ETV Bharat / bharat

UP Couple Shot Dead: ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ার পর গুলিতে যুগলের মৃত্যু, অনার কিলিং নাকি আত্মহত্যা ?

author img

By

Published : Feb 20, 2023, 2:19 PM IST

Updated : Feb 20, 2023, 2:54 PM IST

উত্তরপ্রদেশের মেরঠে গুলিতে মৃত প্রেমিক-প্রেমিকা (UP Couple Shot Dead)৷ তরুণীর পরিবার গুলি করে যুগলকে হত্যা করেছে, নাকি তাঁরা আত্মহত্যা করেছেন, তার তদন্ত করছে পুলিশ (Family catches girl with boy friend kills them)।

UP Couple Shot Dead ETV Bharat
গুলিতে যুগলের মৃত্যু

মেরঠ, 20 ফেব্রুয়ারি: গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল উত্তরপ্রদেশের এক যুগলের (UP Couple Shot Dead)৷ গুলি কে চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয় ৷ এটি অনার কিলিং নাকি আত্মহত্যার ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

গুলিবিদ্ধ হয়ে মৃত প্রেমিক-প্রেমিকা: 19 বছরের এক তরুণের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে (Family catches girl with boy friend kills them)৷ তাঁর প্রেমিকাও গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে জখম হন ৷ পরে তাঁরও মৃত্যু হয় ৷ উত্তরপ্রদেশের মেরঠ জেলার ঘটনা ৷ রবিবার মেয়েটির পরিবার তাঁদের অন্তরঙ্গ অবস্থায় ধরে ফেলার পরই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশের আধিকারিকরা ৷ মৃতেরা হলেন সাক্ষী (19) এবং তাঁর প্রেমিক শুভম (19) ৷ দুজনেই মেরঠের পেপলা গ্রামের বাসিন্দা ৷

মেয়েটির পরিবারের দিকে আঙুল প্রতিবেশীদের: মেয়েটির প্রতিবেশীরা জানিয়েছেন যে, ঘটনার সময় মেয়েটির বাড়িতে এই প্রেমিক যুগল ছাড়া আর কেউ ছিলেন না ৷ পুলিশ জানিয়েছে, দুজনেই গুলিবিদ্ধ হন । ছেলেটিকে মাথায় গুলি করা হয়, আর তরুণীর বুকে গুলি লাগে ৷ পুলিশ জানিয়েছে যে, মেয়েটির পরিবার বাড়ির বাইরে ছিল এবং তারা পরপর গুলির শব্দ শুনতে পায় ৷ তারপরেই সবাই বাড়ির ভেতরে যান বলে জানানো হয়েছে পরিবারের তরফে ৷

তারা বলেছে, ভেতরে ঢুকে ঘরের সোফা, বিছানা, দেওয়াল ও টেবিলে রক্তের দাগ দেখতে পায় তারা । ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল তরুণের ৷ তরুণীর শরীরে তখনও প্রাণ ছিল ৷ তাঁকে গুরুতর আহত অবস্থায় সুভারতী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি ৷ সেখানেই তাঁর মৃত্যু হয় ৷

স্কুল জীবন থেকে পরিচয় যুগলের: প্রতিবেশীদের মতে, তরুণ যুগলের বেশ কয়েকটি ঘনিষ্ঠ অবস্থার ভিডিয়ো তাঁদের মোবাইলে ছিল । মেয়েটির পরিবার বিষয়টি জানতে পারাই হত্যার কারণ হতে পারে বলে মনে করছেন প্রতিবেশীরা ৷ স্কুল জীবন থেকে একে-অপরকে চিনতেন এই তরুণ ও তরুণী ৷ গত দুই বছরে তাঁদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় ৷ বলে জানিয়েছেন প্রতিবেশীরা ৷

আরও পড়ুন: স্বামী ও শাশুড়িকে খুন করে দেহের টুকরো ফ্রিজে রাখলেন মহিলা, তদন্তে নেমে চোখ কপালে পুলিশের

অনার কিলিং নাকি আত্মহত্যা - তার তদন্ত শুরু: মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়েছে জানি থানার পুলিশ ৷ কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল তা এখনও স্পষ্ট নয় । পুলিশ ঘটনাটি উভয় দিক থেকেই তদন্ত করছে ৷ এটি অনার কিলিং নাকি আত্মহত্যার ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে ৷

মেরঠের সিনিয়র পুলিশ সুপার রোহিত সিং সাজওয়ান বলেছেন, গুলিবিদ্ধ যুগলকে তরুণীর বাড়িতে একটি ঘরের ভিতরে পাওয়া গিয়েছে । যুবকের মাথায় গুলির আঘাত ছিল এবং মেয়েটির বুকে গুলি লেগেছে । তরুণীর আত্মীয় স্বজনেরা জানিয়েছেন, মেয়েটি বেঁচে ছিল । আহত তরুণীকে সঙ্গে সঙ্গে তাঁর পরিবার শুভরতী হাসপাতালে নিয়ে যান ।

তরুণীর বাবা ও ভাই আটক: ওই আধিকারিক বলেন, তাঁরা ঘটনাটি সব দিক দিয়ে খতিয়ে দেখছেন । বন্দুক কার হাতে ছিল তার খোঁজে যাবতীয় পরীক্ষা-নীরিক্ষা করা হবে । উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের ব্যালিস্টিক পরীক্ষাও করা হবে, যাতে কত দূর থেকে গুলি চালানো হয়েছিল তা বোঝা যায় ৷ এসএসপি জানিয়েছেন, "ঘটনাস্থল থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে । এটি অনার কিলিং-এর ঘটনা নাকি আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না ৷ আমরা মেয়েটির বাবা ও তাঁর ভাইকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি । (নিহত) দুজনই একই জাতের এবং সমবয়সি ছিলেন ।"

