ETV Bharat / bharat

Bodies Recovered in Surat: একই পরিবারের 7 সদস্যের দেহ উদ্ধার, গণ-আত্মহত্যা বলে সন্দেহ - আত্মহত্যা

Mass Suicide in Surat: সুরাতে একই পরিবারের 7 সদস্যদের গণ-আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ৷ পুলিশ সূত্রে খবর, বাড়ির মালিক মনীশভাই সোলাঙ্কি তাঁর পুরো পরিবারকে বিষ খাইয়ে মেরে ফেলেন ৷ এরপর নিজেও আত্মঘাতী হয়েছেন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2023, 8:07 PM IST

সুরাত, 28 অক্টোবর: একই পরিবারের 7 সদস্যদের দেহ উদ্ধার করল পুলিশ ৷ এই রহস্যমৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে করছেন তদন্তকারীরা ৷ জানা গিয়েছে, পরিবারের সকলকে বিষ খাইয়ে মারার পর, মনীশভাই সোলাঙ্কি নামে ব্যক্তি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সুরাতে ৷ শনিবার সুরাতের আদাজানের পালানপুর পটিয়া এলাকার সিদ্ধেশ্বর অ্যাপার্টমেন্টে ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, এই ঘটনায় একটি সুইসাই নোট পাওয়া গিয়েছে ৷ পেশায় আসবাবপত্রের ব্যবসায়ী মনীশভাই একজনকে মোটা অংকের টাকা ধার দিয়েছিলেন ৷ কিন্তু, সেই টাকা ফেরত না-পাওয়ায় তাঁরা সপরিবার আত্মঘাতী হয়েছেন ৷

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে খাবারের সঙ্গে পরিবারের সকলকে বিষ দেন মনীশ ৷ এর পর নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ৷ রাতের দিকে পাশের ফ্ল্যাটের লোকজন বিষ অর্থাৎ, কীটনাশক জাতীয় পদার্থের গন্ধ পান ৷ কোথা থেকে আসছে তা জানতে, বাইরে বেরতেই প্রতিবেশীরা বুঝতে পারেন মনীশ সোলাঙ্কির ফ্ল্যাট থেকে সেই বিকট গন্ধ বেরচ্ছে ৷ তাঁরা দ্রুত পুলিশে খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকে ৷ দেখা যায়, বাড়ির ভিতরে দুই বৃদ্ধ-বৃদ্ধা, তিনটি শিশু, এক মহিলা অচৈতন্য অবস্থায় পড়ে আছেন ৷ আর ঘরের ভিতরে সিলিং থেকে ফ্ল্যাটের মালিক মনীশের দেহ ঝুলছে ৷

আরও পড়ুন: সিউরিতে 'স্টোনম্যান' কায়দায় পাথর দিয়ে থেঁতলে খুন

এই ঘটনা নিয়ে সুরাত পুলিশের ডিসিপি রাকেশ বারোত বলেন, ‘‘এই গণআত্মহত্যায় 7 জনের মৃত্যু হয়েছে ৷ যেখানে একজন আত্মহত্যা করেছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাকি 6 জনের মৃত্যু হয়েছে বিষের কারণে ৷ পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও পেয়েছে ৷’’ কী রয়েছে সেই সুইসাইড নোটে ? পুলিশ সূত্রে খবর, মনীশভাই সোলাঙ্কি পেশায় আসবাবপত্রের ব্যবসায়ী ৷ তিনি অনেককে টাকা ধার দিয়েছিলেন ৷ এমনকি অনেকের থেকে তিনি ঋণও নিয়েছিলেন ৷ কিন্তু, বাকিদের থেকে টাকা ফেরত না-পাওয়ায়, নিজের দেনা মেটাতে পারছিলেন না ৷ সেই কারণে এই পদক্ষেপ নিয়েছেন তিনি ৷ ওই সুইসাইড নোটে কারও নাম উল্লেখ করেননি তিনি ৷

