ETV Bharat / bharat

India to End Covid Restrictions : 31 মার্চ থেকে উঠছে কোভিড বিধিনিষেধ, জানাল স্বরাষ্ট্র মন্ত্রক - আগামী 31 মার্চ থেকে উঠে যাচ্ছে করোনা সংক্রান্ত সমস্তরকম বিধিনিষেধ

আগামী 31 মার্চ থেকে উঠে যাচ্ছে করোনা সংক্রান্ত সমস্তরকম বিধিনিষেধ (MHA ends COVID-19 containment measures from March 31)। দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে । তবে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা এখনও বাধ্যতামূলক ।

COVID-19
COVID-19
author img

By

Published : Mar 23, 2022, 4:08 PM IST

Updated : Mar 23, 2022, 4:41 PM IST

নয়াদিল্লি, 23 মার্চ : দুই বছর আগে ভারতে প্রবেশ করেছিল করোনা সংক্রমণ ৷ তারপর একাধিক বিধিনিষেধ ও লকডাউনের ঘেরাটোপে আটকা পড়েছিল সাধারণ মানুষ । ঘরবন্দি জীবন, নাইট কারফিউ ও কন্টেনমেন্ট জোন-এগুলি সাধারণ মানুষের জীবনের অঙ্গ হয়ে উঠেছিল । তবে বর্তমানে দেশে করোনার প্রকোপ অনেকটাই কম ৷ তাই এসব থেকে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে দেশবাসী ৷ কন্টেনমেন্ট সংক্রান্ত সমস্ত করোনাবিধি প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Union Home Ministry)। আগামী 31 মার্চ থেকে উঠে যাচ্ছে করোনা সংক্রান্ত সমস্তরকম বিধিনিষেধ (MHA ends COVID-19 containment measures from March 31) । দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে । তবে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা এখনও বাধ্যতামূলক (Face Mask is Mandatory)।

প্রায় দু'বছর পর দেশ থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল সরকার । 2020 সালের 24 মার্চ থেকে দেশজুড়ে শুরু হয়েছিল করোনার নিষেধাজ্ঞা । একের পর এক দীর্ঘমেয়াদী লকডাউন পর্ব পেরিয়ে করোনা সংক্রমণে নিয়ন্ত্রণ আসে দেশে । জারি করা হয় বিপর্যয় মোকাবিলা আইনও । যার আওতায় কোভিড আইনভঙ্গকারীদের শাস্তিও দিয়েছে প্রশাসন । অবশেষে দেশব্যাপী লকডাউনের দ্বিতীয় বর্ষপূর্তির আগেই কোভিড সংক্রান্ত সবরকম বিধিনিষেধ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷

আরও পড়ুন : Infant Body in Microwave : চিরাগ দিল্লিতে মাইক্রোওয়েভ থেকে উদ্ধার মৃত শিশুকন্যা, গ্রেফতার মা

সূত্রের খবর, সমস্ত রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিবদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা (Union Home Secretary Ajay Bhalla) । আর তারপরই দেশ থেকে কোভিডের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র । রাজ্যগুলিকে জানানো হয়েছে, কনট্যাক্ট ট্রেসিং, ভ্যাকসিনেশন থেকে শুরু কোভিড রোগীদের চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালগুলিতে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে । বর্তমানে দেশের মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে বলেও মনে করছে কেন্দ্র । এছাড়াও প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড চিকিৎসার ক্ষেত্রে নির্দিষ্টি রূপরেখাও তৈরি রয়েছে । ফলে এবার থেকে আর কোভিডের কড়া বিধিনিষেধ থাকবে না ।

দেশের করোনা সংক্রমণ কমতেই কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অজয় ভাল্লা সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি দিয়ে জানান যে, বিগত 24 মাস ধরে করোনা সংক্রমণ রুখতে শনাক্তকরণ, চিকিৎসা, নজরদারি, কন্ট্যাক্ট ট্রেসিং, টিকাকরণ, হাসপাতালের পরিকাঠামো সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল । সাধারণ মানুষকেও করোনা সংক্রমণ সম্পর্কে সচেতন করা হয়েছে । রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিও সংক্রমণ ছড়িয়ে পড়া থেকে রুখতে নিজেদের উদ্যোগে বিস্তারিত পরিকল্পনা ও তা প্রয়োগ করেছেন ।

