ETV Bharat / bharat

Srinagar Encounter : শ্রীনগরে এনকাউন্টারে নিকেশ এক লস্কর জঙ্গি-সহ দুই - একজন লস্কর ই তইবার জঙ্গি

রাতভর এনকাউন্টারে মারা গেল দুই জঙ্গি ৷ একজন লস্কর-ই-তইবার সদস্য (Srinagar Encounter) ৷

Lashkar-e-Taiba militant killed in Srinagar Encounter
শ্রীনগরে লস্কর-ই-তইবার জঙ্গি নিকেশ
author img

By

Published : Mar 30, 2022, 7:04 AM IST

Updated : Mar 30, 2022, 10:28 AM IST

শ্রীনগর, 30 মার্চ : দু'জন জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তাবাহিনী ৷ মঙ্গলবার গভীর রাতে জম্মু-কাশ্মীরের পুরনো শ্রীনগরের রাইনাওয়াড়ি এলাকায় নিরাপত্তাবাহিনীর গুলিতে মারা গিয়েছে দু'জন জঙ্গি ৷ (Srinagar Encounter) ৷ গোপন সূত্রে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে রাইনাওয়াড়ি এলাকায় তল্লাশি শুরু করে নিরাপত্তাবাহিনী ৷ এরপর আরম্ভ হয় গুলির লড়াই ৷ তাতেই লুকিয়ে থাকা দুই জঙ্গিকে খতম করেছে নিরাপত্তাবাহিনী ৷

নিহত জঙ্গিদের মধ্যে একজন লস্কর ই তইবার সদস্য বলে জানা গিয়েছে ৷ সে সাংবাদিক পরিচয়ে রাইনাওয়াড়ি এলাকায় থাকতে শুরু করেছিল ৷ কাশ্মীর জ়োন পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে, জঙ্গিদের কাছ থেকে অস্ত্র পাওয়া গিয়েছে ৷ এখনও এলাকায় তল্লাশি অভিযান চলছে ৷ দু'জনের মধ্যে একজন লস্কর-ই-তইবার (Lashkar-e-Taiba, LeT) সদস্য ৷ তার কাছ থেকে একটি সাংবাদিকদের পরিচয়পত্র পাওয়া গিয়েছে ৷ সেখানে তার নাম লেখা আছে রাইজ় আহমদ ভাট ৷"

  • #SrinagarEncounterUpdate: Killed terrorist (Rayees Ah Bhat) was earlier a journalist &was running online news portal 'ValleyNews Service' in Anantnag. Joined terrorist ranks in 8/2021 &was categorised 'C' in our list. 02 FIRs are already registered against him for terror crimes. https://t.co/60J86npozf

    — Kashmir Zone Police (@KashmirPolice) March 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : JDU Leader Shot Dead : বিহারের দানাপুরে জেডিইউ নেতাকে গুলি করে খুন

মঙ্গলবার রাত থেকেই রাইনাওয়াড়ি এলাকা বারংবার গুলির শব্দে কেঁপে উঠেছে ৷ ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে বলেই খবর ৷ তাই জঙ্গি খোঁজে তল্লাশি এখনও চলছে ৷ পুলিশ জানিয়েছে, রাইজ় আগে সাংবাদিকের কাজ করত৷ অনন্তনাগে 'ভ্যালি নিউজ় সার্ভিস' নামে তার একটি অনলাইন পোর্টাল আছে ৷ 2021 সালে তাকে জঙ্গির তকমা দেওয়া হয় ৷ জঙ্গি হামলায় যুক্ত থাকার অভিযোগে দু'টি এফআইআরও দায়ের করা হয় তাঁর বিরুদ্ধে ৷ কাশ্মীরের আইজিপি জানিয়েছেন, এতে সংবাদমাধ্যমের অপব্যবহার করা হয়েছে ৷

