ETV Bharat / bharat

দিল্লিতে কোরোনা সংক্রমণ নিয়ে বৈঠক ডাকলেন অমিত শাহ - স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

এর আগে গত 2 নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভল্লা কোরোনার সংক্রমণ বৃদ্ধি নিয়ে একটি বৈঠক করেছিলেন ৷ যেখানে কোরোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ সেখানে বলা হয়েছিল, উৎসবের মরসুমে কোরোনা বিধি শিথিল করায় প্রচুর মানুষ রাস্তা বেরবেন, যা সংক্রমণকে কয়েকগুণ বাড়াতে পারে ৷

meeting-of-shah-with-lg-baijal-cm-kejriwal-and-harsh-vardhan-in-delhi
দিল্লিতে কোরোনা সংক্রমণবৃদ্ধি ও তা নিয়ন্ত্রণে বৈঠক ডাকলেন অমিত শাহ
author img

By

Published : Nov 15, 2020, 9:42 PM IST

দিল্লি, 15 নভেম্বর : রাজধানী দিল্লিতে কোরোনা ভাইরাসের সংক্রমণ বাড়া নিয়ে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ রবিবার সন্ধেয় সেই বৈঠকে থাকতে পারেন, দিল্লির উপ রাজ্য়পাল অনিল বিজলানি, মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির স্বাস্থ্য়মন্ত্রী সত্য়েন্দ্র জৈন সহ অন্য়ান্য় আধিকারিকরা ৷ এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ৷ রাজধানীতে কী কারণে কোরোনার সংক্রমণ বাড়ছে এবং তার কী প্রতিকার সম্ভব তা নিয়েই আলোচনার হতে পারে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷

এর আগে গত 2 নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভল্লা কোরোনার সংক্রমণ বৃদ্ধি নিয়ে একটি বৈঠক করেছিলেন ৷ যেখানে কোরোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ সেখানে বলা হয়েছিল, উৎসবের মরসুমে কোরোনা বিধি শিথিল করায় প্রচুর মানুষ রাস্তা বেরবেন, যা সংক্রমণকে কয়েকগুণ বাড়াতে পারে ৷ এর জন্য় দিল্লির বাষুদূষণকে দায়ী করেছিলেন কেজরিওয়াল ৷ অজয় ভল্লার নেতৃত্ব হওয়া সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সংক্রমণের তৃতীয় ঢেউ আসার আগে সবচেয়ে বেশি আক্রান্ত এলাকাগুলিতে কোরোনা পরীক্ষা ও তার চিকিৎসা বাড়ানো হবে ৷ সেখানে এও বলা হয়, রাজধানীর মেট্রো রেল সাবধানে চলাতে হবে ৷ কোরোনা বিধির নিয়ম কানুন কড়াকড়িভাবে প্রয়োগ করতে হবে ৷ রবিবার সন্ধ্য়ের বৈঠকে উৎসবের মরসুম, কমতে থাকা তাপমাত্রা এবং দিল্লির দূষণের কথা মাথায় রেখে কোরোনা ভাইরাসের সংক্রমণরোধ করতে পরিকল্পনা নেওয়া হতে পারে ৷ দেশের রাজধানীতে শনিবার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 7 হাজার 340 জনের কোরোনা সংক্রমণ হয়েছে ৷ মারা গিয়েছেন 96 জন ৷ নতুন এই কেসগুলি সামনে এসেছে 49 হাজার 645 জনের কোরোনা পরীক্ষা করে ৷ যার মধ্য়ে RT-PCR পদ্ধতিতে 19 হাজার 635 জনের পরীক্ষা হয়েছিল ৷ বাকি 30 হাজার 10 জনের অ্য়ান্টিজেন টেস্ট করা হয় ৷ দিল্লিতে মোট কোরোনা পরীক্ষার বিচারে সংক্রমণের হার 14.78 শতাংশ ৷ এমনটাই দিল্লি স্বাস্থ্য় দপ্তরের তরফে জারি করা বুলেটিনে জানানো হয়েছে ৷ এই মুহূর্তে দিল্লিতে 4,288 টি এলাকায় শনিবার পর্যন্ত কন্টেইনমেন্ট জ়োন করা হয়েছে ৷

দিল্লিতে কোরোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পিছনে উৎসবের মরসুম এবং মাত্রাতিরিক্ত দূষণকেই দায়ী করা হচ্ছে ৷ প্রসঙ্গত, 25 অক্টোবর দুর্গা পুজো শেষ হয়েছে ৷ তারপর শনিবার দীপাবলির উৎসব গিয়েছে, সামনেই রয়েছে ছট পুজো ৷ সব মিলিয়ে রাজধানীতে আগামীদিনে কোরোনার প্রভাব আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে ৷ সম্প্রতি ন্যাশনাল সেন্টার ফর ডিজ়িস কন্ট্রোলের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছিল, যে আগামীদিনে রাজধানীতে দিনে 15000 হাজার পর্যন্ত সংক্রমণের সংখ্য়া বাড়তে পারে ৷ সেই মত কেন্দ্র সরকারের কাছে দিল্লির হাসপাতালগুলিতে শয্য়া সংখ্য়া বাড়াতে আবেদন করে কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রীকে চিঠি দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ এবার পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী পরিকল্পনা তৈরি করতে বৈঠক ডাকলেন ৷ সেখানে দৈনিক কোরোনা পরীক্ষা বাড়ানো এবং আরো ভালো ব্য়বস্থাপনা তৈরির করা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

