ETV Bharat / bharat

Heatwave in North India : উত্তরে ঝরছে 'আগুন', দিল্লিতে হাফসেঞ্চুরির দোরগোড়ায় পারদ - দিল্লিতে হাফসেঞ্চুরির দোরগোড়ায় পারদ

উত্তর-পশ্চিম দিল্লির মুঙ্গেশপুর এবং দক্ষিণ-পশ্চিম দিল্লির নজফগড়ে রবিবার পারদ ছুঁল যথাক্রমে 49.2 এবং 49.1 ডিগ্রি সেলসিয়াস ৷ পিছিয়ে নেই উত্তরপ্রদেশও ৷ সেখানে বান্দার জেলার বুন্দেলখণ্ডেও রবিবার হাফসেঞ্চুরির (49 ডিগ্রি সেলসিয়াস) দোরগোড়ায় পারদ ৷ যা মে মাসের নিরিখে সর্বকালীন রেকর্ড (Mercury breaches 49 degree mark in North India) ৷

Heatwave in North India
দিল্লিতে হাফসেঞ্চুরির দোরগোড়ায় পারদ
author img

By

Published : May 16, 2022, 10:05 AM IST

নয়াদিল্লি, 16 মে : কেরলে যখন পাঁচদিন আগেই (27 মে) বর্ষা প্রবেশের পূর্বাভাস, ঠিক সে সময় দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন অংশে পারদ টপকাল 49 ডিগ্রি সেলসিয়াস (Mercury breaches 49 degree mark in North India) ৷ সবমিলিয়ে উত্তর এবং দক্ষিণে আবহাওয়ায় এক তুমুল বৈপরীত্যের সাক্ষী দেশ ৷ উত্তর-পশ্চিম দিল্লির মুঙ্গেশপুর এবং দক্ষিণ-পশ্চিম দিল্লির নজফগড়ে রবিবার পারদ ছুঁল যথাক্রমে 49.2 এবং 49.1 ডিগ্রি সেলসিয়াস ৷ পিছিয়ে নেই উত্তরপ্রদেশও ৷ সেখানে বান্দার জেলার বুন্দেলখণ্ডেও রবিবার হাফসেঞ্চুরির (49 ডিগ্রি সেলসিয়াস) দোরগোড়ায় পারদ ৷ যা মে মাসের নিরিখে সর্বকালীন রেকর্ড ৷

রাজস্থানেও দাবদাহের চিত্রটা অনেকটা একইরকম ৷ সেখানকার চুরু এবং পিলানি শহরে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে 47.9 ডিগ্রি এবং 47.7 ডিগ্রি সেলসিয়াস ৷ ঝাঁসিতেও কাছাকাছি ছিল পারদের কাঁটা ৷ মৌসম ভবন জানিয়েছে, হিমাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লি, জম্মু-কাশ্মীর, লাদাখে এদিন সর্বাধিক তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় 5 ডিগ্রিরও বেশি ৷ হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে ধুলোঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে সোমবার স্বস্তি পেতে পারে রাজস্থানের উত্তর অংশ এবং হরিয়ানা ৷ তবে সেই অর্থে আশাবাদী হওয়ার কারণ নেই দিল্লিবাসীর ৷ উত্তর প্রদেশের পশ্চিম অংশে পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

আরও পড়ুন : সন্ধ্যায় বৃষ্টিতে ভাসবে তিলোত্তমা, সময়ের আগেই কি বঙ্গে বর্ষা ?

মে-র মাঝামাঝি উত্তর ভারতের বিভিন্ন জায়গায় যখন পারদের রেকর্ড উত্থান, তখন রবিবার কেরল এবং লাক্ষাদ্বীপে ব্যাপক বৃষ্টিপাতের খবর মিলেছে ৷ মৌসম ভবনের দেওয়া তথ্য অনুযায়ী এই দুই জায়গায় গতকাল যথাক্রমে 52.2 মিলিমিটার এবং 52.7 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ৷ আগামী কয়েকদিন কেরলের পাঁচ রাজ্যে বৃষ্টিপাতের কারণে জারি করা হয়েছে লাল সতর্কতা (IMD issued a warning of heavy rainfall across Kerala) ৷ সেগুলি হল- এর্নাকুলাম, ইদ্দুকি, ত্রিশূর, মালাপ্পুরম এবং কোঝিকোড় ৷

নয়াদিল্লি, 16 মে : কেরলে যখন পাঁচদিন আগেই (27 মে) বর্ষা প্রবেশের পূর্বাভাস, ঠিক সে সময় দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন অংশে পারদ টপকাল 49 ডিগ্রি সেলসিয়াস (Mercury breaches 49 degree mark in North India) ৷ সবমিলিয়ে উত্তর এবং দক্ষিণে আবহাওয়ায় এক তুমুল বৈপরীত্যের সাক্ষী দেশ ৷ উত্তর-পশ্চিম দিল্লির মুঙ্গেশপুর এবং দক্ষিণ-পশ্চিম দিল্লির নজফগড়ে রবিবার পারদ ছুঁল যথাক্রমে 49.2 এবং 49.1 ডিগ্রি সেলসিয়াস ৷ পিছিয়ে নেই উত্তরপ্রদেশও ৷ সেখানে বান্দার জেলার বুন্দেলখণ্ডেও রবিবার হাফসেঞ্চুরির (49 ডিগ্রি সেলসিয়াস) দোরগোড়ায় পারদ ৷ যা মে মাসের নিরিখে সর্বকালীন রেকর্ড ৷

রাজস্থানেও দাবদাহের চিত্রটা অনেকটা একইরকম ৷ সেখানকার চুরু এবং পিলানি শহরে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে 47.9 ডিগ্রি এবং 47.7 ডিগ্রি সেলসিয়াস ৷ ঝাঁসিতেও কাছাকাছি ছিল পারদের কাঁটা ৷ মৌসম ভবন জানিয়েছে, হিমাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লি, জম্মু-কাশ্মীর, লাদাখে এদিন সর্বাধিক তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় 5 ডিগ্রিরও বেশি ৷ হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে ধুলোঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে সোমবার স্বস্তি পেতে পারে রাজস্থানের উত্তর অংশ এবং হরিয়ানা ৷ তবে সেই অর্থে আশাবাদী হওয়ার কারণ নেই দিল্লিবাসীর ৷ উত্তর প্রদেশের পশ্চিম অংশে পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

আরও পড়ুন : সন্ধ্যায় বৃষ্টিতে ভাসবে তিলোত্তমা, সময়ের আগেই কি বঙ্গে বর্ষা ?

মে-র মাঝামাঝি উত্তর ভারতের বিভিন্ন জায়গায় যখন পারদের রেকর্ড উত্থান, তখন রবিবার কেরল এবং লাক্ষাদ্বীপে ব্যাপক বৃষ্টিপাতের খবর মিলেছে ৷ মৌসম ভবনের দেওয়া তথ্য অনুযায়ী এই দুই জায়গায় গতকাল যথাক্রমে 52.2 মিলিমিটার এবং 52.7 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ৷ আগামী কয়েকদিন কেরলের পাঁচ রাজ্যে বৃষ্টিপাতের কারণে জারি করা হয়েছে লাল সতর্কতা (IMD issued a warning of heavy rainfall across Kerala) ৷ সেগুলি হল- এর্নাকুলাম, ইদ্দুকি, ত্রিশূর, মালাপ্পুরম এবং কোঝিকোড় ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.