মুম্বই, 6 মার্চ: সাইবার প্রতারণার শিকার অভিনেত্রী শ্বেতা মেনন (Actress Shweta Menon) ৷ ভুয়ো লিঙ্কে ক্লিক করে 3 দিনে মুম্বইতে সাইবার প্রতারণার শিকার হয়েছেন 40 জন । তাদের মধ্যেই রয়েছেন অভিনেত্রীও । মুম্বইয়ের একটি বেসরকারি ব্যাংকের গ্রাহক সকলে ৷ তাঁদের কাছে কেওয়াইসি এবং প্যান আপডেট করার মেসেজ আসে ৷ সেই মেসেজে থাকা লিঙ্কে ক্লিক করার পরেই তিন দিনে লক্ষ লক্ষ টাকা প্রতারিত হয়েছেন গ্রাহকরা ।
লিঙ্কে ক্লিক করতেই উধাও লক্ষাধিক টাকা: মুম্বই পুলিশ প্রায়ই বিজ্ঞাপনের মাধ্যমে জনগণকে সচেতনতার বার্তা দেন ৷ এই ধরনের লিঙ্কে ক্লিক করার বিরুদ্ধে নাগরিকদের সতর্ক করেছে ৷ ব্যাংকগুলি এই লিঙ্কের মাধ্যমে গ্রাহকদের কাছে তাদের গোপন তথ্য চাইছে । যা আসলে সাইবার অপরাধীদের ফাঁদ ৷ প্রতারকরা (Cyber thieves) গ্রাহকদের ফিশিং লিঙ্ক-সহ জাল এসএমএস পাঠাচ্ছে ৷ কেওয়াইসি/প্যান কার্ডের বিবরণ আপডেট না করার জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে বলে জানাচ্ছে । যার জেরে ভয়ে গ্রাহকরা এই লিঙ্কগুলিতে ক্লিক করছেন ৷ আর তার পরে এই ধরনের লিঙ্কগুলি গ্রাহকদের তাদের ব্যাংকের ভুয়ো ওয়েবসাইটে নিয়ে যায় ৷ যেখানে তারা তাদের গ্রাহক আইডি, পাসওয়ার্ড এবং অন্যান্য গোপনীয় বিবরণ লিখতে বাধ্য করে ।
প্রতারকদের জালে টেলিভিশন অভিনেত্রী: শ্বেতা মেননও এই ফাঁদে পা দিয়েছেন ৷ 40 জন অভিযোগকারী গ্রাহকদের মধ্যে রয়েছে তাঁর নাম । শ্বেতা অভিযোগে বলেছেন, গত বৃহস্পতিবার তিনি একটি ভুয়ো মেসেজের লিঙ্কে ক্লিক করেছিলেন । তিনি ভেবেছিলেন যে মসেজটি ব্যাংক থেকে পাঠানো হতে পারে । কারণ এসএমএসটিতে ব্যাংকের থেকে লিঙ্কটি পাঠানো হয়েছে বলে জানানো হয় ৷ লিঙ্কটিতে ক্লিক করার পরেই একটি পোর্টাল খোলে ৷ যেখানে তিনি তাঁর গ্রাহক আইডি, পাসওয়ার্ড এবং ওটিপি দেন । এরপর শ্বেতা একজন মহিলার কাছ থেকে একটি ফোন পান, যিনি নিজেকে একজন ব্যাংক আধিকারিক বলে পরিচয় দেন ।
লিঙ্কে ক্লিক না-করার বার্তা মুম্বই পুলিশের: ওই মহিলা শ্বেতা মেননকে তাঁর মোবাইল নম্বরে পাওয়া দ্বিতীয় ওটিপি'টি বলতে বলেন । তিনি সেটা দিয়ে দেন ৷ এরপর তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডেবিট হয় 57 হাজার 636 টাকা । এভাবে অনেক নাগরিক ভুয়ো লিঙ্কে ক্লিক করে হাজার হাজার টাকা হারাচ্ছেন । সে জন্য মুম্বই পুলিশ নাগরিকদের এই ধরনের লিঙ্কে ক্লিক না করার জন্য আবেদন করেছে । ব্যাংক সংক্রান্ত কোনও মেসেজ বা লিঙ্ক থাকলে নাগরিকদের প্রথমে সংশ্লিষ্ট ব্যাংকে যোগাযোগ করে সে সম্পর্কে তথ্য জানতে বলা হচ্ছে । তবেই পরবর্তী পদক্ষেপ নিতে হবে ।
আরও পড়ুন: সাইবার ক্রাইম অফিসারের নাম করে হুমকি ও টাকা তোলার অভিযোগে গ্রেফতার 3