ETV Bharat / bharat

প্রায় 10 হাজার ভারতীয় বন্দি বিদেশের জেলে, রাজ্যসভায় জানাল বিদেশমন্ত্রক - ভারতীয় বন্দি

Indians Prisoners Lodged in Foreign Jails: বিদেশে কতজন ভারতীয় জেলবন্দি হয়ে রয়েছেন বৃহস্পতিবার সেই পরিসংখ্যান রাজ্যসভায় পেশ করল কেন্দ্রীয় সরকার ৷ তারা জানিয়েছে, সারা বিশ্বের বিভিন্ন জেলে ভারতীয় বন্দির সংখ্যা 9521 জন ৷ কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গের এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছে কেন্দ্র ৷

Prisoners
Prisoners
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 8:30 PM IST

নয়াদিল্লি, 7 ডিসেম্বর: সারা বিশ্বের বিভিন্ন জেলে 9521 জন ভারতীয় বন্দি রয়েছেন ৷ এঁদের মধ্যে অনেকে আবার রয়েছেন বিচারাধীন বন্দি হিসেবে ৷ বৃহস্পতিবার রাজ্যসভায় কেন্দ্রীয় সরকারের তরফে এই তথ্য জানানো হয়েছে ৷ সেখানে উল্লেখ করা হয়েছে, সারা বিশ্বের বিভিন্ন জেলে যত ভারতীয় বন্দি হয়ে রয়েছেন, তার মধ্যে 60 শতাংশ (5750 জন) রয়েছেন উপসাগরীয় দেশগুলিতে ৷ এ দিন বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলিধরন রাজ্যসভায় জানিয়েছেন যে সরকার বিদেশে সমস্ত ভারতীয়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় । যাঁরা বিদেশের জেলে রয়েছেন, তাঁদের দিকটিও সরকার গুরুত্ব দিয়ে দেখে ৷

কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গে বিদেশে বন্দি ভারতীয় নাগরিকের সংখ্যা এবং এঁদের কতজন বিচারাধীন বন্দি, সেই সংখ্যা জানতে চেয়েছিলেন সরকারের কাছে ৷ তার প্রেক্ষিতেই এ দিন রাজ্যসভায় কেন্দ্রের তরফে লিখিত উত্তর দেওয়া হয়েছে ৷

বিদেশমন্ত্রক জানিয়েছে যে উপসাগরীয় অঞ্চলে 5750 জন ভারতীয় জেলে বন্দি ৷ এঁদের মধ্যে সৌদি আরবে 2200 ভারতীয় বন্দি রয়েছেন ৷ সংযুক্ত আরব আমিরশাহীতে 2143 জন রয়েছেন ৷ কাতারে 752 জন, বাহারিনে 110 জন, কুয়েতে 410 জন ও ওমানে 135 জন ভারতীয় জেলে বন্দি রয়েছেন । তাছাড়া ব্রিটেনে 278 জন, মার্কিন যুক্তরাষ্ট্রে 170 জন, পাকিস্তানে 308 জন, নেপালে 1227 জন, মালয়েশিয়ায় 309 জন, চিনে 180 জন ও ইতালিতে 165 জন ভারতীয় বন্দি রয়েছেন ৷

বিদেশে জেলে বন্দি ভারতীয়দের মুক্তির জন্য সরকার কী পদক্ষেপ করেছে, আর তার ফলাফল কী, এই বিষয়টিও জানতে চাওয়া হয়েছিল ৷ এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী উত্তর দিয়েছেন, "সরকার বিদেশে ভারতীয়দের নিরাপত্তা, সুরক্ষা এবং ভালো থাকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় । বিদেশি জেলে যাঁরা রয়েছে, তাঁদের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হয় ৷ সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকেই এই বিষয়ে নজর দেওয়া হয় ৷

মন্ত্রী রাজ্যসভায় দেওয়া উত্তরে আরও জানিয়েছেন, যখন একজন ভারতীয় নাগরিককে আটক বা গ্রেফতার করার তথ্য সংশ্লিষ্ট দেশের ভারতীয় দূতাবাসে আসে, তখনই বিদেশমন্ত্রক ওই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ৷ চেষ্টা করে যে ওই নাগরিকদের সঙ্গে যোগাযোগে যাতে কনস্যুলার অ্যাক্সেস পাওয়া যায় । মামলার সত্যতা, ভারতীয় নাগরিকত্বের বিষয়ে নিশ্চিয়তাও খতিয়ে দেখা হয় ৷ তার পর ওই বন্দিদের ভালো থাকার বিষয়টি দেখা হয় ৷ এই জন্য বিভিন্ন ভারতীয় দূতাবাসের কর্মীরা সবসময় সজাগ ৷

আরও পড়ুন:

  1. কাতার মৃত্যুদণ্ড প্রাপ্ত ভারতীয়দের সাজা মকুবে আইনি পদক্ষেপ নয়াদিল্লির
  2. প্রাক্তন নৌসেনা অফিসারদের দেশে ফেরাতে দিল্লির হাতিয়ার ভারত-কাতার চুক্তি
  3. কাতারকে নিয়ে নয়া কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি ভারত

নয়াদিল্লি, 7 ডিসেম্বর: সারা বিশ্বের বিভিন্ন জেলে 9521 জন ভারতীয় বন্দি রয়েছেন ৷ এঁদের মধ্যে অনেকে আবার রয়েছেন বিচারাধীন বন্দি হিসেবে ৷ বৃহস্পতিবার রাজ্যসভায় কেন্দ্রীয় সরকারের তরফে এই তথ্য জানানো হয়েছে ৷ সেখানে উল্লেখ করা হয়েছে, সারা বিশ্বের বিভিন্ন জেলে যত ভারতীয় বন্দি হয়ে রয়েছেন, তার মধ্যে 60 শতাংশ (5750 জন) রয়েছেন উপসাগরীয় দেশগুলিতে ৷ এ দিন বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলিধরন রাজ্যসভায় জানিয়েছেন যে সরকার বিদেশে সমস্ত ভারতীয়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় । যাঁরা বিদেশের জেলে রয়েছেন, তাঁদের দিকটিও সরকার গুরুত্ব দিয়ে দেখে ৷

কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গে বিদেশে বন্দি ভারতীয় নাগরিকের সংখ্যা এবং এঁদের কতজন বিচারাধীন বন্দি, সেই সংখ্যা জানতে চেয়েছিলেন সরকারের কাছে ৷ তার প্রেক্ষিতেই এ দিন রাজ্যসভায় কেন্দ্রের তরফে লিখিত উত্তর দেওয়া হয়েছে ৷

বিদেশমন্ত্রক জানিয়েছে যে উপসাগরীয় অঞ্চলে 5750 জন ভারতীয় জেলে বন্দি ৷ এঁদের মধ্যে সৌদি আরবে 2200 ভারতীয় বন্দি রয়েছেন ৷ সংযুক্ত আরব আমিরশাহীতে 2143 জন রয়েছেন ৷ কাতারে 752 জন, বাহারিনে 110 জন, কুয়েতে 410 জন ও ওমানে 135 জন ভারতীয় জেলে বন্দি রয়েছেন । তাছাড়া ব্রিটেনে 278 জন, মার্কিন যুক্তরাষ্ট্রে 170 জন, পাকিস্তানে 308 জন, নেপালে 1227 জন, মালয়েশিয়ায় 309 জন, চিনে 180 জন ও ইতালিতে 165 জন ভারতীয় বন্দি রয়েছেন ৷

বিদেশে জেলে বন্দি ভারতীয়দের মুক্তির জন্য সরকার কী পদক্ষেপ করেছে, আর তার ফলাফল কী, এই বিষয়টিও জানতে চাওয়া হয়েছিল ৷ এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী উত্তর দিয়েছেন, "সরকার বিদেশে ভারতীয়দের নিরাপত্তা, সুরক্ষা এবং ভালো থাকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় । বিদেশি জেলে যাঁরা রয়েছে, তাঁদের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হয় ৷ সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকেই এই বিষয়ে নজর দেওয়া হয় ৷

মন্ত্রী রাজ্যসভায় দেওয়া উত্তরে আরও জানিয়েছেন, যখন একজন ভারতীয় নাগরিককে আটক বা গ্রেফতার করার তথ্য সংশ্লিষ্ট দেশের ভারতীয় দূতাবাসে আসে, তখনই বিদেশমন্ত্রক ওই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ৷ চেষ্টা করে যে ওই নাগরিকদের সঙ্গে যোগাযোগে যাতে কনস্যুলার অ্যাক্সেস পাওয়া যায় । মামলার সত্যতা, ভারতীয় নাগরিকত্বের বিষয়ে নিশ্চিয়তাও খতিয়ে দেখা হয় ৷ তার পর ওই বন্দিদের ভালো থাকার বিষয়টি দেখা হয় ৷ এই জন্য বিভিন্ন ভারতীয় দূতাবাসের কর্মীরা সবসময় সজাগ ৷

আরও পড়ুন:

  1. কাতার মৃত্যুদণ্ড প্রাপ্ত ভারতীয়দের সাজা মকুবে আইনি পদক্ষেপ নয়াদিল্লির
  2. প্রাক্তন নৌসেনা অফিসারদের দেশে ফেরাতে দিল্লির হাতিয়ার ভারত-কাতার চুক্তি
  3. কাতারকে নিয়ে নয়া কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি ভারত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.