দিল্লি, 15 নভেম্বর : রাজধানী দিল্লিতে কোরোনা ভাইরাসের সংক্রমণ বাড়া নিয়ে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ রবিবার সন্ধেয় সেই বৈঠকে থাকতে পারেন, দিল্লির উপ রাজ্য়পাল অনিল বিজলানি, মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির স্বাস্থ্য়মন্ত্রী সত্য়েন্দ্র জৈন সহ অন্য়ান্য় আধিকারিকরা ৷ এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ৷ রাজধানীতে কী কারণে কোরোনার সংক্রমণ বাড়ছে এবং তার কী প্রতিকার সম্ভব তা নিয়েই আলোচনার হতে পারে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷

এর আগে গত 2 নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভল্লা কোরোনার সংক্রমণ বৃদ্ধি নিয়ে একটি বৈঠক করেছিলেন ৷ যেখানে কোরোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ সেখানে বলা হয়েছিল, উৎসবের মরসুমে কোরোনা বিধি শিথিল করায় প্রচুর মানুষ রাস্তা বেরবেন, যা সংক্রমণকে কয়েকগুণ বাড়াতে পারে ৷ এর জন্য় দিল্লির বাষুদূষণকে দায়ী করেছিলেন কেজরিওয়াল ৷ অজয় ভল্লার নেতৃত্ব হওয়া সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সংক্রমণের তৃতীয় ঢেউ আসার আগে সবচেয়ে বেশি আক্রান্ত এলাকাগুলিতে কোরোনা পরীক্ষা ও তার চিকিৎসা বাড়ানো হবে ৷ সেখানে এও বলা হয়, রাজধানীর মেট্রো রেল সাবধানে চলাতে হবে ৷ কোরোনা বিধির নিয়ম কানুন কড়াকড়িভাবে প্রয়োগ করতে হবে ৷ রবিবার সন্ধ্য়ের বৈঠকে উৎসবের মরসুম, কমতে থাকা তাপমাত্রা এবং দিল্লির দূষণের কথা মাথায় রেখে কোরোনা ভাইরাসের সংক্রমণরোধ করতে পরিকল্পনা নেওয়া হতে পারে ৷ দেশের রাজধানীতে শনিবার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 7 হাজার 340 জনের কোরোনা সংক্রমণ হয়েছে ৷ মারা গিয়েছেন 96 জন ৷ নতুন এই কেসগুলি সামনে এসেছে 49 হাজার 645 জনের কোরোনা পরীক্ষা করে ৷ যার মধ্য়ে RT-PCR পদ্ধতিতে 19 হাজার 635 জনের পরীক্ষা হয়েছিল ৷ বাকি 30 হাজার 10 জনের অ্য়ান্টিজেন টেস্ট করা হয় ৷ দিল্লিতে মোট কোরোনা পরীক্ষার বিচারে সংক্রমণের হার 14.78 শতাংশ ৷ এমনটাই দিল্লি স্বাস্থ্য় দপ্তরের তরফে জারি করা বুলেটিনে জানানো হয়েছে ৷ এই মুহূর্তে দিল্লিতে 4,288 টি এলাকায় শনিবার পর্যন্ত কন্টেইনমেন্ট জ়োন করা হয়েছে ৷

দিল্লিতে কোরোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পিছনে উৎসবের মরসুম এবং মাত্রাতিরিক্ত দূষণকেই দায়ী করা হচ্ছে ৷ প্রসঙ্গত, 25 অক্টোবর দুর্গা পুজো শেষ হয়েছে ৷ তারপর শনিবার দীপাবলির উৎসব গিয়েছে, সামনেই রয়েছে ছট পুজো ৷ সব মিলিয়ে রাজধানীতে আগামীদিনে কোরোনার প্রভাব আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে ৷ সম্প্রতি ন্যাশনাল সেন্টার ফর ডিজ়িস কন্ট্রোলের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছিল, যে আগামীদিনে রাজধানীতে দিনে 15000 হাজার পর্যন্ত সংক্রমণের সংখ্য়া বাড়তে পারে ৷ সেই মত কেন্দ্র সরকারের কাছে দিল্লির হাসপাতালগুলিতে শয্য়া সংখ্য়া বাড়াতে আবেদন করে কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রীকে চিঠি দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ এবার পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী পরিকল্পনা তৈরি করতে বৈঠক ডাকলেন ৷ সেখানে দৈনিক কোরোনা পরীক্ষা বাড়ানো এবং আরো ভালো ব্য়বস্থাপনা তৈরির করা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.