ETV Bharat / bharat

Menstrual Leave in Kerala: অন্তঃসত্ত্বা ও পিরিয়ড হলে ছুটি পাবেন কেরলের উচ্চশিক্ষার ছাত্রীরা - কেরল উচ্চশিক্ষা দফতর

কেরল উচ্চশিক্ষা দফতরের অন্তর্গত প্রতিষ্ঠানের সব ছাত্রীদের এবার থেকে পরিয়ড এবং মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে (Menstrual Leave in Kerala) ৷ কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির পদক্ষেপকে অনুকরণ করে এই সিদ্ধান্ত নিয়েছে কেরল সরকার ৷

Menstrual and Maternity Leave to Students in Kerala ETV BHARAT
Menstrual and Maternity Leave to Students in Kerala
author img

By

Published : Jan 20, 2023, 11:28 AM IST

Updated : Jan 20, 2023, 3:31 PM IST

কোচি (কেরল), 20 জানুয়ারি: শুরুটা করেছিল কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ৷ সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে এবার কেরল সরকারের উচ্চশিক্ষা দফতরের (Kerala Higher Education Department) অন্তর্গত সব প্রতিষ্ঠানে ছাত্রীদের পরিয়ডের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Menstrual and Maternity Leave to Students) ৷ টুইটে এই ঘোষণা করেছেন তিনি ৷ তবে, শুধু পরিয়ডের সময় ছুটি নয় ৷ মাতৃত্বকালীন ছুটিও দেওয়া হবে উচ্চশিক্ষার সঙ্গে জড়িত সকল ছাত্রীদের ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মহিলাদের স্বার্থে এমন পদক্ষেপ দেশের মধ্যে প্রথমবার তাঁর সরকারই শুরু করল ৷

প্রবীণ বামনেতা টুইটারে লিখেছেন, "আরও একবার কেরল দেশের কাছে উদাহরণ তৈরি করল ৷ আমাদের উচ্চশিক্ষা দফতরের অধীনে থাকা সমস্ত প্রতিষ্ঠানের ছাত্রীদের পরিয়ডের এবং মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে ৷ এলডিএফ সরকারের পদক্ষেপকে পুনরায় সুনিশ্চিত করা হল ৷" তিনি এনিয়ে জানিয়েছেন, পরিয়ড হওয়া একটি সাধারণ জৈবিক পদ্ধতি ৷ এর ফলে মহিলাদের মধ্যে মানসিক চাপ তৈরি হয় । শারীরিক সমস্যার সঙ্গেও লড়তে হয় ৷ তাই উচ্চশিক্ষা ক্ষেত্রে ছাত্রীদের এই সময় বিশ্রাম দিতে 2 শতাংশ অতিরিক্ত ছুটি দেওয়া হবে ৷

  • Once again, Kerala sets a model for the nation. Menstrual and maternity leaves will be granted to female students of all institutions under our Department of Higher Education, reaffirming LDF Government's commitment to realising a gender just society.@unwomenchief @UN_Women

    — Pinarayi Vijayan (@pinarayivijayan) January 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রথম দেশের কোনও রাজ্যের উচ্চশিক্ষা দফতর ছাত্রীদের জন্য পরিয়ডের ছুটি ঘোষণা করল ৷ সাধারণ ক্ষেত্রে অসুস্থতা বা অন্যান্য যাঁরা ছুটি নেন, তাঁদের উপস্থিতির হার 75 শতাংশের কম হলে মেডিক্যাল সার্টিফিকেট জমা দিতে হয় ৷ তবেই, তাঁদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয় ৷ তবে, পরিয়ডের ছুটির ক্ষেত্রে মেয়েদের উপস্থিতিতে 2 শতাংশ ছাড় দেওয়া হবে ৷

আরও পড়ুন: ঋতুমতীকালীন ছুটি, মহিলা পরিচালিত ছাত্র সংসদের প্রস্তাবে সায় কোচির বিশ্ববিদ্যালয়ের

এই পদক্ষেপ প্রথম নিয়েছিল কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ৷ সেখানকার এসএফআই পরিচালিত ছাত্র সংসদের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এর জন্য আবেদন করা হয় ৷ সেই আবেদন বিচার করে 2 শতাংশ অতিরিক্ত পরিয়ডের ছুটি ঘোষণা করা হয় ৷ উল্লেখ্য, এর পিছনে দু’জন মূল কান্ডারি হলেন, কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাত্র সংসদের চেয়ারপার্সন এবং সাধারণ সম্পাদক ৷ ছাত্র সংসদের চেয়ারপার্সন নমিতা জর্জ এবং সাধারণ সম্পাদক মেঘনা লাজুয়ান ভোটে জিতে প্রথম এই উদ্যোগ নেন ৷ আর তাঁদের সেই প্রচেষ্টাই এবার পুরো কেরল রাজ্যে বাস্তবায়িত হল ৷