মেরঠ, 20 ফেব্রুয়ারি: গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল উত্তরপ্রদেশের এক যুগলের (UP Couple Shot Dead)৷ গুলি কে চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয় ৷ এটি অনার কিলিং নাকি আত্মহত্যার ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

গুলিবিদ্ধ হয়ে মৃত প্রেমিক-প্রেমিকা: 19 বছরের এক তরুণের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে (Family catches girl with boy friend kills them)৷ তাঁর প্রেমিকাও গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে জখম হন ৷ পরে তাঁরও মৃত্যু হয় ৷ উত্তরপ্রদেশের মেরঠ জেলার ঘটনা ৷ রবিবার মেয়েটির পরিবার তাঁদের অন্তরঙ্গ অবস্থায় ধরে ফেলার পরই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশের আধিকারিকরা ৷ মৃতেরা হলেন সাক্ষী (19) এবং তাঁর প্রেমিক শুভম (19) ৷ দুজনেই মেরঠের পেপলা গ্রামের বাসিন্দা ৷

মেয়েটির পরিবারের দিকে আঙুল প্রতিবেশীদের: মেয়েটির প্রতিবেশীরা জানিয়েছেন যে, ঘটনার সময় মেয়েটির বাড়িতে এই প্রেমিক যুগল ছাড়া আর কেউ ছিলেন না ৷ পুলিশ জানিয়েছে, দুজনেই গুলিবিদ্ধ হন । ছেলেটিকে মাথায় গুলি করা হয়, আর তরুণীর বুকে গুলি লাগে ৷ পুলিশ জানিয়েছে যে, মেয়েটির পরিবার বাড়ির বাইরে ছিল এবং তারা পরপর গুলির শব্দ শুনতে পায় ৷ তারপরেই সবাই বাড়ির ভেতরে যান বলে জানানো হয়েছে পরিবারের তরফে ৷

তারা বলেছে, ভেতরে ঢুকে ঘরের সোফা, বিছানা, দেওয়াল ও টেবিলে রক্তের দাগ দেখতে পায় তারা । ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল তরুণের ৷ তরুণীর শরীরে তখনও প্রাণ ছিল ৷ তাঁকে গুরুতর আহত অবস্থায় সুভারতী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি ৷ সেখানেই তাঁর মৃত্যু হয় ৷

স্কুল জীবন থেকে পরিচয় যুগলের: প্রতিবেশীদের মতে, তরুণ যুগলের বেশ কয়েকটি ঘনিষ্ঠ অবস্থার ভিডিয়ো তাঁদের মোবাইলে ছিল । মেয়েটির পরিবার বিষয়টি জানতে পারাই হত্যার কারণ হতে পারে বলে মনে করছেন প্রতিবেশীরা ৷ স্কুল জীবন থেকে একে-অপরকে চিনতেন এই তরুণ ও তরুণী ৷ গত দুই বছরে তাঁদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় ৷ বলে জানিয়েছেন প্রতিবেশীরা ৷

আরও পড়ুন: স্বামী ও শাশুড়িকে খুন করে দেহের টুকরো ফ্রিজে রাখলেন মহিলা, তদন্তে নেমে চোখ কপালে পুলিশের

অনার কিলিং নাকি আত্মহত্যা - তার তদন্ত শুরু: মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়েছে জানি থানার পুলিশ ৷ কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল তা এখনও স্পষ্ট নয় । পুলিশ ঘটনাটি উভয় দিক থেকেই তদন্ত করছে ৷ এটি অনার কিলিং নাকি আত্মহত্যার ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে ৷

মেরঠের সিনিয়র পুলিশ সুপার রোহিত সিং সাজওয়ান বলেছেন, গুলিবিদ্ধ যুগলকে তরুণীর বাড়িতে একটি ঘরের ভিতরে পাওয়া গিয়েছে । যুবকের মাথায় গুলির আঘাত ছিল এবং মেয়েটির বুকে গুলি লেগেছে । তরুণীর আত্মীয় স্বজনেরা জানিয়েছেন, মেয়েটি বেঁচে ছিল । আহত তরুণীকে সঙ্গে সঙ্গে তাঁর পরিবার শুভরতী হাসপাতালে নিয়ে যান ।

তরুণীর বাবা ও ভাই আটক: ওই আধিকারিক বলেন, তাঁরা ঘটনাটি সব দিক দিয়ে খতিয়ে দেখছেন । বন্দুক কার হাতে ছিল তার খোঁজে যাবতীয় পরীক্ষা-নীরিক্ষা করা হবে । উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের ব্যালিস্টিক পরীক্ষাও করা হবে, যাতে কত দূর থেকে গুলি চালানো হয়েছিল তা বোঝা যায় ৷ এসএসপি জানিয়েছেন, "ঘটনাস্থল থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে । এটি অনার কিলিং-এর ঘটনা নাকি আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না ৷ আমরা মেয়েটির বাবা ও তাঁর ভাইকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি । (নিহত) দুজনই একই জাতের এবং সমবয়সি ছিলেন ।"

Last Updated : Feb 20, 2023, 2:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.