ETV Bharat / bharat

Parliament Special session: বিশেষ অধিবেশনে চমক উর্দিতে, মার্শালদের মাথায় মণিপুরের 'কোকইয়েট' - shirt with a lotus flower design

সংসদের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে 18 সেপ্টেম্বর থেকে ৷ সূত্রের খবর, গণেশ চতুর্থীর দিন নতুন সংসদ ভবনে সংসদীয় অধিবেশন হবে ৷ এদিনই নতুন পোশাক পরবেন কর্মীরা ৷ তাঁদের শার্টে থাকবে পদ্মফুল ৷

ETV Bharat
সংসদের বিশেষ অধিবেশনে মার্শালদের মাথায় মণিপুরের পাগড়ি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 10:45 AM IST

Updated : Sep 14, 2023, 11:20 AM IST

নয়াদিল্লি, 14 সেপ্টেম্বর: সংসদের বিশেষ অধিবেশন নিয়ে রাজনৈতিক তরজা চলছে ৷ এদিকে দুই কক্ষের এই অধিবেশনের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে সংসদে মার্শালদের পোশাক ৷ আর তার সঙ্গে জড়িয়ে গেল মণিপুর ৷ 18-22 সেপ্টেম্বর সংসদের অধিবেশনে লোকসভা এবং রাজসভার মার্শালরা মাথায় 'কোকইয়েট' পরবেন বলে জানা গিয়েছে ৷

মণিপুরের মেইতেই সম্প্রদায়ের মানুষরা এই ধরনের পাগড়ি মাথায় পরেন ৷ এটি উত্তর-পূর্বের রাজ্যটির নিজস্ব সংস্কৃতির ধারক ও বাহক ৷ পরিবর্তন আসছে সংসদের সচিবালয়ের কর্মীদের উর্দিতেও ৷ এই মর্মে কেন্দ্রীয় সরকার একটি নোটিশ জারি করেছে ৷ সেখানে জানানো হয়েছে, "18 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংসদের বিশেষ অধিবেশনে কর্মীরা নতুন উর্দি পরবেন ৷"

দুই কক্ষের সচিবালয়ের কর্মীরা এবার থেকে গলাবন্ধ কোর্টের পরিবর্তে শার্ট পরবেন ৷ আর তাঁদের শার্টে থাকবে একটি ছোট্ট পদ্ম ৷ গলাবন্ধ কোর্ট ভারতের ঔপনিবেশিক অতীতের ছায়া বহন করছে ৷ তাই এই বদল বলে জানা গিয়েছে ৷ এর সঙ্গে থাকবে খাকি রঙের প্যান্ট এবং নেহরু জ্যাকেট ৷ মণিপুরের পাগড়ি এবং কর্ণাটকের পাগড়িও তাঁদের উর্দির অংশ হতে চলেছে ৷

সংসদের নিরাপত্তা কর্মীদেরও চিরপরিচিত সাফারি স্যুটে দেখা যাবে না ৷ তাঁরা সামরিক বাহিনীর কর্মীদের মতো জলপাই ছাপের জামাকাপড় পরবেন ৷ নোটিশে জানানো হয়েছে, কর্তব্যরত মহিলা আধিকারিকরা উজ্জ্বল রঙের শাড়ি পরবেন ৷ শীতকালে তাঁরা জ্যাকেট ব্যবহার করতে পারেন ৷

18 সেপ্টেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে ৷ চলবে 22 সেপ্টেম্বর পর্যন্ত ৷ রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছে, 19 সেপ্টেম্বর, গণেশ চতুর্থীর দিন থেকে এই অধিবেশন নতুন সংসদ ভবনে হবে ৷ গত 28 মে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সঙ্গে ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷

আরও পড়ুন: সংসদের বিশেষ অধিবেশন, নির্বাচন কমিশনার নিয়োগ বিল নিয়ে আলোচনার সম্ভাবনা

