেই সুনাকের উদ্দেশে 'জয় সিয়ারাম' উল্লেখ করেন তিনি ৷

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এদিন অশ্বিনী চৌবে সুনককে জানান, তিনি বক্সার কেন্দ্রের সাংসদ ৷ যে শহর ধর্মীয় গুরুত্বের নিরীখেও অত্যন্ত সমৃদ্ধ ৷ চৌবের দাবি, প্রাচীন এই শহরে বিশ্বাস করা হয় যে, সেই জায়গা যেখানে ভগবান রাম এবং তাঁর ভাই লক্ষ্মণ বিশ্বামিত্রের অধীনে অধ্যয়ন করেছিলেন ৷ মন্ত্রীর কার্যালয়ের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, যিনি ভারতীয় বংশোদ্ভূত ৷ প্রায়শই তাঁর হিন্দু শিকড়ের উপর জোর দিয়ে থাকেন বিভিন্ন বক্তব্যে ৷ এর জন্য তিনি গর্বিত বলেও দাবি করে থাকেন।

আরও পড়ুন: খালিস্তানি তৎপরতা নিয়ে উদ্বেগ কাটাতে ভারতকে আশ্বস্ত করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, "সুনাক ভারতের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক গল্প গভীরভাবে শুনেছেন ৷" ঋষি সুনাক এদিন তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি যিনি ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির কন্যা, তাঁকে সঙ্গে নিয়ে ভারতে এসেছেন ৷ আর সেকারণেই এদিন কেন্দ্রীয় মন্ত্রী ভারতের জামাই হিসাবে সুনাককে এবং কন্যা হিসাবে অক্ষতাকে স্বাগত জানিয়েছেন। অশ্বিনী চৌবে তাঁদের বলেছেন, "ভারত আপনার পূর্বপুরুষদের একটি দেশ। সবাই আপনার আগমনে উৎসাহী ৷" বিবৃতিতে যোগ করা হয়েছে, ঋষি সুনককে কেন্দ্রীয় মন্ত্রী একটি রুদ্রাক্ষ, ভগবদগীতা এবং হনুমান চালিসা উপহার দিয়েছেন।

Last Updated : Sep 8, 2023, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.