গোয়ালিয়র, 24 জুলাই: তবে কি সীমা হায়দারের প্রভাব? প্রেমের টানে সমস্ত বাধা তুচ্ছ করে রাজস্থানের গৃহবধূ অঞ্জুর পাকিস্তানে পাড়ি দেওয়ার ঘটনা এখন খবরের শিরোনামে ৷ কয়েকদিন আগে প্রেমিকের সঙ্গে বিয়ের উদ্দেশে বৈধ পথেই অঞ্জু পাকিস্তানে গিয়েছেন। তবে, তাঁর পাঁচ বছরের প্রেমিক নাসরুল্লাহ জানিয়েছেন, অঞ্জুর সঙ্গে বিয়ে করার কোনও পরিকল্পনা তাঁর নেই ৷ পাশাপাশি অঞ্জুর বাবা জানান, ও পাগল মানসিকভাবে অবসাদগ্রস্থ! মেয়ে যা করেছে তা অন্যায় ৷ তাঁর সঙ্গে মেয়ের বহু বছর ধরে কোনও সম্পর্ক নেই ৷
অঞ্জুর বাবা ও মা থাকেন মধ্যপ্রদেশের গোয়ালিয়রের টেকানপুরের কাছে ৷ মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর তেমন কোনও সম্পর্ক তিনি রাখতেন না বলে জানিয়েছেন তিনি ৷ তিন বছর থেকেই উত্তরপ্রদেশের জালাউনে মামার বাড়িতে বড় হয়েছে অঞ্জু ৷ 20 বছর আগে রাজস্থানের ভিওয়াদির বাসিন্দা অরবিন্দ মীনার সঙ্গে অঞ্জুর বিয়ে হয়েছিল এবং ও সেখানেই থাকত। তাঁর এক ছেলে ও মেয়ে রয়েছে। তার সঙ্গে কোনও কথা তাঁরা বলেন না ৷ সে যা করেছে তা অন্যায়।
আরও পড়ুন: হঠাৎই অসুস্থ সীমা হায়দার, নয়ডায় প্রেমিকের বাড়িতেই চলছে চিকিৎসা
অঞ্জুর বাবা আরও জানান, গত 21 জুলাই জামাইয়ের কাছ থেকে তাঁর কাছে ফোন এসেছিল। সে জানায়, অঞ্জু পাকিস্তানের লাহোরে চলে গিয়েছে ৷ জামাই খুব সরল ৷ তাকে মিথ্য়া বলে বন্ধুর সঙ্গে দেখা করতে বলে লাহোরে পালিয়ে গিয়েছে ৷ এবিষয়ে তিনি আর কিছু বলতে রাজি হননি ৷ তবে গয়াপ্রসাদকে ধর্ম পরিবর্তন করার বিষয়ে প্রশ্ন করলে তিনি রেগে গিয়ে বলেন, "এটা আমাদের ব্যক্তিগত বিষয়।"
এদিকে, এক মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে রাজস্থানের ওই গৃহবধূ পাকিস্তানে গিয়েছেন বলে খবর। তবে, লাহোরে নামার পরেই তাঁকে গ্রেফতার করে পাক পুলিশ। বেআইনি অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছিল। কিন্তু বৈধ কাগজপত্র থাকায় ভারতীয় গৃহবধূকে পাক পুলিশ পরে রেহাই দিয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: পাকিস্তানে গিয়েও চিন্তায় অঞ্জু, বিয়ে করার পরিকল্পনা নেই দাবি ফেসবুক বন্ধুর