সূত্রের খবর, 19 সেপ্টেম্বর থেকে চেম্বারের কর্মীরা, আধিকারিক, নিরাপত্তারক্ষী, গাড়িচালক এবং মার্শালদের নতুন পোশাকে দেখা যাবে ৷ খাকি রঙের ট্রাউজার, ক্রিম রঙের জ্যাকেট, পদ্ম ফুল আঁকা এই রঙেরই শার্ট পরবেন পুরুষ কর্মীরা ৷ মহিলা কর্মীদের উজ্জ্বল রঙের শাড়িতে দেখা যাবে ৷ আর মার্শালদের মাথায় থাকবে নয়া পাগড়ি ৷

নয়াদিল্লি, 14 সেপ্টেম্বর: সংসদের বিশেষ অধিবেশন নিয়ে রাজনৈতিক তরজা চলছে ৷ এদিকে দুই কক্ষের এই অধিবেশনের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে সংসদে মার্শালদের পোশাক ৷ আর তার সঙ্গে জড়িয়ে গেল মণিপুর ৷ 18-22 সেপ্টেম্বর সংসদের অধিবেশনে লোকসভা এবং রাজসভার মার্শালরা মাথায় 'কোকইয়েট' পরবেন বলে জানা গিয়েছে ৷

মণিপুরের মেইতেই সম্প্রদায়ের মানুষরা এই ধরনের পাগড়ি মাথায় পরেন ৷ এটি উত্তর-পূর্বের রাজ্যটির নিজস্ব সংস্কৃতির ধারক ও বাহক ৷ পরিবর্তন আসছে সংসদের সচিবালয়ের কর্মীদের উর্দিতেও ৷ এই মর্মে কেন্দ্রীয় সরকার একটি নোটিশ জারি করেছে ৷ সেখানে জানানো হয়েছে, "18 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংসদের বিশেষ অধিবেশনে কর্মীরা নতুন উর্দি পরবেন ৷"

দুই কক্ষের সচিবালয়ের কর্মীরা এবার থেকে গলাবন্ধ কোর্টের পরিবর্তে শার্ট পরবেন ৷ আর তাঁদের শার্টে থাকবে একটি ছোট্ট পদ্ম ৷ গলাবন্ধ কোর্ট ভারতের ঔপনিবেশিক অতীতের ছায়া বহন করছে ৷ তাই এই বদল বলে জানা গিয়েছে ৷ এর সঙ্গে থাকবে খাকি রঙের প্যান্ট এবং নেহরু জ্যাকেট ৷ মণিপুরের পাগড়ি এবং কর্ণাটকের পাগড়িও তাঁদের উর্দির অংশ হতে চলেছে ৷

সংসদের নিরাপত্তা কর্মীদেরও চিরপরিচিত সাফারি স্যুটে দেখা যাবে না ৷ তাঁরা সামরিক বাহিনীর কর্মীদের মতো জলপাই ছাপের জামাকাপড় পরবেন ৷ নোটিশে জানানো হয়েছে, কর্তব্যরত মহিলা আধিকারিকরা উজ্জ্বল রঙের শাড়ি পরবেন ৷ শীতকালে তাঁরা জ্যাকেট ব্যবহার করতে পারেন ৷

18 সেপ্টেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে ৷ চলবে 22 সেপ্টেম্বর পর্যন্ত ৷ রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছে, 19 সেপ্টেম্বর, গণেশ চতুর্থীর দিন থেকে এই অধিবেশন নতুন সংসদ ভবনে হবে ৷ গত 28 মে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সঙ্গে ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷

আরও পড়ুন: সংসদের বিশেষ অধিবেশন, নির্বাচন কমিশনার নিয়োগ বিল নিয়ে আলোচনার সম্ভাবনা

সূত্রের খবর, 19 সেপ্টেম্বর থেকে চেম্বারের কর্মীরা, আধিকারিক, নিরাপত্তারক্ষী, গাড়িচালক এবং মার্শালদের নতুন পোশাকে দেখা যাবে ৷ খাকি রঙের ট্রাউজার, ক্রিম রঙের জ্যাকেট, পদ্ম ফুল আঁকা এই রঙেরই শার্ট পরবেন পুরুষ কর্মীরা ৷ মহিলা কর্মীদের উজ্জ্বল রঙের শাড়িতে দেখা যাবে ৷ আর মার্শালদের মাথায় থাকবে নয়া পাগড়ি ৷

Last Updated : Sep 14, 2023, 11:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.