কোচি (কেরল), 20 জানুয়ারি: শুরুটা করেছিল কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ৷ সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে এবার কেরল সরকারের উচ্চশিক্ষা দফতরের (Kerala Higher Education Department) অন্তর্গত সব প্রতিষ্ঠানে ছাত্রীদের পরিয়ডের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Menstrual and Maternity Leave to Students) ৷ টুইটে এই ঘোষণা করেছেন তিনি ৷ তবে, শুধু পরিয়ডের সময় ছুটি নয় ৷ মাতৃত্বকালীন ছুটিও দেওয়া হবে উচ্চশিক্ষার সঙ্গে জড়িত সকল ছাত্রীদের ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মহিলাদের স্বার্থে এমন পদক্ষেপ দেশের মধ্যে প্রথমবার তাঁর সরকারই শুরু করল ৷

প্রবীণ বামনেতা টুইটারে লিখেছেন, "আরও একবার কেরল দেশের কাছে উদাহরণ তৈরি করল ৷ আমাদের উচ্চশিক্ষা দফতরের অধীনে থাকা সমস্ত প্রতিষ্ঠানের ছাত্রীদের পরিয়ডের এবং মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে ৷ এলডিএফ সরকারের পদক্ষেপকে পুনরায় সুনিশ্চিত করা হল ৷" তিনি এনিয়ে জানিয়েছেন, পরিয়ড হওয়া একটি সাধারণ জৈবিক পদ্ধতি ৷ এর ফলে মহিলাদের মধ্যে মানসিক চাপ তৈরি হয় । শারীরিক সমস্যার সঙ্গেও লড়তে হয় ৷ তাই উচ্চশিক্ষা ক্ষেত্রে ছাত্রীদের এই সময় বিশ্রাম দিতে 2 শতাংশ অতিরিক্ত ছুটি দেওয়া হবে ৷

  • Once again, Kerala sets a model for the nation. Menstrual and maternity leaves will be granted to female students of all institutions under our Department of Higher Education, reaffirming LDF Government's commitment to realising a gender just society.@unwomenchief @UN_Women

    — Pinarayi Vijayan (@pinarayivijayan) January 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রথম দেশের কোনও রাজ্যের উচ্চশিক্ষা দফতর ছাত্রীদের জন্য পরিয়ডের ছুটি ঘোষণা করল ৷ সাধারণ ক্ষেত্রে অসুস্থতা বা অন্যান্য যাঁরা ছুটি নেন, তাঁদের উপস্থিতির হার 75 শতাংশের কম হলে মেডিক্যাল সার্টিফিকেট জমা দিতে হয় ৷ তবেই, তাঁদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয় ৷ তবে, পরিয়ডের ছুটির ক্ষেত্রে মেয়েদের উপস্থিতিতে 2 শতাংশ ছাড় দেওয়া হবে ৷

আরও পড়ুন: ঋতুমতীকালীন ছুটি, মহিলা পরিচালিত ছাত্র সংসদের প্রস্তাবে সায় কোচির বিশ্ববিদ্যালয়ের

এই পদক্ষেপ প্রথম নিয়েছিল কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ৷ সেখানকার এসএফআই পরিচালিত ছাত্র সংসদের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এর জন্য আবেদন করা হয় ৷ সেই আবেদন বিচার করে 2 শতাংশ অতিরিক্ত পরিয়ডের ছুটি ঘোষণা করা হয় ৷ উল্লেখ্য, এর পিছনে দু’জন মূল কান্ডারি হলেন, কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাত্র সংসদের চেয়ারপার্সন এবং সাধারণ সম্পাদক ৷ ছাত্র সংসদের চেয়ারপার্সন নমিতা জর্জ এবং সাধারণ সম্পাদক মেঘনা লাজুয়ান ভোটে জিতে প্রথম এই উদ্যোগ নেন ৷ আর তাঁদের সেই প্রচেষ্টাই এবার পুরো কেরল রাজ্যে বাস্তবায়িত হল ৷

Last Updated : Jan 20, 2023, 3:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.