ETV Bharat / bharat

চাইবাসায় বিস্ফোরণে রেললাইন ওড়াল মাওবাদীরা, বন্ধ হাওড়া-মুম্বই রুটের ট্রেন পরিষেবা - Maoist Attack

Maoists blow up Railway Track in Jharkhand: গত 16 ডিসেম্বর থেকে 'প্রতিরোধ দিবস' পালন করছে মাওবাদীরা ৷ আর আজ তার শেষ দিনে ডাকা ভারত বনধের অংশ হিসেবে ঝাড়খণ্ডের চৌবাসায় রেললাইনে বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা ৷ ঘটনায় হাওড়া-মুম্বই রুটে রেল পরিষেবা বন্ধ রয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 1:03 PM IST

চাইবাসা (ঝাড়খণ্ড), 22 ডিসেম্বর: ঝাড়খণ্ডের চাইবাসায় বিস্ফোরণ ঘটিয়ে রেললাইন উড়িয়ে দিল মাওবাদীরা ৷ বৃহস্পতিবার মধ্যরাত, প্রায় সাড়ে 12টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে চাইবাসার গোইলকেরা ও পোসাইতা রেল স্টেশনের মাঝে 356/29 এ-31 নম্বর পোস্টের কাছে ৷ মাওবাদীদের ডাকা ভারত বনধের প্রভাব হিসেবেই এই বিস্ফোরণ বলে জানাচ্ছে রেল ও স্থানীয় প্রশাসন ৷ এই বিস্ফোরণের জেরে হাওড়া ও মুম্বইয়ের মধ্যে যোগাযোগের প্রধান রেললাইনে পরিষেবা বন্ধ হয়ে যায় ৷ বিস্ফোরণের জেরে একাধিক ট্রেন আটকে পড়ে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, আজ সকাল 6টা পর্যন্ত ওই লাইনে ট্রেন পরিষেবা স্বাভাবিক করা যায়নি ৷

মাওবাদীদের 'প্রতিরোধ সপ্তাহ' পালন

পুলিশ ও সরকারের বিরুদ্ধে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি হিসেবে সিপিআই মাওবাদী সংগঠন গত 16 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর অর্থাৎ, আজ পর্যন্ত 'প্রতিরোধ সপ্তাহ' পালন করছে ৷ তার অংশ হিসেবে আজ ভারত বনধের ডাক দিয়েছে মাওবাদীরা ৷ আর তাই প্রভাব এবার রেল পরিষেবায় ৷ বৃহস্পতিবার মধ্যরাতে ঝাড়খণ্ডের চৌবাসার গোইলকেরা ও পোসাইতা রেল স্টেশনের মাঝে রেললাইনে বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা ৷ এই বিস্ফোরণের জেরে হাওড়া-মুম্বই রুটে ট্রেন চলাচল সকাল পর্যন্ত স্বাভাবিক করা যায়নি ৷ বিস্ফোরণের পর থেকে ঝাড়খণ্ডের চক্রধরপুর রেলওয়ে বিভাগে বিশৃঙ্খলা দেখা দেয় ৷ তড়িঘড়ি সব ট্রেনকে নিকটবর্তী স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় ৷

শেষ পাওয়া খবর অনুযায়ী, রাতেই শালিমার-কুরলা আপ এক্সপ্রেস ট্রেন মহাদেবশাল স্টেশনে থামানো হয় ৷ পরে ট্রেনটিকে গোইলকেরা স্টেশনে এনে দাঁড় করানো হয় ৷ বিস্ফোরণের পর ওই এলাকা ও রেললাইন চত্বর মাওবাদী পোস্টার দিয়ে ঢেকে দেওয়া হয় ৷ শুধু তাই নয়, দেরানওয়া স্টেশনের কাছে আপ লাইনে ব্যানার লাগিয়েছিল নকশালরা ৷ টাটা-ইটওয়ারি প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনের সামনেও মাওবাদী ব্যানার আটকে দেওয়া হয় ৷ কিন্তু, বিষয়টি কারও নজরে আসেনি ৷

ঝাড়খণ্ড জুড়ে এই মাওবাদী উপদ্রবের জেরে আইনশৃঙ্খলা বিঘ্নিত হয়েছে ৷ পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে ৷ 16 ডিসেম্বর থেকে মাওবাদীদের এই সরকার ও পুলিশের বিরুদ্ধে ঘোষিত 'প্রতিরোধ সপ্তাহে'র সমর্থনে বিভিন্ন এলাকায় পোস্টার ও ব্যানারে ছেয়ে গিয়েছিল ৷ এমনকি আজকের বনধকে সফল করতে মাওবাদীরা যে তৎপর, তা আগেই ঘোষণা করা হয় ৷ আর গতকাল রাতের বিস্ফোরণ তারই অংশ বলে মনে করছে স্থানীয় প্রশাসন ও রেল ৷

আরও পড়ুন:

