ETV Bharat / bharat

INS Vikrant Scam Case: আইএনএস বিক্রান্ত মামলায় বিজেপি নেতার ছেলেকে ক্লিনচিট - মুম্বই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত

আইএনএস বিক্রান্ত দুর্নীতি মামলায় (INS Vikrant Scam Case) বিজেপি (BJP) নেতা কিরীট সোমাইয়ার ছেলে নীলকে ক্লিনচিট দিল মুম্বই অর্থনৈতিক অপরাধ শাখা (Mumbai Economic Offenses Branch) ।

MH BJP leader Kirit Somaiya son Neil Somaiya given clean chit by EOW in INS Vikrant scam case
INS Vikrant Scam Case: আইএনএস বিক্রান্ত মামলায় বিজেপি নেতার ছেলেকে ক্লিনচিট
author img

By

Published : Dec 15, 2022, 3:05 PM IST

মুম্বই, 15 ডিসেম্বর: আইএনএস বিক্রান্ত কেলেঙ্কারি মামলায় (INS Vikrant Scam Case) বিজেপি (BJP) নেতা কিরীট সোমাইয়ার ছেলে নীল সোমাইয়াকে ক্লিনচিট দিয়েছে মুম্বই অর্থনৈতিক অপরাধ শাখা (Mumbai Economic Offenses Branch) । মুম্বই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি রিপোর্ট দাখিল করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে নীল সোমাইয়ার বিরুদ্ধে কোনও প্রমাণ নেই । তার পরই নীলকে (Neil Somaiya) এই মামলায় ক্লিনচিট দেওয়া হয়েছে ৷ ফলে বড় স্বস্তি পেয়েছেন কিরীট ও নীল ।

সোমাইয়া পিতা-পুত্রের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা আইএনএস বিক্রান্ত নিয়ে একটি কর্মসূচি করে ৷ যার মাধ্যমে তহবিল তৈরি করে ৷ মুম্বই থেকে ওই তহবিলে 57 লক্ষ টাকা জমা পড়ে ৷ সেই টাকা কিরীট ও নীল তাঁদের নিকন ইনফ্রা কোম্পানিতে নিয়ে নেয় বলে অভিযোগ ৷ 2014 সালে নির্বাচনে (Lok Sabha Elections 2014) প্রতিদ্বন্দ্বিতা করার সময় এই টাকার ব্যবহার করা হয় বলেও অভিযোগ ওঠে ৷

অভিযোগ, এই কেলেঙ্কারি করে কিরীট সোমাইয়া দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও জাতীয় ভাবমূর্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন । তাই কিরীট সোমাইয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত । যদিও বিজেপির দাবি ছিল, যেহেতু কিরীট সোমাইয়া ধারাবাহিক ভাবে শিবসেনা এবং মহাবিকাশ আগাড়ি সরকারের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন, তাই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয় ৷

এই ঘটনায় প্রাক্তন সেনাকর্মী বাবন ভোঁসলে 2022 সালের 7 এপ্রিল একটি অভিযোগ দায়ের করেন ৷ তাঁর দাবি, সোমাইয়া বাবা এবং ছেলে এই তহবিল আত্মসাৎ করেছেন । এই বিষয়ে মুম্বইয়ের ট্রম্বে থানায় একটি মামলা দায়ের করা হয় । ট্রম্বে পুলিশ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা নথিভুক্ত করে । এরপর মামলাটি মুম্বই অর্থনৈতিক অপরাধ শাখায় স্থানান্তর করা হয় । শুরু হয় তদন্ত ৷

আইএনএস বিক্রান্ত তহবিল আত্মসাতের মামলায় কিরীট সোমাইয়া এবং তাঁর ছেলে নীল সোমাইয়ার বিরুদ্ধে সমন জারি করা হয়েছিল । এদিকে বম্বে সেশন কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন সোমাইয়া পিতা-পুত্র ৷ কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায় ৷ তবে কিরীট এবং তাঁর ছেলে নীলকে অন্তর্বর্তী জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট (Bombay High Court) ।

আরও পড়ুন: একাধিক সরকারের মিলিত প্রচেষ্টার ফসল আইএনএস বিক্রান্ত, টুইটে খোঁচা জয়রামের

মুম্বই, 15 ডিসেম্বর: আইএনএস বিক্রান্ত কেলেঙ্কারি মামলায় (INS Vikrant Scam Case) বিজেপি (BJP) নেতা কিরীট সোমাইয়ার ছেলে নীল সোমাইয়াকে ক্লিনচিট দিয়েছে মুম্বই অর্থনৈতিক অপরাধ শাখা (Mumbai Economic Offenses Branch) । মুম্বই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি রিপোর্ট দাখিল করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে নীল সোমাইয়ার বিরুদ্ধে কোনও প্রমাণ নেই । তার পরই নীলকে (Neil Somaiya) এই মামলায় ক্লিনচিট দেওয়া হয়েছে ৷ ফলে বড় স্বস্তি পেয়েছেন কিরীট ও নীল ।

সোমাইয়া পিতা-পুত্রের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা আইএনএস বিক্রান্ত নিয়ে একটি কর্মসূচি করে ৷ যার মাধ্যমে তহবিল তৈরি করে ৷ মুম্বই থেকে ওই তহবিলে 57 লক্ষ টাকা জমা পড়ে ৷ সেই টাকা কিরীট ও নীল তাঁদের নিকন ইনফ্রা কোম্পানিতে নিয়ে নেয় বলে অভিযোগ ৷ 2014 সালে নির্বাচনে (Lok Sabha Elections 2014) প্রতিদ্বন্দ্বিতা করার সময় এই টাকার ব্যবহার করা হয় বলেও অভিযোগ ওঠে ৷

অভিযোগ, এই কেলেঙ্কারি করে কিরীট সোমাইয়া দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও জাতীয় ভাবমূর্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন । তাই কিরীট সোমাইয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত । যদিও বিজেপির দাবি ছিল, যেহেতু কিরীট সোমাইয়া ধারাবাহিক ভাবে শিবসেনা এবং মহাবিকাশ আগাড়ি সরকারের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন, তাই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয় ৷

এই ঘটনায় প্রাক্তন সেনাকর্মী বাবন ভোঁসলে 2022 সালের 7 এপ্রিল একটি অভিযোগ দায়ের করেন ৷ তাঁর দাবি, সোমাইয়া বাবা এবং ছেলে এই তহবিল আত্মসাৎ করেছেন । এই বিষয়ে মুম্বইয়ের ট্রম্বে থানায় একটি মামলা দায়ের করা হয় । ট্রম্বে পুলিশ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা নথিভুক্ত করে । এরপর মামলাটি মুম্বই অর্থনৈতিক অপরাধ শাখায় স্থানান্তর করা হয় । শুরু হয় তদন্ত ৷

আইএনএস বিক্রান্ত তহবিল আত্মসাতের মামলায় কিরীট সোমাইয়া এবং তাঁর ছেলে নীল সোমাইয়ার বিরুদ্ধে সমন জারি করা হয়েছিল । এদিকে বম্বে সেশন কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন সোমাইয়া পিতা-পুত্র ৷ কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায় ৷ তবে কিরীট এবং তাঁর ছেলে নীলকে অন্তর্বর্তী জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট (Bombay High Court) ।

আরও পড়ুন: একাধিক সরকারের মিলিত প্রচেষ্টার ফসল আইএনএস বিক্রান্ত, টুইটে খোঁচা জয়রামের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.