ETV Bharat / bharat

Landslide in Bhiwani Haryana : হরিয়ানার ভিওয়ানিতে ধস, মৃত অন্তত 1; নিখোঁজ বহু

হরিয়ানার ভিওয়ানি জেলার দাদাম খনি অঞ্চলে ধস নেমে 1 জনের নিশ্চিত মৃত্যুর খবর পাওয়া গিয়েছে (Landslide in Bhiwani Haryana) ৷ আরও অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে (Many People Dead Due to Landslide) ৷ বহু মানুষ ধসের নিচে চাপা পড়ে রয়েছেন বলে জানা গিয়েছে ৷ ঘটনায় উদ্ধার কাজ শুরু হয়েছে ৷

Landslide in Bhiwani Haryana
Landslide in Bhiwani Haryana
author img

By

Published : Jan 1, 2022, 2:19 PM IST

ভিওয়ানি (হরিয়ানা), 1 জানুয়ারি : নতুন বছরের প্রথমদিনেই বড় দুর্ঘটনা হরিয়ানার ভিওয়ানি জেলার দাদাম খনি অঞ্চলে (Landslide in Bhiwani Haryana) ৷ ধস নেমে 1 জনের মৃত্যু ৷ নিখোঁজ আরও 10 জন (Many People Dead Due to Landslide) ৷ আর অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ৷ শনিবার সকাল 8টা নাগাদ পাহাড়ি ওই এলাকায় পাথরের চাঁই ও বড় বড় বোল্ডার গড়িয়ে পড়তে শুরু করে ৷ যার নিচে বেশ কয়েকজন চাপা পড়ে যান ৷ প্রাথমিক পর্যায়ে একজনের মৃত্যু নিশ্চিত করেছে প্রশাসন ৷ আর অন্তত 10 জন ওই ধসের নিচে চাপা পড়ে রয়েছেন বলে মনে করছে উদ্ধারকারী দল ৷

ঘটনাস্থলে 6টি ডাম্পার, এক্সকাভেটর এবং আর্থ মুভার ওই ধস নিচে চাপা পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ৷ তবে, খনক দাদাম ক্রাশারের চেয়ারম্যান সৎবীর রাতেরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় সেখানে কোনও এক্সাভেশনের কাজ চলছিল না ৷ আটকে পড়াদের উদ্ধার করতে উদ্ধারকারী দল সেখানে কাজ করছে ৷ তবে, বড় বড় বোল্ডার থাকায় ধস সরাতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : Diamond Harbour Landslide: ডায়মন্ডহারবারে ক্রিক খালে ধস, ঘরছাড়া বেশ কয়েকটি পরিবার

প্রাথমিকভাবে 10 জনের আটকে থাকার কথা বলা হলেও, সঠিক সংখ্যা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছেন খনক দাদাম ক্রাশারের চেয়ারম্যান সৎবীর রাতেরা ৷ পাশাপাশি সাংবাদিক সেখানে যেতে দেওয়া হচ্ছে না, প্রাণ সংশয়ের আশঙ্কা থাকায় ৷ এমনকি ওই এলাকায় বসবাসকারী লোকজনকেও সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷

ভিওয়ানি (হরিয়ানা), 1 জানুয়ারি : নতুন বছরের প্রথমদিনেই বড় দুর্ঘটনা হরিয়ানার ভিওয়ানি জেলার দাদাম খনি অঞ্চলে (Landslide in Bhiwani Haryana) ৷ ধস নেমে 1 জনের মৃত্যু ৷ নিখোঁজ আরও 10 জন (Many People Dead Due to Landslide) ৷ আর অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ৷ শনিবার সকাল 8টা নাগাদ পাহাড়ি ওই এলাকায় পাথরের চাঁই ও বড় বড় বোল্ডার গড়িয়ে পড়তে শুরু করে ৷ যার নিচে বেশ কয়েকজন চাপা পড়ে যান ৷ প্রাথমিক পর্যায়ে একজনের মৃত্যু নিশ্চিত করেছে প্রশাসন ৷ আর অন্তত 10 জন ওই ধসের নিচে চাপা পড়ে রয়েছেন বলে মনে করছে উদ্ধারকারী দল ৷

ঘটনাস্থলে 6টি ডাম্পার, এক্সকাভেটর এবং আর্থ মুভার ওই ধস নিচে চাপা পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ৷ তবে, খনক দাদাম ক্রাশারের চেয়ারম্যান সৎবীর রাতেরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় সেখানে কোনও এক্সাভেশনের কাজ চলছিল না ৷ আটকে পড়াদের উদ্ধার করতে উদ্ধারকারী দল সেখানে কাজ করছে ৷ তবে, বড় বড় বোল্ডার থাকায় ধস সরাতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : Diamond Harbour Landslide: ডায়মন্ডহারবারে ক্রিক খালে ধস, ঘরছাড়া বেশ কয়েকটি পরিবার

প্রাথমিকভাবে 10 জনের আটকে থাকার কথা বলা হলেও, সঠিক সংখ্যা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছেন খনক দাদাম ক্রাশারের চেয়ারম্যান সৎবীর রাতেরা ৷ পাশাপাশি সাংবাদিক সেখানে যেতে দেওয়া হচ্ছে না, প্রাণ সংশয়ের আশঙ্কা থাকায় ৷ এমনকি ওই এলাকায় বসবাসকারী লোকজনকেও সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.