লখনউ, 25 জানুয়ারি: লখনউয়ে বহুতল ভেঙে আটকে পড়লেন বেশ কয়েকজন । পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতের এই ঘটনায় এখনও পর্যন্ত 14 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে । তবে এখনও অন্তত পাঁচজন আটকে রয়েছেন বলে অনুমান (At least Five people stuck under debris) । তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।
ডিজি আরও জানান, ওই পাঁচজনই একটি ঘরের মধ্যে আছেন। অক্সিজেনের সমস্যা যাতে না-হয় ত নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে প্রশাসন । ওই ঘরে অক্সিজেন পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে । তাছাড়া পাঁচজনের মধ্যে দু'জনের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে । ফোন করে তাঁদের থেকে ভেতরের পরিস্থিতি কেমন তা জানার চেষ্টা হচ্ছে । সেই তথ্যের ভিত্তিতেই উদ্ধারকার্য চালানো হবে বলে খবর ।
ঠিক কী কারণে বাড়িটি ভেঙে পড়ল তা জানার কাজ শুরু হয়েছে । রক্ষণাবেক্ষণের সমস্যা ছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ । বাড়িটির মালিকের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছেন ডিজি । তিনি জানান, সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত করে দেখা হবে । ইতিমধ্যেই কয়েকটি সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে । ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি ।
পুরনো বাড়ি ভেঙে দুর্ঘটনা নতুন কোনও বিষয় নয়। কলকাতা থেকে শুরু বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটেই থাকে । বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ঠিকভাবে মেরামতি না-হওয়ায় বাড়িগুলির পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে । আর তার জেরেই এই ধরনের ঘটনা ঘটছে । কয়েকটি ক্ষেত্রে প্রাসশনিক স্তরে ব্য়বস্থাও নেওয়া হয়েছে। কলকাতার মতো শহরে এই ধরনের ঘটনা রুখতে পৌরসংস্থা র ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ । কোনও বাড়ির পরিস্থিতি খারাপ হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় পৌরসংস্থা। তাতে দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমে ।
আরও পড়ুন: ইন্টারনেট-বিদ্যুৎ নেই! এবিভিপির বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ জেএনইউয়ের