আরও পড়ুন : Attack on CRPF Camp : ভূস্বর্গে সিআরপিএফ ক্যাম্পে গ্রেনেড ছোড়ায় ধৃত 3

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানান, বিগত সাত সপ্তাহ বা তারও বেশি সময় ধরে দেশে ক্রমশ আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়েছে । সাধারণ মানুষও সংক্রমণ রুখতে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত, সেই বিষয়ে যথেষ্ট সচেতন হয়ে উঠেছেন । বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে 23,913-এ । দৈনিক সংক্রমণের হারও কমে দাঁড়িয়েছে 0.28 শতাংশে । কেন্দ্র ও রাজ্য সরকারের মিলিত উদ্য়োগে দেশে এখনও অবধি 181 কোটি 56 লক্ষ করোনা টিকার ডোজ় দেওয়া হয়েছে বলেও জানান অজয় ভাল্লা ।

বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে তিনি বলেন, "করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়তে কেন্দ্রের প্রস্তুতি ও সার্বিক করোনা পরিস্থিতির উন্নতির দিকটি মাথায় রেখেই জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের (National Disaster Management Authority) তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে করোনা সংক্রমণ রুখতে জাতীয় বিপর্যয় মোকাবিলা আইনের যে বিধিগুলি জারি করা হয়েছিল, তা তুলে নেওয়া হবে ।"

আরও পড়ুন : Yogi's Swearing-in Ceremony : যোগীর শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে

আগামী 31 মার্চ থেকে মাস্ক পরা ও সামাজিক দূরত্ববিধি বাদ দিয়ে যাবতীয় করোনাবিধি তুলে নেওয়া হচ্ছে (COVID-19 Restriction Ends) । এই সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হবে । তবে স্বাস্থ্য মন্ত্রকের তরফে মাস্ক পরা, হাত ধোয়ার মতো সাধারণ স্বাস্থ্যবিধিগুলি অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে । দেশের করোনা পরিস্থিতির উপরে নিয়মিত নজরদারি করা হবে বলেও জানানো হয়েছে ।

নয়াদিল্লি, 23 মার্চ : দুই বছর আগে ভারতে প্রবেশ করেছিল করোনা সংক্রমণ ৷ তারপর একাধিক বিধিনিষেধ ও লকডাউনের ঘেরাটোপে আটকা পড়েছিল সাধারণ মানুষ । ঘরবন্দি জীবন, নাইট কারফিউ ও কন্টেনমেন্ট জোন-এগুলি সাধারণ মানুষের জীবনের অঙ্গ হয়ে উঠেছিল । তবে বর্তমানে দেশে করোনার প্রকোপ অনেকটাই কম ৷ তাই এসব থেকে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে দেশবাসী ৷ কন্টেনমেন্ট সংক্রান্ত সমস্ত করোনাবিধি প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Union Home Ministry)। আগামী 31 মার্চ থেকে উঠে যাচ্ছে করোনা সংক্রান্ত সমস্তরকম বিধিনিষেধ (MHA ends COVID-19 containment measures from March 31) । দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে । তবে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা এখনও বাধ্যতামূলক (Face Mask is Mandatory)।

প্রায় দু'বছর পর দেশ থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল সরকার । 2020 সালের 24 মার্চ থেকে দেশজুড়ে শুরু হয়েছিল করোনার নিষেধাজ্ঞা । একের পর এক দীর্ঘমেয়াদী লকডাউন পর্ব পেরিয়ে করোনা সংক্রমণে নিয়ন্ত্রণ আসে দেশে । জারি করা হয় বিপর্যয় মোকাবিলা আইনও । যার আওতায় কোভিড আইনভঙ্গকারীদের শাস্তিও দিয়েছে প্রশাসন । অবশেষে দেশব্যাপী লকডাউনের দ্বিতীয় বর্ষপূর্তির আগেই কোভিড সংক্রান্ত সবরকম বিধিনিষেধ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷

