ETV Bharat / bharat

Maha Political Crisis: 'বিদ্রোহী শিবসেনা বিধায়কদের ভাগ্য নির্ধারণ করুন অধ্যক্ষ', আর্জি উদ্ধরের

গতকাল মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে ও একনাথ শিন্ডের মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে বরখাস্তের তালিকায় থাকা শিবসেনা বিধায়কদের নিয়ে সিদ্ধান্ত নেবেন বর্তমান অধ্যক্ষ ৷ গত বছর একনাথ শিন্ডে-সহ 16 জন শিবসেনা বিধায়ককে বরখাস্তের আবেদন জানিয়েছিলেন উদ্ধব ঠাকরে ৷

Maharashtra Political Crisis
মহারাষ্ট্র রাজনীতি
author img

By

Published : May 12, 2023, 8:19 PM IST

মুম্বই, 12 মে: বিধায়কদের ভাগ্য নির্ধারণ করুক মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ ৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের পর শুক্রবার এই দাবি জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (বালাসাহেব উদ্ধব ঠাকরে) নেতা উদ্ধব ঠাকরে ৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, মহারাষ্ট্রে একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফড়নবীশের সরকার গঠনের ক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা সঠিক ছিল না৷ এমনকী বিধানসভার অধ্যক্ষের পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছে দেশের সর্বোচ্চ আদালত ৷ তবু মুখ্যমন্ত্রী পদে উদ্ধব ঠাকরেকে ফেরানো সম্ভব নয় ৷ স্পষ্ট করেছে সুপ্রিম অর্ডার ৷

প্রসঙ্গত, গত বছরের জুন মাসে হঠাৎ মহারাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় ৷ আচমকা উধাও হয়ে যান তৎকালীন মহারাষ্ট্রের শিবসেনা মন্ত্রী একনাথ শিন্ডে ৷ পরে তাঁর এবং দলের আরও কয়েকজন বিধায়কের খোঁজ মেলে অসমের একটি হোটেলে ৷ কংগ্রেস-এনসিপি-শিবসেনা জোটের মহাবিকাশ আঘাড়ি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনা বিধায়কেরা ৷

2022 সালের 23 জুন তৎকালীন শিবেসনা প্রধান উদ্ধব ঠাকরে ওই বিদ্রোহী বিধায়কদের বরখাস্ত করার সিদ্ধান্ত জানান ৷ উদ্ধব নিযুক্ত শিবসেনা হুইপ সুনীল প্রভু ওই বিধায়কদের বরখাস্ত করার আবেদন জানান বিধানসভার অধ্যক্ষের কাছে ৷ সেই সময় অধ্যক্ষের অনুপস্থিতিতে সেই নোটিশ জারি করেন তৎকালীন ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল ৷

গত বছর মহারাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতার মধ্যে নাটকীয় ভাবে কংগ্রেস-শিবসেনা-এনসিপি জোটের মহা বিকাশ আঘাড়ি সরকারের পতন হয় ৷ নতুন সরকার গড়ে শিবসেনা বিধায়ক (শিন্ডে শিবির) একনাথ শিন্ডে ও বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ ৷ মুখ্যমন্ত্রী হন একনাথ, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ৷

এই 16 জন বিধায়কের বরখাস্ত নিয়ে মামলা চলছিল সুপ্রিম কোর্টে ৷ গতকাল সর্বোচ্চ আদালত এই 16 জন বিধায়কের ভাগ্য নির্ধারণের দায়ভার দেয় মহারাষ্ট্রের বর্তমান অধ্যক্ষ রাহুল নারওয়েকরের উপর ৷ এর মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও ৷ সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে উদ্ধব ঠাকরে বলেন, "আদালতের রায় অনুসারে বর্তমান সরকার বেআইনি ৷ তবে আমি আমার সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট ৷ কারণ আমি নৈতিক কারণে ইস্তফা দিয়েছিলাম ৷"

আরও পড়ুন: উদ্ধব ও শিন্ডের মামলা বৃহত্তর সাংবিধানিক বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট

মুম্বই, 12 মে: বিধায়কদের ভাগ্য নির্ধারণ করুক মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ ৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের পর শুক্রবার এই দাবি জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (বালাসাহেব উদ্ধব ঠাকরে) নেতা উদ্ধব ঠাকরে ৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, মহারাষ্ট্রে একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফড়নবীশের সরকার গঠনের ক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা সঠিক ছিল না৷ এমনকী বিধানসভার অধ্যক্ষের পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছে দেশের সর্বোচ্চ আদালত ৷ তবু মুখ্যমন্ত্রী পদে উদ্ধব ঠাকরেকে ফেরানো সম্ভব নয় ৷ স্পষ্ট করেছে সুপ্রিম অর্ডার ৷

প্রসঙ্গত, গত বছরের জুন মাসে হঠাৎ মহারাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় ৷ আচমকা উধাও হয়ে যান তৎকালীন মহারাষ্ট্রের শিবসেনা মন্ত্রী একনাথ শিন্ডে ৷ পরে তাঁর এবং দলের আরও কয়েকজন বিধায়কের খোঁজ মেলে অসমের একটি হোটেলে ৷ কংগ্রেস-এনসিপি-শিবসেনা জোটের মহাবিকাশ আঘাড়ি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনা বিধায়কেরা ৷

2022 সালের 23 জুন তৎকালীন শিবেসনা প্রধান উদ্ধব ঠাকরে ওই বিদ্রোহী বিধায়কদের বরখাস্ত করার সিদ্ধান্ত জানান ৷ উদ্ধব নিযুক্ত শিবসেনা হুইপ সুনীল প্রভু ওই বিধায়কদের বরখাস্ত করার আবেদন জানান বিধানসভার অধ্যক্ষের কাছে ৷ সেই সময় অধ্যক্ষের অনুপস্থিতিতে সেই নোটিশ জারি করেন তৎকালীন ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল ৷

গত বছর মহারাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতার মধ্যে নাটকীয় ভাবে কংগ্রেস-শিবসেনা-এনসিপি জোটের মহা বিকাশ আঘাড়ি সরকারের পতন হয় ৷ নতুন সরকার গড়ে শিবসেনা বিধায়ক (শিন্ডে শিবির) একনাথ শিন্ডে ও বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ ৷ মুখ্যমন্ত্রী হন একনাথ, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ৷

এই 16 জন বিধায়কের বরখাস্ত নিয়ে মামলা চলছিল সুপ্রিম কোর্টে ৷ গতকাল সর্বোচ্চ আদালত এই 16 জন বিধায়কের ভাগ্য নির্ধারণের দায়ভার দেয় মহারাষ্ট্রের বর্তমান অধ্যক্ষ রাহুল নারওয়েকরের উপর ৷ এর মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও ৷ সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে উদ্ধব ঠাকরে বলেন, "আদালতের রায় অনুসারে বর্তমান সরকার বেআইনি ৷ তবে আমি আমার সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট ৷ কারণ আমি নৈতিক কারণে ইস্তফা দিয়েছিলাম ৷"

আরও পড়ুন: উদ্ধব ও শিন্ডের মামলা বৃহত্তর সাংবিধানিক বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.