ETV Bharat / bharat

Salman Khan Threat Letter Case : সলমনকে হুমকি চিঠি পাঠায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গোষ্ঠী, দাবি মুম্বই পুলিশের

গত রবিবার, 5 জুন চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয় বলিউড সুপারস্টার সলমন খান ও তাঁর বাবা সেলিম খানকে (salman khan threat Letter case) ৷ যে এলাকা থেকে চিঠিটি উদ্ধার হয়েছে, রোজ প্রাতঃভ্রমণ শেষে সেখানেই বিশ্রাম নেন সেলিম খান ৷

salman khan threat case
সলমনকে হুমকি চিঠির তদন্ত
author img

By

Published : Jun 10, 2022, 8:23 AM IST

মুম্বই, 10 জুন : গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর তিন সদস্যই হুমকি চিঠি পাঠিয়েছিল বলিউড অভিনেতা সলমন খান ও তাঁর বাবা সেলিম খানকে (Members of Lawrence Bishnoi gang delivered threat letter for Salman Khan) ৷ বৃহস্পতিবার এমনই দাবি করেছে মুম্বই পুলিশ ৷ জানা গিয়েছে, পঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালা খুনে ধৃত সৌরভ কাম্বলে পুলিশকে জেরায় এই কথা জানিয়েছে ৷ বৃহস্পতিবারই তাকে পুনেতে নিয়ে গিয়ে জেরা করে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ মুসওয়ালা খুনের ঘটনায় তাকে জেরা করেছে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও পঞ্জাব পুলিশও ৷

মুম্বই পুলিশ সূত্রে খবর, জেরায় সৌরভ কাম্বলে জানায়, সলমন খান ও তাঁর বাবাকে হুমকি চিঠি দিতে লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর তিন সদস্য রাজস্থানের জালৌর থেকে মুম্বই আসে ৷ তাদের মধ্যে একজন সেই হুমকি চিঠি বান্দ্রা বাসস্ট্যান্ডের একটি বেঞ্চে রেখে দিয়ে যায় ৷ এখানেই রোজ প্রাতঃভ্রমণের পর বিশ্রাম নেন সলমনের বাবা সেলিম খান ৷ সেই চিঠিতে লেখা ছিল, খুব শীঘ্রই মুসওয়ালার মতো অবস্থা হবে সলমন ও সেলিম খানের ৷ মুম্বই পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার সংগ্রাম সিং নিশন্দরের নেতৃত্বে ক্রাইম ব্রাঞ্চের একটি দল বৃহস্পতিবার জেরা করে সৌরভ কাম্বলেকে ৷

আরও পড়ুন : চিঠি পাঠিয়ে হুমকি সলমনকে, তদন্তে পুলিশ

গত রবিবার, 5 জুন চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয় বলিউড সুপারস্টার সলমন খান ও তাঁর বাবা সেলিম খানকে ৷ যে এলাকা থেকে চিঠিটি উদ্ধার হয়েছে, রোজ প্রাতঃভ্রমণ শেষে সেখানেই বিশ্রাম নেন সেলিম খান ৷ তাঁর নিরাপত্তারক্ষীই ওইদিন সকাল সাড়ে 7টা নাগাদ চিঠিটি বান্দ্রা বাসস্ট্যান্ডের একটি বেঞ্চে পড়ে থাকতে দেখেন ৷

মুম্বই, 10 জুন : গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর তিন সদস্যই হুমকি চিঠি পাঠিয়েছিল বলিউড অভিনেতা সলমন খান ও তাঁর বাবা সেলিম খানকে (Members of Lawrence Bishnoi gang delivered threat letter for Salman Khan) ৷ বৃহস্পতিবার এমনই দাবি করেছে মুম্বই পুলিশ ৷ জানা গিয়েছে, পঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালা খুনে ধৃত সৌরভ কাম্বলে পুলিশকে জেরায় এই কথা জানিয়েছে ৷ বৃহস্পতিবারই তাকে পুনেতে নিয়ে গিয়ে জেরা করে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ মুসওয়ালা খুনের ঘটনায় তাকে জেরা করেছে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও পঞ্জাব পুলিশও ৷

মুম্বই পুলিশ সূত্রে খবর, জেরায় সৌরভ কাম্বলে জানায়, সলমন খান ও তাঁর বাবাকে হুমকি চিঠি দিতে লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর তিন সদস্য রাজস্থানের জালৌর থেকে মুম্বই আসে ৷ তাদের মধ্যে একজন সেই হুমকি চিঠি বান্দ্রা বাসস্ট্যান্ডের একটি বেঞ্চে রেখে দিয়ে যায় ৷ এখানেই রোজ প্রাতঃভ্রমণের পর বিশ্রাম নেন সলমনের বাবা সেলিম খান ৷ সেই চিঠিতে লেখা ছিল, খুব শীঘ্রই মুসওয়ালার মতো অবস্থা হবে সলমন ও সেলিম খানের ৷ মুম্বই পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার সংগ্রাম সিং নিশন্দরের নেতৃত্বে ক্রাইম ব্রাঞ্চের একটি দল বৃহস্পতিবার জেরা করে সৌরভ কাম্বলেকে ৷

আরও পড়ুন : চিঠি পাঠিয়ে হুমকি সলমনকে, তদন্তে পুলিশ

গত রবিবার, 5 জুন চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয় বলিউড সুপারস্টার সলমন খান ও তাঁর বাবা সেলিম খানকে ৷ যে এলাকা থেকে চিঠিটি উদ্ধার হয়েছে, রোজ প্রাতঃভ্রমণ শেষে সেখানেই বিশ্রাম নেন সেলিম খান ৷ তাঁর নিরাপত্তারক্ষীই ওইদিন সকাল সাড়ে 7টা নাগাদ চিঠিটি বান্দ্রা বাসস্ট্যান্ডের একটি বেঞ্চে পড়ে থাকতে দেখেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.