ETV Bharat / bharat

দেশের কনিষ্ঠতম মহিলা পাইলট এই কাশ্মীরি যুবতি

দেশের সর্বকনিষ্ঠ মহিলা পাইলট হলেন 25 বছর বয়সি কাশ্মীরি কন্যা আয়েশা আজিজ । সমর্থন এবং তাঁর স্বপ্নপূরণে পাশে থাকার জন্য বাবা-মায়ের প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করেছেন আয়েশা ।

author img

By

Published : Feb 3, 2021, 9:46 PM IST

India's youngest female pilot
India's youngest female pilot

শ্রীনগর, 3 ফেব্রুয়ারি : সব বাধা পেরিয়ে নিজের স্বপ্ন পূরণ করেছেন তিনি । অসম্ভবকে করেছেন সম্ভব । পেয়েছেন দেশের সর্বকনিষ্ঠ মহিলা পাইলটের স্বীকৃতি । তিনি 25 বছর বয়সি কাশ্মীরি কন্যা আয়েশা আজিজ । আজ অন্যান্য কাশ্মীরি মেয়েদের অনুপ্রেরণা এবং ক্ষমতায়নের এক উৎস ।

2011-এ মাত্র 15 বছরেই সবচেয়ে কম বয়সি ট্রেনি পাইলট হয়েছিলেন আয়েশা । এর পরের বছরই রাশিয়ার সোকল বিমানবন্দরে একটি মিগ-29 জেট চালানোর প্রশিক্ষণও নেন । পরে বম্বে ফ্লাইং ক্লাব (বিএফসি) থেকে এভিয়েশনে স্নাতক হন এবং 2017 সালে তাঁর বাণিজ্যিক লাইসেন্স পান ।

আজিজের বিশ্বাস, গত কয়েক বছরে কাশ্মীরি মহিলারা প্রচুর এগিয়ে এসেছেন এবং শিক্ষার ক্ষেত্রে ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছেন । তিনি বলেন, "আমি মনে করি, বিশেষত শিক্ষার ক্ষেত্রে কাশ্মীরি মহিলারা খুব ভালো ফল করেছেন । কাশ্মীরের প্রত্যেক মহিলাই এখন মাস্টার্স বা ডক্টরেট করছেন । উপত্যকার মেয়েরা দুর্দান্ত কাজ করেছেন ।"

আরও পড়ুন : 'বৃহত্তম' প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর এরো শো-তে

তাঁকে সমর্থন এবং তাঁর স্বপ্নপূরণে পাশে থাকার জন্য বাবা-মায়ের প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করেছেন আয়েশা । তিনি বলেন, "আমি খুব ভাগ্যবান যে, বাবা-মা আমাকে সবকিছুতে উৎসাহ দিয়েছেন । তাঁদের সাহায্য ছাড়া আমি আজ এখানে পৌঁছাতে পারতাম না । আমার বাবাই আমার সবচেয়ে বড় রোল মডেল ।"

শ্রীনগর, 3 ফেব্রুয়ারি : সব বাধা পেরিয়ে নিজের স্বপ্ন পূরণ করেছেন তিনি । অসম্ভবকে করেছেন সম্ভব । পেয়েছেন দেশের সর্বকনিষ্ঠ মহিলা পাইলটের স্বীকৃতি । তিনি 25 বছর বয়সি কাশ্মীরি কন্যা আয়েশা আজিজ । আজ অন্যান্য কাশ্মীরি মেয়েদের অনুপ্রেরণা এবং ক্ষমতায়নের এক উৎস ।

2011-এ মাত্র 15 বছরেই সবচেয়ে কম বয়সি ট্রেনি পাইলট হয়েছিলেন আয়েশা । এর পরের বছরই রাশিয়ার সোকল বিমানবন্দরে একটি মিগ-29 জেট চালানোর প্রশিক্ষণও নেন । পরে বম্বে ফ্লাইং ক্লাব (বিএফসি) থেকে এভিয়েশনে স্নাতক হন এবং 2017 সালে তাঁর বাণিজ্যিক লাইসেন্স পান ।

আজিজের বিশ্বাস, গত কয়েক বছরে কাশ্মীরি মহিলারা প্রচুর এগিয়ে এসেছেন এবং শিক্ষার ক্ষেত্রে ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছেন । তিনি বলেন, "আমি মনে করি, বিশেষত শিক্ষার ক্ষেত্রে কাশ্মীরি মহিলারা খুব ভালো ফল করেছেন । কাশ্মীরের প্রত্যেক মহিলাই এখন মাস্টার্স বা ডক্টরেট করছেন । উপত্যকার মেয়েরা দুর্দান্ত কাজ করেছেন ।"

আরও পড়ুন : 'বৃহত্তম' প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর এরো শো-তে

তাঁকে সমর্থন এবং তাঁর স্বপ্নপূরণে পাশে থাকার জন্য বাবা-মায়ের প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করেছেন আয়েশা । তিনি বলেন, "আমি খুব ভাগ্যবান যে, বাবা-মা আমাকে সবকিছুতে উৎসাহ দিয়েছেন । তাঁদের সাহায্য ছাড়া আমি আজ এখানে পৌঁছাতে পারতাম না । আমার বাবাই আমার সবচেয়ে বড় রোল মডেল ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.