ETV Bharat / bharat

PM Modi in Denmark : আলোচনাই সমস্যা সমাধানের একমাত্র পথ, ইউক্রেন প্রসঙ্গে ফের সাবধানী মন্তব্য মোদির

ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন একাধিক দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (meeting between PM Modi and Danish PM Mette Frederiksen in Copenhagen) ৷

pm modi in europe trip
ইউক্রেন প্রসঙ্গে ডেনমার্কে বললেন মোদি
author img

By

Published : May 3, 2022, 7:57 PM IST

কোপেনহেগেন, 3 মে : ডেনমার্কের মাটিতে দাঁড়িয়েও ইউক্রেন সংকট নিয়ে উদ্বেগের সুর শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে ৷ ড্যানিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক এদিন উঠে আসে ইউক্রেন প্রসঙ্গও ৷ প্রধানমন্ত্রী এদিন বলেন, "আমরা যুদ্ধ বন্ধ করে শান্তি আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধানের পক্ষে ৷"

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর আলোচনায় যে ইউক্রেন প্রসঙ্গ উঠেছে, এদিন তা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন (meeting between PM Modi and Danish PM Mette Frederiksen in Copenhagen) ৷ তিনি বলেন, "ইউক্রেন পরিস্থিতি, সেখানে তৈরি হওয়া মানব সংকট ও ইউক্রেনের নাগরিকদের উপর যে অত্যাচার চলছে তা নিয়ে আমাদের কথা হয়েছে ৷ বুচা গণহত্যার ঘটনা স্তম্ভিত করে দেওয়ার মতো ৷ আমরা এর নিন্দা করছি এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি ৷ ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের উপর রাশিয়ার হামলার নিন্দা করে ৷ আমার বার্তা পরিষ্কার, রুশ প্রেসিডেন্ট পুতিন এই যুদ্ধ ও মৃত্যু মিছিল বন্ধ করুন ৷ আমদের আশা ভারত এই বিষয়ে সিদ্ধান্ত নিতে রাশিয়াকে বোঝাবে ৷"

মঙ্গলবার ড্যানিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনেও যান প্রধানমন্ত্রী মোদি

আরও পড়ুন : সিকি শতাব্দী পর শোষণ থেকে মুক্ত হবে দেশের শিশুরা, আশাবাদী কৈলাশ সত্যার্থী

এই দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে উঠে আসে শক্তি, স্বাস্থ্য, বন্দর, জলপথ পরিবহণ, জলসম্পদ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি ৷ এছাড়াও গ্রিন এনার্জি, স্কিল ডেভেলপমেন্ট, আবহাওয়ার মতো বিষয় নিয়েও আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের ৷ ভারতে 200টিরও বেশি ড্যানিশ সংস্থা বর্তমানে ব্যবসা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ ভারত-ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন হবে বলেও এদিন আশাপ্রকাশ করেছেন নরেন্দ্র মোদি ৷

কোপেনহেগেন, 3 মে : ডেনমার্কের মাটিতে দাঁড়িয়েও ইউক্রেন সংকট নিয়ে উদ্বেগের সুর শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে ৷ ড্যানিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক এদিন উঠে আসে ইউক্রেন প্রসঙ্গও ৷ প্রধানমন্ত্রী এদিন বলেন, "আমরা যুদ্ধ বন্ধ করে শান্তি আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধানের পক্ষে ৷"

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর আলোচনায় যে ইউক্রেন প্রসঙ্গ উঠেছে, এদিন তা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন (meeting between PM Modi and Danish PM Mette Frederiksen in Copenhagen) ৷ তিনি বলেন, "ইউক্রেন পরিস্থিতি, সেখানে তৈরি হওয়া মানব সংকট ও ইউক্রেনের নাগরিকদের উপর যে অত্যাচার চলছে তা নিয়ে আমাদের কথা হয়েছে ৷ বুচা গণহত্যার ঘটনা স্তম্ভিত করে দেওয়ার মতো ৷ আমরা এর নিন্দা করছি এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি ৷ ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের উপর রাশিয়ার হামলার নিন্দা করে ৷ আমার বার্তা পরিষ্কার, রুশ প্রেসিডেন্ট পুতিন এই যুদ্ধ ও মৃত্যু মিছিল বন্ধ করুন ৷ আমদের আশা ভারত এই বিষয়ে সিদ্ধান্ত নিতে রাশিয়াকে বোঝাবে ৷"

মঙ্গলবার ড্যানিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনেও যান প্রধানমন্ত্রী মোদি

আরও পড়ুন : সিকি শতাব্দী পর শোষণ থেকে মুক্ত হবে দেশের শিশুরা, আশাবাদী কৈলাশ সত্যার্থী

এই দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে উঠে আসে শক্তি, স্বাস্থ্য, বন্দর, জলপথ পরিবহণ, জলসম্পদ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি ৷ এছাড়াও গ্রিন এনার্জি, স্কিল ডেভেলপমেন্ট, আবহাওয়ার মতো বিষয় নিয়েও আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের ৷ ভারতে 200টিরও বেশি ড্যানিশ সংস্থা বর্তমানে ব্যবসা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ ভারত-ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন হবে বলেও এদিন আশাপ্রকাশ করেছেন নরেন্দ্র মোদি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.