নয়াদিল্লি, 7 ডিসেম্বর: দিল্লির পৌরনিগম (এমসিডি) নির্বাচনের (MCD Poll Results) ভোটগণনা চলাকালীনই দলীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)৷ বুধবার উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং অন্যান্য শীর্ষ আপ নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি (Kejriwal holds meeting with AAP leaders)। এছাড়াও সেই বৈঠকে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতা রাঘব চাড্ডা ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান । ফল প্রকাশের পরবর্তী রণকৌশল ঠিক করতেই এই বৈঠক বলে মনে করছে রাজনৈতিক মহল (MCD Elections Counting 2022)৷
দলের সদর দফতরে সংবাদমাধ্যমকে আপ মুখপাত্র সঞ্জীব ঝা জানিয়েছেন যে, আপের সদস্যই দিল্লি পৌরনিগমের মেয়র হতে চলেছেন ৷ তাঁর কথায়, "বিজেপি দিল্লিকে আবর্জনায় ঢেকে দিয়েছে, এটি পরিষ্কার করা হবে এবং এমসিডিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকার গঠন করা হবে । দিল্লির জনতা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে, আপ-কেই এমসিডিতে আনবে, যাতে দিল্লি পরিষ্কার এবং সুন্দর হয় ৷"
আরও পড়ুন: দিল্লি পৌরনিগম কার? আপ জয়ী 92 আসনে, বিজেপির দখলে 72
রাজ্য নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে জানানো হয়েছে যে, প্রতিবেদন লেখা পর্যন্ত 92টি আসনে জয়ী হয়েছে আম আদমি পার্টি ৷ আর বিজেপি জয়ী হয়েছে 72টি আসনে ৷ বোর্ড গঠন করতে হলে প্রয়োজন 126টি আসন ৷ মোট 250টি ওয়ার্ডের মধ্যে এখনও পর্যন্ত মোট 82 শতাংশ ভোট গণনা হয়েছে ।
রাজধানীর হাইভোল্টেজ পৌরভোটের গণনা শুরু হয় আজ সকাল 8টায় ৷ 4 ডিসেম্বর দিল্লি পৌরনিগম নির্বাচনে ভোটদানের হার ছিল 50 শতাংশ ৷ মোট প্রার্থী 1 হাজার 349 ৷ লড়াইয়ে রয়েছে তিন দল - আপ, কংগ্রেস আর বিজেপি ৷ 2007 সাল থেকে এই নিগমের দখল গেরুয়া শিবিরের হাতে রয়েছে ৷ তাই এই পৌরনিগম নির্বাচন দেশের অন্য পৌরভোটের তুলনায় অনেক বেশি তাৎপর্যপূর্ণ ৷ বুথফেরত সমীক্ষা (Exit Poll) বলছে, পৌরভোটে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি জয়ী হবে ৷ আর বেশ খানিকটা দূরত্বে থেকেও দ্বিতীয় স্থানে থাকতে পারে বিজেপি ৷ কংগ্রেস হাতে গোনা কয়েকটি আসন পেতে পারে বলে এক্সিট পোলে দাবি করা হয়েছে ৷