সান ফ্রান্সিসকো, 19 মে : পরিবার-পরিজন বা বন্ধু-বান্ধবের মধ্যে এবার সম্ভব টানা 24 ঘণ্টার ভিডিয়ো কলিং ৷ মাইক্রোসফট তার কমিউনিকেশন অ্যাপ টিমের ব্যক্তিগত (পার্সোনাল) ভার্সান চালু করেছে ৷ তাক সুবাদেই এবার গোটা দিন ধরে ভিডিয়ো কল করা সম্ভব হবে ৷ শুধু তাই নয়, এর মাধ্যমে ব্যবহারকারী এক সঙ্গে 300 জন কথা বলতে পারবেন একটি ভিডিয়ো কলে ৷
সংস্থার কর্তা সত্য নাদেলা টুইটারে জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে 145 মিলিয়ন অর্থাৎ সাড়ে 14 কোটি মানুষ মাইক্রোসফট টিম ব্যবহার করছেন ৷ আগের বছরের থেকে এই সংখ্যাটা এর অর্ধেক ছিল ৷ টিম অ্যাপের ব্যবহারকারী বাড়ার সঙ্গে সঙ্গে মাইক্রোসফট এই সিদ্ধান্ত নিল ৷
আমেরিকার প্রযুক্তি সংক্রান্ত খবরের পোর্টাল 'দ্য ভার্জ' জানাচ্ছে, শুরুতেই যদিও টানা 24 ঘণ্টার ভিডিয়ো কলের সুবিধা দেওয়া হচ্ছে, তবে এই প্যানডেমিক পরিস্থিতি কেটে গেলেই সংস্থার তরফে 60 মিনিট অর্থাৎ এক ঘণ্টার জন্য 100 জনকে এক সঙ্গে কথা বলার সীমা নির্ধারণ করে দেওয়া হবে ৷ তবে ওয়ান টু ওয়ান ভিডিয়ো কলিং অর্থাৎ দু'জনের মধ্যে কথা বলার ক্ষেত্রে সময়সীমা 24 ঘণ্টাই রাখা হবে ৷
মাইক্রোসফট বছর খানেক আগে আইএসও এবং অ্যানড্রয়েড ডিভাইসের জন্য এই পার্সোনাল ভার্সানটির প্রিভিউ করে ৷ এই ভার্সানটির অনেক মিল রয়েছে সংস্থার বাণিজ্যিক (বিজনেস) টিম অ্যাপের সঙ্গে ৷ বিজনেস টিম অ্যাপেও সহকর্মীদের সঙ্গে টুকটাক মিটিং সেরে নেওয়া যায় ৷
-
We’re introducing new personal features in Microsoft Teams to help people connect and collaborate in one place with family and friends. https://t.co/uZNoQOnFKw
— Satya Nadella (@satyanadella) May 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We’re introducing new personal features in Microsoft Teams to help people connect and collaborate in one place with family and friends. https://t.co/uZNoQOnFKw
— Satya Nadella (@satyanadella) May 17, 2021We’re introducing new personal features in Microsoft Teams to help people connect and collaborate in one place with family and friends. https://t.co/uZNoQOnFKw
— Satya Nadella (@satyanadella) May 17, 2021
এই পার্সোনাল ভার্সানটি কম্পিউটারে ওয়েবসাইট, মোবাইল এবং ডেস্কটপ অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যাবে ৷
আরও পড়ুন: কোভিডের চিকিৎসা থেকে বাদ পড়তে পারে রেমডেসিভির, জানালেন বিশেষজ্ঞরা