কোপেনহেগেন, 3 মে : ডেনমার্কের মাটিতে দাঁড়িয়েও ইউক্রেন সংকট নিয়ে উদ্বেগের সুর শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে ৷ ড্যানিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক এদিন উঠে আসে ইউক্রেন প্রসঙ্গও ৷ প্রধানমন্ত্রী এদিন বলেন, "আমরা যুদ্ধ বন্ধ করে শান্তি আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধানের পক্ষে ৷"
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর আলোচনায় যে ইউক্রেন প্রসঙ্গ উঠেছে, এদিন তা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন (meeting between PM Modi and Danish PM Mette Frederiksen in Copenhagen) ৷ তিনি বলেন, "ইউক্রেন পরিস্থিতি, সেখানে তৈরি হওয়া মানব সংকট ও ইউক্রেনের নাগরিকদের উপর যে অত্যাচার চলছে তা নিয়ে আমাদের কথা হয়েছে ৷ বুচা গণহত্যার ঘটনা স্তম্ভিত করে দেওয়ার মতো ৷ আমরা এর নিন্দা করছি এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি ৷ ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের উপর রাশিয়ার হামলার নিন্দা করে ৷ আমার বার্তা পরিষ্কার, রুশ প্রেসিডেন্ট পুতিন এই যুদ্ধ ও মৃত্যু মিছিল বন্ধ করুন ৷ আমদের আশা ভারত এই বিষয়ে সিদ্ধান্ত নিতে রাশিয়াকে বোঝাবে ৷"
আরও পড়ুন : সিকি শতাব্দী পর শোষণ থেকে মুক্ত হবে দেশের শিশুরা, আশাবাদী কৈলাশ সত্যার্থী
এই দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে উঠে আসে শক্তি, স্বাস্থ্য, বন্দর, জলপথ পরিবহণ, জলসম্পদ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি ৷ এছাড়াও গ্রিন এনার্জি, স্কিল ডেভেলপমেন্ট, আবহাওয়ার মতো বিষয় নিয়েও আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের ৷ ভারতে 200টিরও বেশি ড্যানিশ সংস্থা বর্তমানে ব্যবসা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ ভারত-ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন হবে বলেও এদিন আশাপ্রকাশ করেছেন নরেন্দ্র মোদি ৷