আরও পড়ুন: পরকীয়ায় টানাপোড়েন ! হোটেল থেকে যুগলের দেহ উদ্ধার

পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন মনীশের মা শোভনবেন ও বাবা কানুভাই সোলাঙ্কি, স্ত্রী রীতা সোলাঙ্কি এবং তিন সন্তান দীক্ষা, কাব্য ও কুশল ৷ পুলিশ সাত জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ এই ঘটনাটি সত্যিই আত্মহত্যার নাকি, অন্যকোনও রহস্য এর পিছনে রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷

সুরাত, 28 অক্টোবর: একই পরিবারের 7 সদস্যদের দেহ উদ্ধার করল পুলিশ ৷ এই রহস্যমৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে করছেন তদন্তকারীরা ৷ জানা গিয়েছে, পরিবারের সকলকে বিষ খাইয়ে মারার পর, মনীশভাই সোলাঙ্কি নামে ব্যক্তি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সুরাতে ৷ শনিবার সুরাতের আদাজানের পালানপুর পটিয়া এলাকার সিদ্ধেশ্বর অ্যাপার্টমেন্টে ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, এই ঘটনায় একটি সুইসাই নোট পাওয়া গিয়েছে ৷ পেশায় আসবাবপত্রের ব্যবসায়ী মনীশভাই একজনকে মোটা অংকের টাকা ধার দিয়েছিলেন ৷ কিন্তু, সেই টাকা ফেরত না-পাওয়ায় তাঁরা সপরিবার আত্মঘাতী হয়েছেন ৷

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে খাবারের সঙ্গে পরিবারের সকলকে বিষ দেন মনীশ ৷ এর পর নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ৷ রাতের দিকে পাশের ফ্ল্যাটের লোকজন বিষ অর্থাৎ, কীটনাশক জাতীয় পদার্থের গন্ধ পান ৷ কোথা থেকে আসছে তা জানতে, বাইরে বেরতেই প্রতিবেশীরা বুঝতে পারেন মনীশ সোলাঙ্কির ফ্ল্যাট থেকে সেই বিকট গন্ধ বেরচ্ছে ৷ তাঁরা দ্রুত পুলিশে খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকে ৷ দেখা যায়, বাড়ির ভিতরে দুই বৃদ্ধ-বৃদ্ধা, তিনটি শিশু, এক মহিলা অচৈতন্য অবস্থায় পড়ে আছেন ৷ আর ঘরের ভিতরে সিলিং থেকে ফ্ল্যাটের মালিক মনীশের দেহ ঝুলছে ৷

আরও পড়ুন: সিউরিতে 'স্টোনম্যান' কায়দায় পাথর দিয়ে থেঁতলে খুন

এই ঘটনা নিয়ে সুরাত পুলিশের ডিসিপি রাকেশ বারোত বলেন, ‘‘এই গণআত্মহত্যায় 7 জনের মৃত্যু হয়েছে ৷ যেখানে একজন আত্মহত্যা করেছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাকি 6 জনের মৃত্যু হয়েছে বিষের কারণে ৷ পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও পেয়েছে ৷’’ কী রয়েছে সেই সুইসাইড নোটে ? পুলিশ সূত্রে খবর, মনীশভাই সোলাঙ্কি পেশায় আসবাবপত্রের ব্যবসায়ী ৷ তিনি অনেককে টাকা ধার দিয়েছিলেন ৷ এমনকি অনেকের থেকে তিনি ঋণও নিয়েছিলেন ৷ কিন্তু, বাকিদের থেকে টাকা ফেরত না-পাওয়ায়, নিজের দেনা মেটাতে পারছিলেন না ৷ সেই কারণে এই পদক্ষেপ নিয়েছেন তিনি ৷ ওই সুইসাইড নোটে কারও নাম উল্লেখ করেননি তিনি ৷

আরও পড়ুন: পরকীয়ায় টানাপোড়েন ! হোটেল থেকে যুগলের দেহ উদ্ধার

পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন মনীশের মা শোভনবেন ও বাবা কানুভাই সোলাঙ্কি, স্ত্রী রীতা সোলাঙ্কি এবং তিন সন্তান দীক্ষা, কাব্য ও কুশল ৷ পুলিশ সাত জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ এই ঘটনাটি সত্যিই আত্মহত্যার নাকি, অন্যকোনও রহস্য এর পিছনে রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.