ETV Bharat / bharat

MP Satpura Bhawan Fire: সাতপুরা ভবনে বিধ্বংসী আগুন নেভাতে বায়ুসেনা, 15 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এল পরিস্থিতি - আগুন নিয়ন্ত্রণে

মধ্যপ্রদেশের সরকারি সাতপুরা ভবনে ভয়াবহ আগুন লাগে গতকাল বিকেল 4টে নাগাদ ৷ প্রথম তৃতীয় তলায় আগুন ধরলেও তা দ্রুত ছড়িয়ে পড়ে উপরের তলগুলিতেও ৷ এমনকী আগুন নেভাতে বায়ুসেনার চপার নিয়ে আসতে হয়েছে ৷

ETV Bharat
ভয়াবহ আগুন
author img

By

Published : Jun 13, 2023, 10:37 AM IST

ভোপাল, 13 জুন: বিধ্বংসী আগুন সরকারি ভবনে ৷ সোমবার বিকেল 4টে নাগাদ মধ্যপ্রদেশের ভোপালে সাতপুরা ভবনে আগুন লাগে ৷ এই বাড়িটিতে মধ্যপ্রদেশ সরকারের বিভিন্ন দফতরের কার্যালয় ছিল ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ তড়িঘড়ি সাতপুরা ভবন থেকে সবাইকে নিরাপদে বাইরে বের করে আনা হয় ৷ ভোর 3.30 মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে ৷

সোমবার গভীর রাতে এক সরকারি আধিকারিক বলেন, "এখন আগুন নিয়ন্ত্রণে ৷ বাড়ির ভিতরে এখনও কয়েকটি জায়গায় আগুন জ্বলছে ৷ পুরোপুরি নেভানোর চেষ্টা চলছে ৷" এদিন বিকেল 4টে নাগাদ প্রথমে বাড়িটির তৃতীয় তলে আদিবাসী কল্যাণ দফতরে অফিসে আগুন লাগে ৷ তারপর তা ষষ্ঠ তল পর্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে ৷ এই সাতপুরা ভবনটি রাজ্য সরকারের সেক্রেটারিয়েট বল্লভ ভবনের সামনে অবস্থিত ৷

জেলার কালেক্টর আশিস সিং জানান, প্রায় 22টি দমকলের ইঞ্জিন আসে ৷ 30-40টি ট্যাংকার থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালানো হয় ৷ সরকারি সূত্রে খবর, আগুনের তীব্রতা এতটাই ছিল যে, রাত 1.20 মিনিটে ঘটনাস্থলে পৌঁছয় ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ৷ ভারতীয় বায়ুসেনার এএন-52 বিমান এবং এমআই-15 চপার এনে উপর থেকে জল ঢালা হয় বলে জানা গিয়েছে ৷

ভোপালের পুলিশ কমিশনার হরিনারায়ণচারী মিশ্র বলেন, "আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে ৷ তবে বিভিন্ন জায়গা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে ৷ তাই ফের আগুন ধরার সম্ভাবনা রয়ে যাচ্ছে ৷ আগুন নেভানোর কাজ চলছে ৷" মঙ্গলবার ভোরের দিকে তিনি আরও জানান, ভারতীয় বায়ুসেনার বিমানের আর প্রয়োজন নেই ৷ কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয় ৷ অনুমান, এসিতে শটসার্কিট হয়ে এই আগুন লেগেছে ৷ বিশেষজ্ঞ দল এ নিয়ে তদন্ত করলে তবেই কারণটি নিশ্চিত ভাবে জানানো যাবে ৷

আরও পড়ুন: মধ্যরাতে বিধ্বংসী আগুন মুম্বইয়ের জাভেরি বাজারে, দেখুন ভিডিয়ো

ভোপাল, 13 জুন: বিধ্বংসী আগুন সরকারি ভবনে ৷ সোমবার বিকেল 4টে নাগাদ মধ্যপ্রদেশের ভোপালে সাতপুরা ভবনে আগুন লাগে ৷ এই বাড়িটিতে মধ্যপ্রদেশ সরকারের বিভিন্ন দফতরের কার্যালয় ছিল ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ তড়িঘড়ি সাতপুরা ভবন থেকে সবাইকে নিরাপদে বাইরে বের করে আনা হয় ৷ ভোর 3.30 মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে ৷

সোমবার গভীর রাতে এক সরকারি আধিকারিক বলেন, "এখন আগুন নিয়ন্ত্রণে ৷ বাড়ির ভিতরে এখনও কয়েকটি জায়গায় আগুন জ্বলছে ৷ পুরোপুরি নেভানোর চেষ্টা চলছে ৷" এদিন বিকেল 4টে নাগাদ প্রথমে বাড়িটির তৃতীয় তলে আদিবাসী কল্যাণ দফতরে অফিসে আগুন লাগে ৷ তারপর তা ষষ্ঠ তল পর্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে ৷ এই সাতপুরা ভবনটি রাজ্য সরকারের সেক্রেটারিয়েট বল্লভ ভবনের সামনে অবস্থিত ৷

জেলার কালেক্টর আশিস সিং জানান, প্রায় 22টি দমকলের ইঞ্জিন আসে ৷ 30-40টি ট্যাংকার থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালানো হয় ৷ সরকারি সূত্রে খবর, আগুনের তীব্রতা এতটাই ছিল যে, রাত 1.20 মিনিটে ঘটনাস্থলে পৌঁছয় ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ৷ ভারতীয় বায়ুসেনার এএন-52 বিমান এবং এমআই-15 চপার এনে উপর থেকে জল ঢালা হয় বলে জানা গিয়েছে ৷

ভোপালের পুলিশ কমিশনার হরিনারায়ণচারী মিশ্র বলেন, "আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে ৷ তবে বিভিন্ন জায়গা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে ৷ তাই ফের আগুন ধরার সম্ভাবনা রয়ে যাচ্ছে ৷ আগুন নেভানোর কাজ চলছে ৷" মঙ্গলবার ভোরের দিকে তিনি আরও জানান, ভারতীয় বায়ুসেনার বিমানের আর প্রয়োজন নেই ৷ কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয় ৷ অনুমান, এসিতে শটসার্কিট হয়ে এই আগুন লেগেছে ৷ বিশেষজ্ঞ দল এ নিয়ে তদন্ত করলে তবেই কারণটি নিশ্চিত ভাবে জানানো যাবে ৷

আরও পড়ুন: মধ্যরাতে বিধ্বংসী আগুন মুম্বইয়ের জাভেরি বাজারে, দেখুন ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.