ETV Bharat / bharat

The Kashmir Files: ইজরায়েলি পরিচালকের মন্তব্য সমর্থন করে টুইট মেহবুবার

author img

By

Published : Nov 30, 2022, 4:52 PM IST

'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) ইস্যুতে এবার সরব হলেন মেহবুবা মুফতি (Mehbooba Mufti) ৷ ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিদের (Nadav Lapid) বক্তব্যের সমর্থনে করলেন টুইট ৷

Mehbooba Mufti supports Nadav Lapid over his comments regarding The Kashmir Files
The Kashmir Files: ইজরায়েলি পরিচালকের মন্তব্য সমর্থন করে টুইট মেহবুবার

শ্রীনগর, 30 নভেম্বর: 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) ইস্যুতে ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিদের (Nadav Lapid) বক্তব্যকে খোলাখুলি সমর্থন করলেন উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti) ৷ এ নিয়ে টুইটারে একটি পোস্ট করেছেন তিনি ৷ তাতে লিখেছেন, "অবশেষে কেউ একজন বললেন যে এই ছবি আদতে শাসকদলের মদতপুষ্ট এজেন্ডা ছাড়া আর কিছুই নয় ৷ মুসলিমদের বিশেষ করে কাশ্মীরি মুসলিমদের ভাবমূর্তি নষ্ট করতে এবং কাশ্মীরি মুসলিম ও কাশ্মীরি পণ্ডিতদের মধ্যে বিভেদ ছড়াতেই এই ছবি তৈরি করা হয় ৷ কূটনৈতিকরা এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ৷ যা অত্যন্ত দুর্ভাগ্যনক ৷"

উল্লেখ্য, এর আগে গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে বলিউডি ছবি 'দ্য কাশ্মীর ফাইলস'-এর সমালোচনায় সরব হয়েছিলেন ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিদ ৷ তাঁর বক্তব্য, বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি অশ্লীল এবং উদ্দেশ্যপ্রণোদিত ৷ পরিচালকের দাবি, এই ছবি দেখে জুরি সদস্যরা বিরক্ত এবং বিস্মিত ৷

Mehbooba Mufti supports Nadav Lapid over his comments regarding The Kashmir Files
টুইটে সরব মেহবুবা মুফতি ৷

আরও পড়ুন: ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিতর্কিত মন্তব্য, নাদাভ লাপিদের সমালোচনা ইজরায়েলি রাষ্ট্রদূতের

স্বাভাবিকভাবেই বিদেশি পরিচালকের এমন মন্তব্যের পর নানা মহলে সমালোচনার ঝড় ওঠে ৷ অনুপম খেরের মতো প্রবীণ অভিনেতা (যিনি দ্য কাশ্মীর ফাইলসেও অভিনয় করেছিলেন) দাবি করেন, কাশ্মীরি পণ্ডিতদের উপর যে অন্যায় হয়েছিল, ছবিতে সেই তথ্যই নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ৷ সেই প্রচেষ্টাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে আদতে সংবেদনহীনতার পরিচয় দিয়েছেন নাদাভ ৷

এই প্রেক্ষাপটে মেহবুবা মুফতির টুইট নিঃসন্দেহে নতুন করে সমালোচনার রসদ জোগাবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ প্রসঙ্গত, এর আগে কাশ্মীরের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাও দ্য কাশ্মীর ফাইলসের সমালোচনা করেছিলেন ৷

শ্রীনগর, 30 নভেম্বর: 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) ইস্যুতে ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিদের (Nadav Lapid) বক্তব্যকে খোলাখুলি সমর্থন করলেন উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti) ৷ এ নিয়ে টুইটারে একটি পোস্ট করেছেন তিনি ৷ তাতে লিখেছেন, "অবশেষে কেউ একজন বললেন যে এই ছবি আদতে শাসকদলের মদতপুষ্ট এজেন্ডা ছাড়া আর কিছুই নয় ৷ মুসলিমদের বিশেষ করে কাশ্মীরি মুসলিমদের ভাবমূর্তি নষ্ট করতে এবং কাশ্মীরি মুসলিম ও কাশ্মীরি পণ্ডিতদের মধ্যে বিভেদ ছড়াতেই এই ছবি তৈরি করা হয় ৷ কূটনৈতিকরা এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ৷ যা অত্যন্ত দুর্ভাগ্যনক ৷"

উল্লেখ্য, এর আগে গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে বলিউডি ছবি 'দ্য কাশ্মীর ফাইলস'-এর সমালোচনায় সরব হয়েছিলেন ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিদ ৷ তাঁর বক্তব্য, বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি অশ্লীল এবং উদ্দেশ্যপ্রণোদিত ৷ পরিচালকের দাবি, এই ছবি দেখে জুরি সদস্যরা বিরক্ত এবং বিস্মিত ৷

Mehbooba Mufti supports Nadav Lapid over his comments regarding The Kashmir Files
টুইটে সরব মেহবুবা মুফতি ৷

আরও পড়ুন: ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিতর্কিত মন্তব্য, নাদাভ লাপিদের সমালোচনা ইজরায়েলি রাষ্ট্রদূতের

স্বাভাবিকভাবেই বিদেশি পরিচালকের এমন মন্তব্যের পর নানা মহলে সমালোচনার ঝড় ওঠে ৷ অনুপম খেরের মতো প্রবীণ অভিনেতা (যিনি দ্য কাশ্মীর ফাইলসেও অভিনয় করেছিলেন) দাবি করেন, কাশ্মীরি পণ্ডিতদের উপর যে অন্যায় হয়েছিল, ছবিতে সেই তথ্যই নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ৷ সেই প্রচেষ্টাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে আদতে সংবেদনহীনতার পরিচয় দিয়েছেন নাদাভ ৷

এই প্রেক্ষাপটে মেহবুবা মুফতির টুইট নিঃসন্দেহে নতুন করে সমালোচনার রসদ জোগাবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ প্রসঙ্গত, এর আগে কাশ্মীরের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাও দ্য কাশ্মীর ফাইলসের সমালোচনা করেছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.