ETV Bharat / bharat

Migratory birds bid adieu to Kashmir: শীতের মরশুম শেষ হতেই পরিযায়ী পাখিদের 'বিদায়'

অক্টোবর নাগাদ, সাইবেরিয়া, চিন, ফিলিপাইনস পূর্ব ইউরোপ ও জাপান থেকে এই সকল পরিযায়ী পাখিরা 5-6 মাসের জন্য কাশ্মীর উপত্যকায় চলে আসে ৷ এই বছরও প্রায় 13 লক্ষ পরিযায়ী পাখি (Migratory birds) দেখা গিয়েছে ৷ যা গত চার বছরের তুলনায় অনেক বেশি ৷

Etv Bharat
শীতের মরসুম শেষ হতেই 'বিদায়' পরিযায়ী পাখিদের
author img

By

Published : Mar 21, 2023, 10:20 PM IST

শীতের মরসুম শেষ হতেই 'বিদায়' পরিযায়ী পাখিদের

শ্রীনগর, 21 মার্চ: কাশ্মীরে ধীরে ধীরে পাত্তারি গোটাচ্ছে শীত ৷ আগমন হতে চলেছে ঋতু রাজ বসন্তের ৷ এই ঋতু তাদের জন্য নয় ৷ বরফ জমা ঠান্ডাই বরং মাতিয়ে রাখে তাদের ৷ তাই কাশ্মীরের আবহাওয়া উষ্ণ হতে শুরু করতেই নিজের নিজের কেউ এশিয়া কেউ বা ইউরোপে, নিজের দেশে ফিরে যাচ্ছে পরিযায়ী পাখিরা (Migratory birds) ৷

এই শীতে কাশ্মীরে (Jammu and Kashmir) প্রায় 13 লাখ পরিযায়ী আসে ৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক বছরই এই পরিযায়ী পাখিরা শীত ঋতু চলাকালীন কাশ্মীরে আসে ৷ কাশ্মীরের সঙ্গে যেন তাদের এক আলাদাই সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে ৷ অক্টোবর নাগাদ, সাইবেরিয়া, চিন, ফিলিপাইনস পূর্ব ইউরোপ ও জাপান থেকে এই সকল পরিযায়ী পাখিরা 5-6 মাসের জন্য কাশ্মীর উপত্যকায় চলে আসে ৷ এখানেই কটা মাস তারা নিজেদের মতো করে বিভিন্ন লেকে ঘর বানিয়ে নেয় ৷

কাশ্মীর ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন ফর ওয়েটল্যান্ডস (the Kashmir Wildlife Warden for Wetlands)-এর ইফশান দেওয়ান (Ifshan Dewan) ইটিভি ভারতকে জানিয়েছেন, "উপত্যকায় ক্রমশই পাকিদের ভিড় বাড়াচ্ছে ৷ যা শুধু পর্যটকদের মনোরম দৃশ্য উপহার দিচ্ছে না, প্রকৃতির ভারসাম্যও ধরে রাখতে সক্ষম হচ্ছে ৷ তাই জম্মু ও কাশ্মীর সরকারের পক্ষ থেকে লক্ষ্য নেওয়া হয়েছে, বিভিন্ন জলাভূমি পুনরুদ্ধার করার ৷ ইতিমধ্যেই পরিযায়ী পাখিদের ভ্রমণের জন্য বেশ কিছু লেক পুনরুদ্ধার করে তা পাখিদের যোগ্য করে তোলা হয়েছে ৷ আগমিদিনে এই প্রচেষ্টা আরও বাড়বে ৷"

উল্লেখ্য, জলাভূমি বিভাগ গত মাসে কাশ্মীর উপত্যকার জলাভূমিতে বসবাসকারী পরিযায়ী এবং স্থানীয় পাখিদের শুমারি পরিচালনা করেছে। কাশ্মীর বার্ড ওয়াচার্স ক্লাব, কৃষি বিশ্ববিদ্যালয়, স্থানীয় কলেজ, ওয়াইল্ডলাইফ কনজারভেশন ফান্ড, ন্যাশনাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ওয়াইল্ডলাইফ এসওএস, ওয়াইল্ডলাইফ রিসার্সারস, সোসাইটি ফর এনভায়রনমেন্ট এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ওয়াইল্ড আলিফ কনজারভেশন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরাও এই প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন: তুষারে ঢেকেছে সান্দাকফু, ভরা বসন্তে ফের পাহাড়মুখী পর্যটকরা

এই বিষয়ে দেওয়ান আরও বলেছেন, "দীর্ঘদিন পর, উপত্যকায় 10,000টিরও বেশি ধূসর লেক গিজ ছিল। এটা একট ইতিবাচক বিষয়। কাশ্মীরে পরিযায়ী পাখির সংখ্যা 2022 সালে বেড়ে 12 লাখে পৌঁছেছে, যা 2019 সালের পর সবচেয়ে বেশি। আমরা 70টি বিভিন্ন প্রজাতির পাখিও গণনা করেছি ৷ যার মধ্যে লং-টেইলড ডাক পাখিও উলার লেকে দেখা গিয়েছে। প্রায় 84 বছর পর, এই ডাক পাখি কাশ্মীরে উপত্যকায় ফিরেছে ৷ এই বছরও প্রায় 13 লক্ষ পরিযায়ী পাখি দেখা গিয়েছে, যা গত চার বছরের তুলনায় অনেক বেশি।"