  1. মাওবাদী নাশকতা ছত্তিশগড়ে, যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ; অবরুদ্ধ জাতীয় সড়ক
  2. সুকমায় মাওবাদী-সেনা গুলিযুদ্ধে মৃত্যু সিআরপিএফ সাব-ইন্সপেক্টরের, জখম কনস্টেবল
  3. ভোটের কয়েক ঘণ্টা আগে আইইডি বিস্ফোরণ, মাওবাদী নাশকতায় চিন্তায় কমিশন

চাইবাসা (ঝাড়খণ্ড), 22 ডিসেম্বর: ঝাড়খণ্ডের চাইবাসায় বিস্ফোরণ ঘটিয়ে রেললাইন উড়িয়ে দিল মাওবাদীরা ৷ বৃহস্পতিবার মধ্যরাত, প্রায় সাড়ে 12টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে চাইবাসার গোইলকেরা ও পোসাইতা রেল স্টেশনের মাঝে 356/29 এ-31 নম্বর পোস্টের কাছে ৷ মাওবাদীদের ডাকা ভারত বনধের প্রভাব হিসেবেই এই বিস্ফোরণ বলে জানাচ্ছে রেল ও স্থানীয় প্রশাসন ৷ এই বিস্ফোরণের জেরে হাওড়া ও মুম্বইয়ের মধ্যে যোগাযোগের প্রধান রেললাইনে পরিষেবা বন্ধ হয়ে যায় ৷ বিস্ফোরণের জেরে একাধিক ট্রেন আটকে পড়ে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, আজ সকাল 6টা পর্যন্ত ওই লাইনে ট্রেন পরিষেবা স্বাভাবিক করা যায়নি ৷

মাওবাদীদের 'প্রতিরোধ সপ্তাহ' পালন

পুলিশ ও সরকারের বিরুদ্ধে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি হিসেবে সিপিআই মাওবাদী সংগঠন গত 16 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর অর্থাৎ, আজ পর্যন্ত 'প্রতিরোধ সপ্তাহ' পালন করছে ৷ তার অংশ হিসেবে আজ ভারত বনধের ডাক দিয়েছে মাওবাদীরা ৷ আর তাই প্রভাব এবার রেল পরিষেবায় ৷ বৃহস্পতিবার মধ্যরাতে ঝাড়খণ্ডের চৌবাসার গোইলকেরা ও পোসাইতা রেল স্টেশনের মাঝে রেললাইনে বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা ৷ এই বিস্ফোরণের জেরে হাওড়া-মুম্বই রুটে ট্রেন চলাচল সকাল পর্যন্ত স্বাভাবিক করা যায়নি ৷ বিস্ফোরণের পর থেকে ঝাড়খণ্ডের চক্রধরপুর রেলওয়ে বিভাগে বিশৃঙ্খলা দেখা দেয় ৷ তড়িঘড়ি সব ট্রেনকে নিকটবর্তী স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় ৷

শেষ পাওয়া খবর অনুযায়ী, রাতেই শালিমার-কুরলা আপ এক্সপ্রেস ট্রেন মহাদেবশাল স্টেশনে থামানো হয় ৷ পরে ট্রেনটিকে গোইলকেরা স্টেশনে এনে দাঁড় করানো হয় ৷ বিস্ফোরণের পর ওই এলাকা ও রেললাইন চত্বর মাওবাদী পোস্টার দিয়ে ঢেকে দেওয়া হয় ৷ শুধু তাই নয়, দেরানওয়া স্টেশনের কাছে আপ লাইনে ব্যানার লাগিয়েছিল নকশালরা ৷ টাটা-ইটওয়ারি প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনের সামনেও মাওবাদী ব্যানার আটকে দেওয়া হয় ৷ কিন্তু, বিষয়টি কারও নজরে আসেনি ৷

ঝাড়খণ্ড জুড়ে এই মাওবাদী উপদ্রবের জেরে আইনশৃঙ্খলা বিঘ্নিত হয়েছে ৷ পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে ৷ 16 ডিসেম্বর থেকে মাওবাদীদের এই সরকার ও পুলিশের বিরুদ্ধে ঘোষিত 'প্রতিরোধ সপ্তাহে'র সমর্থনে বিভিন্ন এলাকায় পোস্টার ও ব্যানারে ছেয়ে গিয়েছিল ৷ এমনকি আজকের বনধকে সফল করতে মাওবাদীরা যে তৎপর, তা আগেই ঘোষণা করা হয় ৷ আর গতকাল রাতের বিস্ফোরণ তারই অংশ বলে মনে করছে স্থানীয় প্রশাসন ও রেল ৷

আরও পড়ুন:

  1. মাওবাদী নাশকতা ছত্তিশগড়ে, যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ; অবরুদ্ধ জাতীয় সড়ক
  2. সুকমায় মাওবাদী-সেনা গুলিযুদ্ধে মৃত্যু সিআরপিএফ সাব-ইন্সপেক্টরের, জখম কনস্টেবল
  3. ভোটের কয়েক ঘণ্টা আগে আইইডি বিস্ফোরণ, মাওবাদী নাশকতায় চিন্তায় কমিশন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.