আরও পড়ুন : Infant Body in Microwave : চিরাগ দিল্লিতে মাইক্রোওয়েভ থেকে উদ্ধার মৃত শিশুকন্যা, গ্রেফতার মা

সূত্রের খবর, সমস্ত রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিবদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা (Union Home Secretary Ajay Bhalla) । আর তারপরই দেশ থেকে কোভিডের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র । রাজ্যগুলিকে জানানো হয়েছে, কনট্যাক্ট ট্রেসিং, ভ্যাকসিনেশন থেকে শুরু কোভিড রোগীদের চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালগুলিতে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে । বর্তমানে দেশের মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে বলেও মনে করছে কেন্দ্র । এছাড়াও প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড চিকিৎসার ক্ষেত্রে নির্দিষ্টি রূপরেখাও তৈরি রয়েছে । ফলে এবার থেকে আর কোভিডের কড়া বিধিনিষেধ থাকবে না ।

দেশের করোনা সংক্রমণ কমতেই কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অজয় ভাল্লা সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি দিয়ে জানান যে, বিগত 24 মাস ধরে করোনা সংক্রমণ রুখতে শনাক্তকরণ, চিকিৎসা, নজরদারি, কন্ট্যাক্ট ট্রেসিং, টিকাকরণ, হাসপাতালের পরিকাঠামো সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল । সাধারণ মানুষকেও করোনা সংক্রমণ সম্পর্কে সচেতন করা হয়েছে । রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিও সংক্রমণ ছড়িয়ে পড়া থেকে রুখতে নিজেদের উদ্যোগে বিস্তারিত পরিকল্পনা ও তা প্রয়োগ করেছেন ।

আরও পড়ুন : Attack on CRPF Camp : ভূস্বর্গে সিআরপিএফ ক্যাম্পে গ্রেনেড ছোড়ায় ধৃত 3

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানান, বিগত সাত সপ্তাহ বা তারও বেশি সময় ধরে দেশে ক্রমশ আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়েছে । সাধারণ মানুষও সংক্রমণ রুখতে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত, সেই বিষয়ে যথেষ্ট সচেতন হয়ে উঠেছেন । বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে 23,913-এ । দৈনিক সংক্রমণের হারও কমে দাঁড়িয়েছে 0.28 শতাংশে । কেন্দ্র ও রাজ্য সরকারের মিলিত উদ্য়োগে দেশে এখনও অবধি 181 কোটি 56 লক্ষ করোনা টিকার ডোজ় দেওয়া হয়েছে বলেও জানান অজয় ভাল্লা ।

বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে তিনি বলেন, "করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়তে কেন্দ্রের প্রস্তুতি ও সার্বিক করোনা পরিস্থিতির উন্নতির দিকটি মাথায় রেখেই জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের (National Disaster Management Authority) তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে করোনা সংক্রমণ রুখতে জাতীয় বিপর্যয় মোকাবিলা আইনের যে বিধিগুলি জারি করা হয়েছিল, তা তুলে নেওয়া হবে ।"

আরও পড়ুন : Yogi's Swearing-in Ceremony : যোগীর শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে

আগামী 31 মার্চ থেকে মাস্ক পরা ও সামাজিক দূরত্ববিধি বাদ দিয়ে যাবতীয় করোনাবিধি তুলে নেওয়া হচ্ছে (COVID-19 Restriction Ends) । এই সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হবে । তবে স্বাস্থ্য মন্ত্রকের তরফে মাস্ক পরা, হাত ধোয়ার মতো সাধারণ স্বাস্থ্যবিধিগুলি অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে । দেশের করোনা পরিস্থিতির উপরে নিয়মিত নজরদারি করা হবে বলেও জানানো হয়েছে ।

Last Updated : Mar 23, 2022, 4:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.