ETV Bharat / bharat

Blast at Rayon Company: মহারাষ্ট্রের রেয়ন কোম্পানিতে বিস্ফোরণ, মৃত 2

মহারাষ্ট্রের উল্লাসনগরে রেয়ন কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত 2 কর্মী ৷ গুরুতর আহত আরও বেশ কয়েকজন ৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

Etv Bharat
সেঞ্চুরি কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 7:01 PM IST

থানে, 23 সেপ্টেম্বর: কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঘটনায় মৃত্যু হয়েছে 2 কর্মীর ৷ আহত হয়েছেন অন্তত 6 কর্মী ৷ ঘটনা মহারাষ্ট্রের উল্লাসনগরের শাহদ এলাকায় ৷ শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে ৷ গুরুতর আহতদের নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বিস্ফোরণের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি ৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী ৷ সকাল সাড়ে 11টা নাগাদ রেয়ন কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ট্যাংকার চালক এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। ঘটনার খবর পেয়ে ফায়ার ব্রিগেড পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লাসনগর শহরে রেয়ন কোম্পানিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ কোম্পানির CS2 বিভাগে হঠাৎ করে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে আশাপাশের তানাজিনগর, শাহাদ গাভথান, গুলশান নগর, শাহাদ ফাটক, ধোবিঘাট, শিবনেরি নগরের বাড়ি-ঘর কেঁপে ওঠে।

বিস্ফোরণস্থলে উপস্থিত ছিলেন কর্মচারী শৈলেশ রাজকরণ যাদব (26), রাজেশ শ্রীবাস্তব (46), অনন্ত দিগারে (50) এবং অনন্ত যাদব। এছাড়াও সাগর জাল্টে, পন্ডিত মোরে, প্রকাশ নিকম, হংসরাজ সরোজ, অমিত ভার্নুকে, মহম্মদ আরমান নামে ছয়জন শ্রমিক । ঘটনাস্থলে থাকা ট্যাঙ্কার চালক পবন যাদব এখনও নিখোঁজ। ঘটনাস্থল থেকে ছিন্নভিন্ন দেহের টুকরো সংগ্রহ করা হয়েছে। ঘটনার খবর পেয়ে এনসিপি বিধায়ক রোহিত পাওয়ার, বিধায়ক কুমার আইলানি, পাপ্পু কালানি, ঠাকরে গোষ্ঠীর ধনঞ্জয় বোদারে, শিন্দে গোষ্ঠীর রাজেন্দ্র চৌধুরী, অরুণ আশান, ভিকি ভুল্লর এবং অন্যান্য নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন: হামসফর সুপার ফাস্ট ট্রেনে আগুন, সুরক্ষিত যাত্রীরা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোম্পানিতে নাইট্রোজেন গ্যাসের একটি ট্যাঙ্কার আনা হয়েছিল। এতে CS2 (কার্বন ডাই অক্সাইড সালফার) ভরার কাজ চলছিল ৷ তারপর সেটি পরীক্ষা করার সময়ই বিস্ফোরণ ঘটে। শিল্প নিরাপত্তা বিভাগের ডেপুটি ডিরেক্টর পুরো ঘটনার তদন্ত করছেন ৷ রেয়ন কোম্পানির জনসংযোগ কর্মকর্তা মেহুল লালকা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, 23শে সেপ্টেম্বর শনিবার সকাল 11.30 টার দিকে একটি ট্যাঙ্কার এমএইচ04GC 2482 কোম্পানিতে আনা হয় ৷ এতে CS2 (কার্বন ডি সালফার) রাসায়নিক ভরা যাচ্ছিল। কিন্তু ট্যাঙ্কারটি পরীক্ষা করার সময় বিস্ফোরণ ঘটে ৷ ঘটনাস্থলেই 2 জন শ্রমিক মারা গিয়েছেন এবং আহতের সংখ্যা 4 জন। আহতদের সেঞ্চুরি রেয়ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের অবস্থা স্থিতিশীল ৷

থানে, 23 সেপ্টেম্বর: কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঘটনায় মৃত্যু হয়েছে 2 কর্মীর ৷ আহত হয়েছেন অন্তত 6 কর্মী ৷ ঘটনা মহারাষ্ট্রের উল্লাসনগরের শাহদ এলাকায় ৷ শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে ৷ গুরুতর আহতদের নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বিস্ফোরণের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি ৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী ৷ সকাল সাড়ে 11টা নাগাদ রেয়ন কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ট্যাংকার চালক এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। ঘটনার খবর পেয়ে ফায়ার ব্রিগেড পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লাসনগর শহরে রেয়ন কোম্পানিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ কোম্পানির CS2 বিভাগে হঠাৎ করে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে আশাপাশের তানাজিনগর, শাহাদ গাভথান, গুলশান নগর, শাহাদ ফাটক, ধোবিঘাট, শিবনেরি নগরের বাড়ি-ঘর কেঁপে ওঠে।

বিস্ফোরণস্থলে উপস্থিত ছিলেন কর্মচারী শৈলেশ রাজকরণ যাদব (26), রাজেশ শ্রীবাস্তব (46), অনন্ত দিগারে (50) এবং অনন্ত যাদব। এছাড়াও সাগর জাল্টে, পন্ডিত মোরে, প্রকাশ নিকম, হংসরাজ সরোজ, অমিত ভার্নুকে, মহম্মদ আরমান নামে ছয়জন শ্রমিক । ঘটনাস্থলে থাকা ট্যাঙ্কার চালক পবন যাদব এখনও নিখোঁজ। ঘটনাস্থল থেকে ছিন্নভিন্ন দেহের টুকরো সংগ্রহ করা হয়েছে। ঘটনার খবর পেয়ে এনসিপি বিধায়ক রোহিত পাওয়ার, বিধায়ক কুমার আইলানি, পাপ্পু কালানি, ঠাকরে গোষ্ঠীর ধনঞ্জয় বোদারে, শিন্দে গোষ্ঠীর রাজেন্দ্র চৌধুরী, অরুণ আশান, ভিকি ভুল্লর এবং অন্যান্য নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন: হামসফর সুপার ফাস্ট ট্রেনে আগুন, সুরক্ষিত যাত্রীরা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোম্পানিতে নাইট্রোজেন গ্যাসের একটি ট্যাঙ্কার আনা হয়েছিল। এতে CS2 (কার্বন ডাই অক্সাইড সালফার) ভরার কাজ চলছিল ৷ তারপর সেটি পরীক্ষা করার সময়ই বিস্ফোরণ ঘটে। শিল্প নিরাপত্তা বিভাগের ডেপুটি ডিরেক্টর পুরো ঘটনার তদন্ত করছেন ৷ রেয়ন কোম্পানির জনসংযোগ কর্মকর্তা মেহুল লালকা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, 23শে সেপ্টেম্বর শনিবার সকাল 11.30 টার দিকে একটি ট্যাঙ্কার এমএইচ04GC 2482 কোম্পানিতে আনা হয় ৷ এতে CS2 (কার্বন ডি সালফার) রাসায়নিক ভরা যাচ্ছিল। কিন্তু ট্যাঙ্কারটি পরীক্ষা করার সময় বিস্ফোরণ ঘটে ৷ ঘটনাস্থলেই 2 জন শ্রমিক মারা গিয়েছেন এবং আহতের সংখ্যা 4 জন। আহতদের সেঞ্চুরি রেয়ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের অবস্থা স্থিতিশীল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.