প্রসঙ্গত, টুফটেড ডাক (Tufted Duck), গুডওয়াল, ব্রাহ্মণি ডাক (Brahminy Duck), গারগ্যান্টুয়ান, গ্রেলেগ গুজ, ম্যালার্ড, কমন মার্গানসার, নর্দান পিনটেল, কমন পোচার্ড, ফেরুজিনাস পোচার্ড, রেড ক্রেস্টেড পোচার্ড, রুডি শেলডাক, নর্দার্ন শোভেলার (Northern Shoveler), কমন টিল এবং ইউরেশিয়ান ওয়াগ্রাটরি মাইগ্রেটরি-র মতো পরিযায়ী পাখি শীতের আমেজ গায়ে মাখতে পৌঁছে যায় কাশ্মীর উপত্যকায় ৷

শীতের মরসুম শেষ হতেই 'বিদায়' পরিযায়ী পাখিদের

শ্রীনগর, 21 মার্চ: কাশ্মীরে ধীরে ধীরে পাত্তারি গোটাচ্ছে শীত ৷ আগমন হতে চলেছে ঋতু রাজ বসন্তের ৷ এই ঋতু তাদের জন্য নয় ৷ বরফ জমা ঠান্ডাই বরং মাতিয়ে রাখে তাদের ৷ তাই কাশ্মীরের আবহাওয়া উষ্ণ হতে শুরু করতেই নিজের নিজের কেউ এশিয়া কেউ বা ইউরোপে, নিজের দেশে ফিরে যাচ্ছে পরিযায়ী পাখিরা (Migratory birds) ৷

এই শীতে কাশ্মীরে (Jammu and Kashmir) প্রায় 13 লাখ পরিযায়ী আসে ৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক বছরই এই পরিযায়ী পাখিরা শীত ঋতু চলাকালীন কাশ্মীরে আসে ৷ কাশ্মীরের সঙ্গে যেন তাদের এক আলাদাই সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে ৷ অক্টোবর নাগাদ, সাইবেরিয়া, চিন, ফিলিপাইনস পূর্ব ইউরোপ ও জাপান থেকে এই সকল পরিযায়ী পাখিরা 5-6 মাসের জন্য কাশ্মীর উপত্যকায় চলে আসে ৷ এখানেই কটা মাস তারা নিজেদের মতো করে বিভিন্ন লেকে ঘর বানিয়ে নেয় ৷

কাশ্মীর ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন ফর ওয়েটল্যান্ডস (the Kashmir Wildlife Warden for Wetlands)-এর ইফশান দেওয়ান (Ifshan Dewan) ইটিভি ভারতকে জানিয়েছেন, "উপত্যকায় ক্রমশই পাকিদের ভিড় বাড়াচ্ছে ৷ যা শুধু পর্যটকদের মনোরম দৃশ্য উপহার দিচ্ছে না, প্রকৃতির ভারসাম্যও ধরে রাখতে সক্ষম হচ্ছে ৷ তাই জম্মু ও কাশ্মীর সরকারের পক্ষ থেকে লক্ষ্য নেওয়া হয়েছে, বিভিন্ন জলাভূমি পুনরুদ্ধার করার ৷ ইতিমধ্যেই পরিযায়ী পাখিদের ভ্রমণের জন্য বেশ কিছু লেক পুনরুদ্ধার করে তা পাখিদের যোগ্য করে তোলা হয়েছে ৷ আগমিদিনে এই প্রচেষ্টা আরও বাড়বে ৷"

উল্লেখ্য, জলাভূমি বিভাগ গত মাসে কাশ্মীর উপত্যকার জলাভূমিতে বসবাসকারী পরিযায়ী এবং স্থানীয় পাখিদের শুমারি পরিচালনা করেছে। কাশ্মীর বার্ড ওয়াচার্স ক্লাব, কৃষি বিশ্ববিদ্যালয়, স্থানীয় কলেজ, ওয়াইল্ডলাইফ কনজারভেশন ফান্ড, ন্যাশনাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ওয়াইল্ডলাইফ এসওএস, ওয়াইল্ডলাইফ রিসার্সারস, সোসাইটি ফর এনভায়রনমেন্ট এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ওয়াইল্ড আলিফ কনজারভেশন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরাও এই প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন: তুষারে ঢেকেছে সান্দাকফু, ভরা বসন্তে ফের পাহাড়মুখী পর্যটকরা

এই বিষয়ে দেওয়ান আরও বলেছেন, "দীর্ঘদিন পর, উপত্যকায় 10,000টিরও বেশি ধূসর লেক গিজ ছিল। এটা একট ইতিবাচক বিষয়। কাশ্মীরে পরিযায়ী পাখির সংখ্যা 2022 সালে বেড়ে 12 লাখে পৌঁছেছে, যা 2019 সালের পর সবচেয়ে বেশি। আমরা 70টি বিভিন্ন প্রজাতির পাখিও গণনা করেছি ৷ যার মধ্যে লং-টেইলড ডাক পাখিও উলার লেকে দেখা গিয়েছে। প্রায় 84 বছর পর, এই ডাক পাখি কাশ্মীরে উপত্যকায় ফিরেছে ৷ এই বছরও প্রায় 13 লক্ষ পরিযায়ী পাখি দেখা গিয়েছে, যা গত চার বছরের তুলনায় অনেক বেশি।"

প্রসঙ্গত, টুফটেড ডাক (Tufted Duck), গুডওয়াল, ব্রাহ্মণি ডাক (Brahminy Duck), গারগ্যান্টুয়ান, গ্রেলেগ গুজ, ম্যালার্ড, কমন মার্গানসার, নর্দান পিনটেল, কমন পোচার্ড, ফেরুজিনাস পোচার্ড, রেড ক্রেস্টেড পোচার্ড, রুডি শেলডাক, নর্দার্ন শোভেলার (Northern Shoveler), কমন টিল এবং ইউরেশিয়ান ওয়াগ্রাটরি মাইগ্রেটরি-র মতো পরিযায়ী পাখি শীতের আমেজ গায়ে মাখতে পৌঁছে যায় কাশ্মীর উপত্যকায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.