ETV Bharat / bharat

Many Rules Change: নতুন বছরে কার্যকর হবে কিছু নতুন নিয়ম, জেনে নিন বিস্তারিত - LPG cylinder price on January 1 2023

রবিবার থেকে শুরু হচ্ছে নতুন বছর । 2023-এর ইনিংস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেক নতুন নিয়মও কার্যকর করা হবে (Many Rules Change) ।

Many Rules Change
নতুন বছরে কার্যকর হবে কিছু নতুন নিয়ম
author img

By

Published : Dec 31, 2022, 10:16 PM IST

নয়াদিল্লি, 31 ডিসেম্বর: আগামিকাল থেকে নতুন বছর (Many Rules Change) । নতুন বছরে এলপিজি কিছু পরিবর্তন নিয়ে এল ৷ যার মধ্যে রয়েছে এলপিজি সিলিন্ডারের মূল্য (LPG Price) থেকে ব্যাংক লকার (Bank Locker Rules) নিয়ম ।

প্রতি মাসের প্রথম তারিখে গ্যাস কোম্পানিগুলো এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করে । এই প্রসঙ্গে 2023 সালে গ্যাস সিলিন্ডারের দামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে । কিছুদিন ধরেই অপরিশোধিত তেলের দাম কমেছে । এদিকে নতুন বছরের শুরু থেকেই মারুতি সুজুকি, এমজি মোটরস, হুন্ডাই, রেনো থেকে অডি এবং মার্সিডিজের মতো কোম্পানিগুলি তাদের গাড়ির দাম বাড়াচ্ছে । এছাড়াও টাটা 2 জানুয়ারি থেকে তার বাণিজ্যিক গাড়ির দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে ।

বেসরকারি ব্যাংক এইচডিএফসি-ও(HDFC) নতুন বছর থেকে ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন করতে চলেছে । তথ্য অনুযায়ী, আপনি যদি এই ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে পেমেন্টে প্রাপ্ত রিওয়ার্ড পয়েন্টের নিয়ম পরিবর্তন হতে চলেছে ।

জিএসটি ইনভয়েসিং (GST Invoicing) বা ইলেকট্রনিক বিলের নিয়ম 1 জানুয়ারি থেকে পরিবর্তিত হতে চলেছে । সরকার ই-ইনভয়েসিংয়ের জন্য 20 কোটি টাকার সীমা কমিয়ে 5 কোটি টাকা করেছে । 2023 সালের প্রথম দিন থেকে এই নিয়ম কার্যকর হতে চলেছে । এই নিয়ম কার্যকর হলে যেসব ব্যবসায়ী বার্ষিক পাঁচ কোটি টাকার বেশি ব্যবসা করে, তাদের ইলেকট্রনিক বিল তৈরি করতে হবে ।

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) নতুন বছরে নতুন নির্দেশিকা কার্যকর করেছে । নতুন নির্দেশিকা অনুসারে, ব্যাংক লকারের নতুন নিয়ম অনুযায়ী জানুয়ারির প্রথম দিন থেকে প্রযোজ্য হবে ।

1 জানুয়ারি থেকে ফোন প্রস্তুতকারক সংস্থাগুলি আমদানি-রফতানি বিষয়ে কিছু নতুন নিয়ম আনতে চলেছে । এর আওতায় প্রতিটি ফোনের আইএমইআই নম্বর রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানিগুলোর জন্য । টেলিযোগাযোগ বিভাগ আইএমইআই টেম্পারিংয়ের ঘটনা ঠেকাতে এই প্রস্তুতি নেওয়া হচ্ছে । বিদেশি ভ্রমণকারীদের সঙ্গে ভারতে আসা ফোনগুলির নিবন্ধনও বাধ্যতামূলক হবে ।

আরও পড়ুন: নতুন বছরে উপহার, স্বল্প সঞ্চয়ে বাড়ল সুদের হার

নয়াদিল্লি, 31 ডিসেম্বর: আগামিকাল থেকে নতুন বছর (Many Rules Change) । নতুন বছরে এলপিজি কিছু পরিবর্তন নিয়ে এল ৷ যার মধ্যে রয়েছে এলপিজি সিলিন্ডারের মূল্য (LPG Price) থেকে ব্যাংক লকার (Bank Locker Rules) নিয়ম ।

প্রতি মাসের প্রথম তারিখে গ্যাস কোম্পানিগুলো এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করে । এই প্রসঙ্গে 2023 সালে গ্যাস সিলিন্ডারের দামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে । কিছুদিন ধরেই অপরিশোধিত তেলের দাম কমেছে । এদিকে নতুন বছরের শুরু থেকেই মারুতি সুজুকি, এমজি মোটরস, হুন্ডাই, রেনো থেকে অডি এবং মার্সিডিজের মতো কোম্পানিগুলি তাদের গাড়ির দাম বাড়াচ্ছে । এছাড়াও টাটা 2 জানুয়ারি থেকে তার বাণিজ্যিক গাড়ির দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে ।

বেসরকারি ব্যাংক এইচডিএফসি-ও(HDFC) নতুন বছর থেকে ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন করতে চলেছে । তথ্য অনুযায়ী, আপনি যদি এই ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে পেমেন্টে প্রাপ্ত রিওয়ার্ড পয়েন্টের নিয়ম পরিবর্তন হতে চলেছে ।

জিএসটি ইনভয়েসিং (GST Invoicing) বা ইলেকট্রনিক বিলের নিয়ম 1 জানুয়ারি থেকে পরিবর্তিত হতে চলেছে । সরকার ই-ইনভয়েসিংয়ের জন্য 20 কোটি টাকার সীমা কমিয়ে 5 কোটি টাকা করেছে । 2023 সালের প্রথম দিন থেকে এই নিয়ম কার্যকর হতে চলেছে । এই নিয়ম কার্যকর হলে যেসব ব্যবসায়ী বার্ষিক পাঁচ কোটি টাকার বেশি ব্যবসা করে, তাদের ইলেকট্রনিক বিল তৈরি করতে হবে ।

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) নতুন বছরে নতুন নির্দেশিকা কার্যকর করেছে । নতুন নির্দেশিকা অনুসারে, ব্যাংক লকারের নতুন নিয়ম অনুযায়ী জানুয়ারির প্রথম দিন থেকে প্রযোজ্য হবে ।

1 জানুয়ারি থেকে ফোন প্রস্তুতকারক সংস্থাগুলি আমদানি-রফতানি বিষয়ে কিছু নতুন নিয়ম আনতে চলেছে । এর আওতায় প্রতিটি ফোনের আইএমইআই নম্বর রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানিগুলোর জন্য । টেলিযোগাযোগ বিভাগ আইএমইআই টেম্পারিংয়ের ঘটনা ঠেকাতে এই প্রস্তুতি নেওয়া হচ্ছে । বিদেশি ভ্রমণকারীদের সঙ্গে ভারতে আসা ফোনগুলির নিবন্ধনও বাধ্যতামূলক হবে ।

আরও পড়ুন: নতুন বছরে উপহার, স্বল্প সঞ্চয়ে বাড়ল সুদের হার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.