ETV Bharat / bharat

Raid in BSP Leaders Factory : মিরাটে বিএসপি নেতা হাজি ইয়াকুবের মাংসের কারখানায় পুলিশের হানা - Raid on meat factory in Meerut

বহুজন সমাজ পার্টির নেতা হাজি ইয়াকুবের মাংসের কারখানায় বৃহস্পতিবার অভিযান (Meat factory owned by BSP leader Haji Yakub raided in Meerut) । এই কারখানাটি থেকে মধ্যপ্রাচ্য এবং অন্যান্য দেশে প্যাকেটজাত মাংস রপ্তানি হয় ।

Raid in BJP Leader's Factory
Raid in BJP Leader's Factory
author img

By

Published : Apr 1, 2022, 2:53 PM IST

মিরাট, 1 এপ্রিল : বহুজন সমাজ পার্টির নেতা হাজি ইয়াকুবের মাংসের কারখানায় বৃহস্পতিবার চলল অভিযান (Meat factory owned by BSP leader Haji Yakub raided in Meerut) । অভিযান চালাল পুলিশ, আইনি পরিমাপবিদ্যা বিভাগ, দূষণ বোর্ড এবং অন্যান্য দফতরের কর্মী নিয়ে একটি যৌথ দল ৷ কারখানার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছে কিন্তু মাংস প্রক্রিয়াকরণ/প্যাকেজিং-এর কাজ এখনও চলছে, এমন অভিযোগ পাওয়ার পরেই কারখানাটিতে অভিযান চালানো হয়েছিল বলে জানা গিয়েছে আধিকারীকদের কাছ থেকে ৷

এসপি (গ্রামীণ) কেশব মিশ্রা এ বিষয়ে বলেন, "কারখানায় মাংসের একটি বড় মাল যেটি চালান করার জন্য সংরক্ষণ করা ছিল এবং কর্মকর্তারা এর ওজন এবং আইনগত অবস্থা খতিয়ে দেখেন ।" কারখানা থেকে মাংস সংগ্রহ করে গরুর মাংসের সন্দেহে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।

হাপুর রোডের আল ফাহিম মিটেক্স প্রাইভেট লিমিটেডের এই কারখানাটি থেকে মধ্যপ্রাচ্য এবং অন্যান্য দেশে প্যাকেটজাত মাংস রপ্তানি (Export of packaged meat) হয় বলে জানা গিয়েছে । হাজি ইয়াকুবের ছেলে ইমরান কুরেশি এই অভিযান সম্পর্কে বলেন, "আমি শহরের বাইরে ছিলাম এবং অভিযান সম্পর্কে তেমন কিছু জানতাম না ।"

আরও পড়ুন : Shopian Encounter : শোপিয়ানে এনকাউন্টারে নিকেশ 1 জঙ্গি

ইমরান কুরেশি অবশ্য দাবি করেন, "কারখানায় কোনও অবৈধ কাজ হয় না। সংরক্ষিত মাংসের কিছু প্যাকেট স্থানান্তর করার সময় নষ্ট হয়ে গেছে এবং সেগুলি পুনরায় প্যাক করা হচ্ছে ৷"

মিরাট, 1 এপ্রিল : বহুজন সমাজ পার্টির নেতা হাজি ইয়াকুবের মাংসের কারখানায় বৃহস্পতিবার চলল অভিযান (Meat factory owned by BSP leader Haji Yakub raided in Meerut) । অভিযান চালাল পুলিশ, আইনি পরিমাপবিদ্যা বিভাগ, দূষণ বোর্ড এবং অন্যান্য দফতরের কর্মী নিয়ে একটি যৌথ দল ৷ কারখানার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছে কিন্তু মাংস প্রক্রিয়াকরণ/প্যাকেজিং-এর কাজ এখনও চলছে, এমন অভিযোগ পাওয়ার পরেই কারখানাটিতে অভিযান চালানো হয়েছিল বলে জানা গিয়েছে আধিকারীকদের কাছ থেকে ৷

এসপি (গ্রামীণ) কেশব মিশ্রা এ বিষয়ে বলেন, "কারখানায় মাংসের একটি বড় মাল যেটি চালান করার জন্য সংরক্ষণ করা ছিল এবং কর্মকর্তারা এর ওজন এবং আইনগত অবস্থা খতিয়ে দেখেন ।" কারখানা থেকে মাংস সংগ্রহ করে গরুর মাংসের সন্দেহে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।

হাপুর রোডের আল ফাহিম মিটেক্স প্রাইভেট লিমিটেডের এই কারখানাটি থেকে মধ্যপ্রাচ্য এবং অন্যান্য দেশে প্যাকেটজাত মাংস রপ্তানি (Export of packaged meat) হয় বলে জানা গিয়েছে । হাজি ইয়াকুবের ছেলে ইমরান কুরেশি এই অভিযান সম্পর্কে বলেন, "আমি শহরের বাইরে ছিলাম এবং অভিযান সম্পর্কে তেমন কিছু জানতাম না ।"

আরও পড়ুন : Shopian Encounter : শোপিয়ানে এনকাউন্টারে নিকেশ 1 জঙ্গি

ইমরান কুরেশি অবশ্য দাবি করেন, "কারখানায় কোনও অবৈধ কাজ হয় না। সংরক্ষিত মাংসের কিছু প্যাকেট স্থানান্তর করার সময় নষ্ট হয়ে গেছে এবং সেগুলি পুনরায় প্যাক করা হচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.