এরনাকুলাম (কেরল), 27 এপ্রিল: কেরলে প্লাইউড কারখানার চুল্লিতে পড়ে গিয়ে প্রাণ গেল বাংলার এক পরিযায়ী শ্রমিকের ৷ বৃহস্পতিবার ঘটেছে এই সাংঘাতিক দুর্ঘটনা ৷ কেরলের এরনাকুলাম জেলার পেরুমবভুরে ইউনিভার্সাল প্লাইউড কোম্পানির বর্জ্য পোড়ানোর চুল্লিতে পড়ে যান ওই কর্মী । ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করার পর জেসিবি-র সাহায্যে তাঁর দেহ উদ্ধার করা হয় ৷
আজ সকাল 7টায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা ৷ এরনাকুলামে প্লাইউড কোম্পানির বর্জ্য পোড়ানোর চুল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন 23 বছরের নাজির ৷ তিনি কলকাতার বাসিন্দা ৷ বৃহস্পতিবার সকালে চুল্লির কাছেই প্লাইউডের বর্জ্যের স্তূপে পাইপ দিয়ে জল ছিটাচ্ছিলেন নাজির ৷ যাতে চুল্লির থেকে বর্জ্যের স্তূপে আগুন ধরে না যায়, তাই তাঁকে এই কাজ করতে বলা হয়েছিল ৷
এরই মধ্যে তিনি যেখানে দাঁড়িয়েছিলেন, সেখানেই আগুন ধরে যায় এবং বর্জ্যের গর্তে পড়ে যান ওই পরিযায়ী শ্রমিক । পরিস্থিতি এমন হয় যে, তাঁকে কিছুতেই সেখান থেকে বের করা যাচ্ছিল না ৷ নাজির চুল্লিতে পড়ে যাওয়ায় হইচই শুরু করে দেন অন্যান্য শ্রমিকরা ৷ সকলে ছুটে গিয়ে তাঁকে রক্ষা করার চেষ্টা করতে থাকেন ৷ একটি জেসিবি ব্যবহার করে পোড়া আবর্জনা সরানো হয় ৷ কয়েক ঘণ্টা ধরে সেই কাজ করার পর অবশেষে উদ্ধার হয় নাজিরের দেহ ৷ দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। জানা গিয়েছে, নাজিরের দেহটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে ৷
মৃতদেহটি পেরুমবভুর তালুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । ময়নাতদন্তের শেষে নাজিরের আত্মীয়-স্বজনদের কাছে তাঁর দেহ তুলে দেওয়া হয় । স্থানীয়দের অভিযোগ, পরিযায়ী শ্রমিকরা পেটের টানে বাড়ি থেকে দূরে এসে পেরুমবাভুরের প্লাইউড কারখানায় কাজ করেন, অথচ শ্রমিকদের দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য কোনও ব্য়বস্থা নেয় না কারখানা কর্তৃপক্ষ ৷
আরও পড়ুন: নামিবিয়া থেকে আসা চিতা ফের পালাল কুনো ন্যাশনাল পার্ক থেকে