ETV Bharat / bharat

কেন্দ্র সংবিধানকে অসম্মান করছে, অভিযোগ মেহবুবা মুফতির - Mehbooba alleges Centre disrespecting Constitution

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলা কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রের সমালোচনায় মুখর হয়েছেন তিনি ।

M
M
author img

By

Published : Dec 29, 2020, 9:52 PM IST

শ্রীনগর, 29 ডিসেম্বর : দেশের সংবিধানের মধ্যে থেকেই জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে গুপকার জোট । জানিয়েছেন পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (PDP) সভাপতি মেহবুবা মুফতি । পাশাপাশি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলা কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রের সমালোচনায় মুখর হয়েছেন ।

তিনি বলেছেন, সরকার কৃষি আইন নিয়ে এসেছিল। কিন্তু কৃষকরা শীতকালে এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন । যদি কৃষকরা এই আইন না মানেন তবে তা কি তাঁদের জন্য উপকারী হতে পারে ? আপনি যদি এমন আইন নিয়ে থাকেন যা মানুষের কাছে গ্রহণযোগ্য নয় তাহলে আপনি দেশের সংবিধানকে অসম্মান করছেন ।

এছাড়া জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে কেন্দ্র সংবিধানকে অসম্মান করছে বলে অভিযোগও করেছেন তিনি । বলেছেন, কাশ্মীরের মূলধারার রাজনৈতিক দলগুলি দেশের সংবিধানের মধ্যে থেকে বিশেষ মর্যাদা পুনরুদ্ধারের লক্ষ্য অর্জনে কাজ করছে । ন্যাশনাল কনফারেন্স স্বায়ত্ত্বশাসন নিয়ে কথা বলে । এটি সংবিধানের মধ্যে রয়েছে । আমরা (পিডিপি) স্বশাসন, উন্মুক্ত সীমানা, সমঝোতার কথা বলি । বন্দুকের ব্যারেল দিয়ে আপনি আর কতক্ষণ শান্তি বজায় রাখতে পারবেন ?"

পিডিপি সভাপতি আরও বলেন, "কাশ্মীর ইশুর সমাধান বাবা মুফতি মহম্মদ সঈদের হৃদয়ের কাছাকাছি ছিল । এমনকী মৃত্যু শয্যা থেকে তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে মোদিজি লাহোর চলে গেছেন কি না । তিনি বলেছিলেন, এখন কোন উপায়ে সমাধান খুঁজে পাওয়া যাবে।" তিনি আরও যোগ করেন, “আমরা শান্তি চাই । তবে আমরা সাদা পতাকা বাড়াতে চাই না ।"

শ্রীনগর, 29 ডিসেম্বর : দেশের সংবিধানের মধ্যে থেকেই জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে গুপকার জোট । জানিয়েছেন পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (PDP) সভাপতি মেহবুবা মুফতি । পাশাপাশি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলা কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রের সমালোচনায় মুখর হয়েছেন ।

তিনি বলেছেন, সরকার কৃষি আইন নিয়ে এসেছিল। কিন্তু কৃষকরা শীতকালে এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন । যদি কৃষকরা এই আইন না মানেন তবে তা কি তাঁদের জন্য উপকারী হতে পারে ? আপনি যদি এমন আইন নিয়ে থাকেন যা মানুষের কাছে গ্রহণযোগ্য নয় তাহলে আপনি দেশের সংবিধানকে অসম্মান করছেন ।

এছাড়া জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে কেন্দ্র সংবিধানকে অসম্মান করছে বলে অভিযোগও করেছেন তিনি । বলেছেন, কাশ্মীরের মূলধারার রাজনৈতিক দলগুলি দেশের সংবিধানের মধ্যে থেকে বিশেষ মর্যাদা পুনরুদ্ধারের লক্ষ্য অর্জনে কাজ করছে । ন্যাশনাল কনফারেন্স স্বায়ত্ত্বশাসন নিয়ে কথা বলে । এটি সংবিধানের মধ্যে রয়েছে । আমরা (পিডিপি) স্বশাসন, উন্মুক্ত সীমানা, সমঝোতার কথা বলি । বন্দুকের ব্যারেল দিয়ে আপনি আর কতক্ষণ শান্তি বজায় রাখতে পারবেন ?"

পিডিপি সভাপতি আরও বলেন, "কাশ্মীর ইশুর সমাধান বাবা মুফতি মহম্মদ সঈদের হৃদয়ের কাছাকাছি ছিল । এমনকী মৃত্যু শয্যা থেকে তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে মোদিজি লাহোর চলে গেছেন কি না । তিনি বলেছিলেন, এখন কোন উপায়ে সমাধান খুঁজে পাওয়া যাবে।" তিনি আরও যোগ করেন, “আমরা শান্তি চাই । তবে আমরা সাদা পতাকা বাড়াতে চাই না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.