দ্বিতীয় জঙ্গিটির নাম হিলাল আহ রাহ৷ সে বিজবেহারার বাসিন্দা এবং 'সি' ক্যাটাগরির জঙ্গি, টুইট করে জানিয়েছে কাশ্মীর জ়োন পুলিশ ৷ এনকাউন্টারে নিহত এই দুই জঙ্গি সম্প্রতি ঘটা বেশ কিছু অপরাধের সঙ্গে যুক্ত ছিল, জানান কাশ্মীরের আইজিপি বিজয় কুমার ৷

শ্রীনগর, 30 মার্চ : দু'জন জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তাবাহিনী ৷ মঙ্গলবার গভীর রাতে জম্মু-কাশ্মীরের পুরনো শ্রীনগরের রাইনাওয়াড়ি এলাকায় নিরাপত্তাবাহিনীর গুলিতে মারা গিয়েছে দু'জন জঙ্গি ৷ (Srinagar Encounter) ৷ গোপন সূত্রে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে রাইনাওয়াড়ি এলাকায় তল্লাশি শুরু করে নিরাপত্তাবাহিনী ৷ এরপর আরম্ভ হয় গুলির লড়াই ৷ তাতেই লুকিয়ে থাকা দুই জঙ্গিকে খতম করেছে নিরাপত্তাবাহিনী ৷

নিহত জঙ্গিদের মধ্যে একজন লস্কর ই তইবার সদস্য বলে জানা গিয়েছে ৷ সে সাংবাদিক পরিচয়ে রাইনাওয়াড়ি এলাকায় থাকতে শুরু করেছিল ৷ কাশ্মীর জ়োন পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে, জঙ্গিদের কাছ থেকে অস্ত্র পাওয়া গিয়েছে ৷ এখনও এলাকায় তল্লাশি অভিযান চলছে ৷ দু'জনের মধ্যে একজন লস্কর-ই-তইবার (Lashkar-e-Taiba, LeT) সদস্য ৷ তার কাছ থেকে একটি সাংবাদিকদের পরিচয়পত্র পাওয়া গিয়েছে ৷ সেখানে তার নাম লেখা আছে রাইজ় আহমদ ভাট ৷"

  • #SrinagarEncounterUpdate: Killed terrorist (Rayees Ah Bhat) was earlier a journalist &was running online news portal 'ValleyNews Service' in Anantnag. Joined terrorist ranks in 8/2021 &was categorised 'C' in our list. 02 FIRs are already registered against him for terror crimes. https://t.co/60J86npozf

    — Kashmir Zone Police (@KashmirPolice) March 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : JDU Leader Shot Dead : বিহারের দানাপুরে জেডিইউ নেতাকে গুলি করে খুন

মঙ্গলবার রাত থেকেই রাইনাওয়াড়ি এলাকা বারংবার গুলির শব্দে কেঁপে উঠেছে ৷ ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে বলেই খবর ৷ তাই জঙ্গি খোঁজে তল্লাশি এখনও চলছে ৷ পুলিশ জানিয়েছে, রাইজ় আগে সাংবাদিকের কাজ করত৷ অনন্তনাগে 'ভ্যালি নিউজ় সার্ভিস' নামে তার একটি অনলাইন পোর্টাল আছে ৷ 2021 সালে তাকে জঙ্গির তকমা দেওয়া হয় ৷ জঙ্গি হামলায় যুক্ত থাকার অভিযোগে দু'টি এফআইআরও দায়ের করা হয় তাঁর বিরুদ্ধে ৷ কাশ্মীরের আইজিপি জানিয়েছেন, এতে সংবাদমাধ্যমের অপব্যবহার করা হয়েছে ৷

দ্বিতীয় জঙ্গিটির নাম হিলাল আহ রাহ৷ সে বিজবেহারার বাসিন্দা এবং 'সি' ক্যাটাগরির জঙ্গি, টুইট করে জানিয়েছে কাশ্মীর জ়োন পুলিশ ৷ এনকাউন্টারে নিহত এই দুই জঙ্গি সম্প্রতি ঘটা বেশ কিছু অপরাধের সঙ্গে যুক্ত ছিল, জানান কাশ্মীরের আইজিপি বিজয় কুমার ৷

Last Updated : Mar 30, 2022, 10:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.