ETV Bharat / bharat

Biharsharif Clash: দফায় দফায় সংঘর্ষ, বিহারশরিফে গ্রেফতার 77 - বিহারের খবর

রামনবমীর অনুষ্ঠানের পর থেকে দফায় দফায় সংঘর্ষ হয়েছে নালন্দার বিহারশরিফে ৷ সেই ঘটনায় এখনও পর্যন্ত 77 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধরপাকড় অব্যাহত রয়েছে ৷

many people arrested in Nalanda who may have connection with Biharsharif Clash
ফাইল ছবি
author img

By

Published : Apr 2, 2023, 3:06 PM IST

নালন্দা, 2 এপ্রিল: বিহারশরিফের সংঘর্ষে যুক্ত থাকার অভিযোগে সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট 77 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ রবিবার নালন্দা পুলিশের তরফ থেকে সংবাদমাধ্যমকে একথা জানানো হয়েছে ৷ উল্লেখ্য, রামনবমীর অনুষ্ঠান ঘিরে গত কয়েকদিন ধরে দফায় দফায় অশান্তি ছড়ায় বিহারে ৷ নালন্দার বিহারশরিফে বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়ে পড়ে একাধিক গোষ্ঠী ৷ তার জেরেই ধরপাকড় শুরু করেছে পুলিশ ৷ একইসঙ্গে, আমজনতাকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে তারা ৷ মানুষ যাতে কোনও গুজবে কান না দেয়, পুলিশের তরফ থেকে তা নিয়ে লাগাতার প্রচার চালানো হচ্ছে ৷

বিহারশরিফের সংঘর্ষ নিয়ে এদিন মুখ খোলে নালন্দা পুলিশ ৷ তাদের এক প্রতিনিধি জানিয়েছেন, "এখনও পর্যন্ত মোট 77 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হচ্ছে ৷ সকলের কাছে আমাদের আবেদন, আপানারা সবাই শান্তি বজায় রাখুন এবং কোনও গুজবে কান দেবেন না ৷"

এর আগে রবিবার সকালেই এই ঘটনা নিয়ে কিছু তথ্য দিয়েছিলেন বিহারশরিফের পুলিশ সুপার অশোক মিশ্রা ৷ তিনি জানান, সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ এদিন অশোক বলেন, "এক ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ গতরাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 50 জনেরও বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট আটটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ৷"

তবে, সংঘর্ষের ঘটনায় মোট কতজনকে গ্রেফতার করা হয়েছে, তা নিয়ে এদিন সকালে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল ৷ কারণ, পুলিশ সুপার জানিয়েছিলেন 50 জনের বেশি মানুষ গ্রেফতার হয়েছেন ৷ অন্যদিকে, নালন্দার জেলাশাসক শশাঙ্ক শুভঙ্কর দাবি করেন, গ্রেফতার হওয়া অভিযুক্তদের সংখ্যা 80 জনেরও বেশি ৷ যদিও একইসঙ্গে জেলাশাসক জানিয়েছিলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷

আরও পড়ুন: মহারাষ্ট্রের কিরাডপুরায় গোষ্ঠী সংঘর্ষ, 400 জনের বিরুদ্ধে রুজু মামলা

জেলা প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বিহারশরিফের দু-তিনটি জায়গায় নতুন করে সংঘর্ষ বাধে ৷ তবে, বর্তমানে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে এবং শান্তিপূর্ণ রয়েছে ৷ সংশ্লিষ্ট এলাকাগুলিতে 144 ধারা জারি করা হয়েছে ৷ কিন্তু, কোথাও কার্ফু ঘোষণা করা হয়নি ৷ সংঘর্ষে যুক্তদের মধ্যে অনেককেই চিহ্নিত করা সম্ভব হয়েছে ৷ সেই হিসাবেই ধরপাকড় চলছে ৷

নালন্দা, 2 এপ্রিল: বিহারশরিফের সংঘর্ষে যুক্ত থাকার অভিযোগে সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট 77 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ রবিবার নালন্দা পুলিশের তরফ থেকে সংবাদমাধ্যমকে একথা জানানো হয়েছে ৷ উল্লেখ্য, রামনবমীর অনুষ্ঠান ঘিরে গত কয়েকদিন ধরে দফায় দফায় অশান্তি ছড়ায় বিহারে ৷ নালন্দার বিহারশরিফে বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়ে পড়ে একাধিক গোষ্ঠী ৷ তার জেরেই ধরপাকড় শুরু করেছে পুলিশ ৷ একইসঙ্গে, আমজনতাকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে তারা ৷ মানুষ যাতে কোনও গুজবে কান না দেয়, পুলিশের তরফ থেকে তা নিয়ে লাগাতার প্রচার চালানো হচ্ছে ৷

বিহারশরিফের সংঘর্ষ নিয়ে এদিন মুখ খোলে নালন্দা পুলিশ ৷ তাদের এক প্রতিনিধি জানিয়েছেন, "এখনও পর্যন্ত মোট 77 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হচ্ছে ৷ সকলের কাছে আমাদের আবেদন, আপানারা সবাই শান্তি বজায় রাখুন এবং কোনও গুজবে কান দেবেন না ৷"

এর আগে রবিবার সকালেই এই ঘটনা নিয়ে কিছু তথ্য দিয়েছিলেন বিহারশরিফের পুলিশ সুপার অশোক মিশ্রা ৷ তিনি জানান, সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ এদিন অশোক বলেন, "এক ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ গতরাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 50 জনেরও বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট আটটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ৷"

তবে, সংঘর্ষের ঘটনায় মোট কতজনকে গ্রেফতার করা হয়েছে, তা নিয়ে এদিন সকালে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল ৷ কারণ, পুলিশ সুপার জানিয়েছিলেন 50 জনের বেশি মানুষ গ্রেফতার হয়েছেন ৷ অন্যদিকে, নালন্দার জেলাশাসক শশাঙ্ক শুভঙ্কর দাবি করেন, গ্রেফতার হওয়া অভিযুক্তদের সংখ্যা 80 জনেরও বেশি ৷ যদিও একইসঙ্গে জেলাশাসক জানিয়েছিলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷

আরও পড়ুন: মহারাষ্ট্রের কিরাডপুরায় গোষ্ঠী সংঘর্ষ, 400 জনের বিরুদ্ধে রুজু মামলা

জেলা প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বিহারশরিফের দু-তিনটি জায়গায় নতুন করে সংঘর্ষ বাধে ৷ তবে, বর্তমানে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে এবং শান্তিপূর্ণ রয়েছে ৷ সংশ্লিষ্ট এলাকাগুলিতে 144 ধারা জারি করা হয়েছে ৷ কিন্তু, কোথাও কার্ফু ঘোষণা করা হয়নি ৷ সংঘর্ষে যুক্তদের মধ্যে অনেককেই চিহ্নিত করা সম্ভব হয়েছে ৷ সেই হিসাবেই ধরপাকড় চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.