মুম্বই, 14 জানুয়ারি: মহারাষ্ট্র কংগ্রেসে বড়সড় ধাক্কা ৷ 55 বছরের সম্পর্ক ত্যাগ করে রবিবার দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের কথা ঘোষণা করলেন শীর্ষ কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা । তিনি আজ বিকেলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিতে পারেন বলে সূত্র জানিয়েছে ।
কংগ্রেসের প্রবীণ নেতা মুরলি দেওরার ছেলে মিলিন্দ দেওরা তাঁর এক্স হ্যান্ডেলের একটি পোস্টে তাঁর কংগ্রেস থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন ৷
তিনি লেখেন, "আজ আমার রাজনৈতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হচ্ছে । আমি কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছি । কংগ্রেস দলের সঙ্গে আমার পরিবারের 55 বছরের সম্পর্কের অবসান ঘটছে ৷"
তিনি আরও লেখেন, "আমি সমস্ত নেতা, সহকর্মী এবং কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞ, বছরের পর বছর ধরে তাঁদের অটল সমর্থনের জন্য ৷" উল্লেখ্য, রাহুল গান্ধি মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা যেদিন শুরু করতে চলেছেন, ঠিক সেদিনই দলের রাজনীতিতে এই বোমা ফাটালেন মুরলী দেওরার ছেলে ৷ যদিও তার আগের দিনই অর্থাৎ শনিবার তাঁর দল ছাড়ার যাবতীয় জল্পনায় জল ঢেলে দিয়েছিলেন মিলিন্দ দেওরা ৷
মিলিন্দ দেওরা 2012 থেকে 2014 সাল পর্যন্ত কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সময়ে যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি ও শিপিংয়ের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসাবে কাজ করেছেন । তিনি প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতিও ছিলেন । শিবসেনা (ইউবিটি) মুম্বই দক্ষিণ লোকসভা কেন্দ্র দাবি করার বিষয়ে তার অসন্তোষ প্রকাশ করেছিলেন মিলিন্দ টি দেওরা ৷ তিনি আগে এই কেন্দ্রে প্রতিনিধিত্ব করেছেন । (সংবাদসংস্থা এএনআই)
আরও পড়ুন: