ETV Bharat / bharat

India-Canada Relations: কানাডা এখন জঙ্গিদের নিরাপদ আশ্রয়, অভিযোগ বিদেশমন্ত্রকের - কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

MEA Slams Canada: কানাডাকে কড়াবার্তা দিল ভারত ৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন কানাডা এখন জঙ্গিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে ৷

Arindam Bagchi
Arindam Bagchi
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 7:25 PM IST

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: জঙ্গিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে কানাডা ৷ বৃহস্পতিবার এইভাবেই জাস্টিন ট্রুডোর দেশকে নিশানা করল ভারত ৷ এ দিন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এক সাংবাদিক বৈঠক করেন নয়াদিল্লিতে ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেন ৷

তিনি বলেন, ‘‘কানাডায় নিরাপদ আশ্রয় দেওয়া হচ্ছে, আমরা চাই কানাডিয়ান সরকার তা না করুক এবং যাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক বা বিচারের মুখোমুখি করার জন্য তাদের এখানে পাঠানো হোক... ৷ আমরা প্রত্যর্পণের অনুরোধ বা সে সম্পর্কিত সহায়তা চেয়েছি, কমপক্ষে 20-25 জনেরও বেশি ব্যক্তিকে ফেরানোর জন্য আমরা বছরের পর বছর ধরে অনুরোধ করেছি ৷ কিন্তু প্রতিক্রিয়া মোটেও যথাযথ হয়নি ৷’’

পাশাপাশি বিদেশমন্ত্রকের দায়িত্ব দাবি, কানাডার কূটনীতিকরা ভারতের বিষয়ে নাক গলাচ্ছে ৷ ভারতে কানাডার কূটনীতিকের সংখ্যা অনেক বেশি ৷ এর সংখ্যা কমানো প্রয়োজন বলেও দাবি করেছেন অরিন্দম বাগচি ৷ তিনি বলেন, "ভারতে কানাডার কূটনৈতিক উপস্থিতি কমাবে বলে আশা করছি ৷ কারণ, আমরা মনে করি উভয় পক্ষের শক্তির সমতা, পদমর্যাদার সমতা থাকা উচিত ।"

উল্লেখ্য, গত জুনে হরদীপ সিং নিজ্জার নামে এক ব্যক্তিকে খুন করা হয় কানাডায় ৷ সেই ব্যক্তি খালিস্তানি জঙ্গি বলে অভিযোগ ৷ গত সোমবার ওই ব্যক্তির খুনে ভারতীয় এজেন্টদের হাত আছে বলে অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ ভারত এই অভিযোগ অস্বীকার করে ৷ তার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের উত্তাপ ক্রমশ বাড়তে শুরু করেছে ৷

এই পরিস্থিতিতে কানাডায় ভারতীয় নাগরিকদের সুরক্ষিত রাখতে কিছু পরামর্শ দেয় কেন্দ্রীয় সরকার ৷ বুধবার সন্ধ্যায় এই নিয়ে বিদেশমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে ৷ বৃহস্পতিবার সাময়িকভাবে কানাডার নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হয় ৷ তার পরই সাংবাদিক বৈঠক করে কানাডার উদ্দেশ্যে কড়াবার্তা দিলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ৷

কানাডায় ভারতীয় কনস্যুলেটে নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, "আমরা সর্বদা বিশ্বাস করেছি যে নিরাপত্তা প্রদান করা সেখানকার সরকারের দায়িত্ব ।" তার পরই তিনি কানাডাকে জঙ্গিদের নিরাপদ আশ্রয় বলে অভিযোগ করেন ৷

ভারতে নিরাপত্তার অভাবের অভিযোগ কানাডিয়ান কূটনীতিকদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, অরিন্দম বাগচি বলেন, "আমরা আমাদের বাধ্যবাধকতাগুলিকে খুব গুরুত্ব সহকারে নিই । আমরা অবশ্যই ভারতে বিদেশি কূটনীতিকদের সমস্ত নিরাপত্তা প্রদান করব । কানাডিয়ান কর্তৃপক্ষও কানাডায় আমাদের কূটনীতিকদের প্রতি অনুরূপ সংবেদনশীলতা দেখাবে বলে আমরা আশা করি ।"

আরও পড়ুন: ট্রুডোর অভিযোগে রাজনীতি দেখছে দিল্লি, স্থগিতই থাকছে কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: জঙ্গিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে কানাডা ৷ বৃহস্পতিবার এইভাবেই জাস্টিন ট্রুডোর দেশকে নিশানা করল ভারত ৷ এ দিন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এক সাংবাদিক বৈঠক করেন নয়াদিল্লিতে ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেন ৷

তিনি বলেন, ‘‘কানাডায় নিরাপদ আশ্রয় দেওয়া হচ্ছে, আমরা চাই কানাডিয়ান সরকার তা না করুক এবং যাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক বা বিচারের মুখোমুখি করার জন্য তাদের এখানে পাঠানো হোক... ৷ আমরা প্রত্যর্পণের অনুরোধ বা সে সম্পর্কিত সহায়তা চেয়েছি, কমপক্ষে 20-25 জনেরও বেশি ব্যক্তিকে ফেরানোর জন্য আমরা বছরের পর বছর ধরে অনুরোধ করেছি ৷ কিন্তু প্রতিক্রিয়া মোটেও যথাযথ হয়নি ৷’’

পাশাপাশি বিদেশমন্ত্রকের দায়িত্ব দাবি, কানাডার কূটনীতিকরা ভারতের বিষয়ে নাক গলাচ্ছে ৷ ভারতে কানাডার কূটনীতিকের সংখ্যা অনেক বেশি ৷ এর সংখ্যা কমানো প্রয়োজন বলেও দাবি করেছেন অরিন্দম বাগচি ৷ তিনি বলেন, "ভারতে কানাডার কূটনৈতিক উপস্থিতি কমাবে বলে আশা করছি ৷ কারণ, আমরা মনে করি উভয় পক্ষের শক্তির সমতা, পদমর্যাদার সমতা থাকা উচিত ।"

উল্লেখ্য, গত জুনে হরদীপ সিং নিজ্জার নামে এক ব্যক্তিকে খুন করা হয় কানাডায় ৷ সেই ব্যক্তি খালিস্তানি জঙ্গি বলে অভিযোগ ৷ গত সোমবার ওই ব্যক্তির খুনে ভারতীয় এজেন্টদের হাত আছে বলে অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ ভারত এই অভিযোগ অস্বীকার করে ৷ তার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের উত্তাপ ক্রমশ বাড়তে শুরু করেছে ৷

এই পরিস্থিতিতে কানাডায় ভারতীয় নাগরিকদের সুরক্ষিত রাখতে কিছু পরামর্শ দেয় কেন্দ্রীয় সরকার ৷ বুধবার সন্ধ্যায় এই নিয়ে বিদেশমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে ৷ বৃহস্পতিবার সাময়িকভাবে কানাডার নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হয় ৷ তার পরই সাংবাদিক বৈঠক করে কানাডার উদ্দেশ্যে কড়াবার্তা দিলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ৷

কানাডায় ভারতীয় কনস্যুলেটে নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, "আমরা সর্বদা বিশ্বাস করেছি যে নিরাপত্তা প্রদান করা সেখানকার সরকারের দায়িত্ব ।" তার পরই তিনি কানাডাকে জঙ্গিদের নিরাপদ আশ্রয় বলে অভিযোগ করেন ৷

ভারতে নিরাপত্তার অভাবের অভিযোগ কানাডিয়ান কূটনীতিকদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, অরিন্দম বাগচি বলেন, "আমরা আমাদের বাধ্যবাধকতাগুলিকে খুব গুরুত্ব সহকারে নিই । আমরা অবশ্যই ভারতে বিদেশি কূটনীতিকদের সমস্ত নিরাপত্তা প্রদান করব । কানাডিয়ান কর্তৃপক্ষও কানাডায় আমাদের কূটনীতিকদের প্রতি অনুরূপ সংবেদনশীলতা দেখাবে বলে আমরা আশা করি ।"

আরও পড়ুন: ট্রুডোর অভিযোগে রাজনীতি দেখছে দিল্লি, স্থগিতই থাকছে কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.