শ্রীনগর, 28 মে : নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জম্মু-কাশ্মীরের অনন্তনাগে মৃত্যু হল 2 জঙ্গির (two militants killed in Anantnag Bijbehara Encounter) ৷ উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বন্দুক ৷
-
#AnantnagEncounterUpdate: 02 #terrorists killed. #Incriminating materials including arms & #ammunition recovered. Search going on. Further details shall follow.@JmuKmrPolice https://t.co/E1zUQeOB9T
— Kashmir Zone Police (@KashmirPolice) May 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#AnantnagEncounterUpdate: 02 #terrorists killed. #Incriminating materials including arms & #ammunition recovered. Search going on. Further details shall follow.@JmuKmrPolice https://t.co/E1zUQeOB9T
— Kashmir Zone Police (@KashmirPolice) May 28, 2022#AnantnagEncounterUpdate: 02 #terrorists killed. #Incriminating materials including arms & #ammunition recovered. Search going on. Further details shall follow.@JmuKmrPolice https://t.co/E1zUQeOB9T
— Kashmir Zone Police (@KashmirPolice) May 28, 2022
কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, এদিন বিকেলে অনন্তনাগের বিজবেহারা এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় জঙ্গিদের ৷ নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় 2 জঙ্গির ৷ এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী ৷
আরও পড়ুন : পবিত্র চারধাম যাত্রায় 91 জন তীর্থযাত্রীর মৃত্যু
জানা গিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এদিন অনন্তনাগের ওই এলাকায় তল্লাশি অভিযানে যায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী ৷ হঠাৎই গোপন একটি ডেরা থেকে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ৷