নয়াদিল্লি, 27 ডিসেম্বর : ওমিক্রন নিয়ে রাজ্যগুলিকে সতর্কবার্তা পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ দেশজুড়ে যেভাবে ওমিক্রনের সংক্রমণ বাড়তে শুরু করেছে, তার জেরেই সোমবার এই সতর্কবার্তা পাঠিয়েছে অমিত শাহের মন্ত্রক ৷ বছর শেষের এই উৎসবের মরসুমে ভিড় কমাতে প্রয়োজনে স্থানীয়স্তরে বিধিনিষেধ আরোপ করার কথাও বলেছে স্বরাষ্ট্রমন্ত্রক (MHA asks States to impose local restrictions) ৷
এদিন এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয়কুমার ভাল্লা সব রাজ্যকে চিঠি দিয়েছেন ৷ সেখানে তিনি লিখেছেন, ওমিক্রনের সংক্রমণ ডেল্টার থেকে তিনগুণ বেশি ৷ তাছাড়া করোনা নিয়ন্ত্রণে নতুন চ্যালেঞ্জও ছুড়ে দিচ্ছে ওমিক্রন (Home Secretary Bhalla says Omicron posing new challenges) ৷
একই সঙ্গে চিঠিতে তিনি অন্যান্য দেশের ওমিক্রন সংক্রমণের বিষয়টিও উল্লেখ করেছেন ৷ অন্য দেশগুলিতে যে সংক্রমণের হার মারাত্মক, সেটাই তিনি চিঠিতে জানিয়েছেন ৷ পাশাপাশি উল্লেখ করেছেন ভারতে ইতিমধ্যে 578 জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৷ তাই করোনা সংক্রান্ত সমস্ত বিধিনিষেধ কড়াভাবে মেনে চলার কথা তিনি বলেছেন ৷
করোনা সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে কড়াকড়ির পাশাপাশি তিনি কোভিড টেস্টের সংখ্যা বৃদ্ধি, টিকাকরণের উপরও জোর দিতে বলেছেন ৷ তাই স্বাস্থ্য মন্ত্রকের সমস্ত নিয়ম মেনে চলার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছেন তিনি ৷
প্রসঙ্গত, গত নভেম্বরের শেষ থেকে বিশ্বজুড়ে ওমিক্রনের সংক্রমণ বাড়তে শুরু করেছে ৷ ইতিমধ্যে শতাধিক দেশে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়েছে ৷ কয়েকটি দেশে পরিস্থিতি আবার খারাপ হতে শুরু করেছে ৷ বিশেষজ্ঞরা বলছেন, ডেল্টার তুলনায় দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন ৷ ভারতেও ইতিমধ্যে ওমিক্রনের সংক্রমণ শুরু হয়েছে ৷
আরও পড়ুন : Corona Update in India: দৈনিক সংক্রমণ 6 হাজারের ঘরে, ওমিক্রনে আক্রান্ত বেড়ে 578
এই পরিস্থিতিতে করোনার তৃতীয় ঢেউ আটকাতে তৎপর কেন্দ্রীয় সরকার এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলি ৷ করোনার প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউয়ে দেশের পরিস্থিতি ভয়ানক হয়ে উঠেছিল ৷ সেই পরিস্থিতি যাতে না আসে, আপাতত সেদিকেই নজর সকলের ৷