হাজারিবাগ, 17 সেপ্টেম্বর: ঝাড়খণ্ডের হাজারিবাগে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 5 জনের ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ গুরুতর চোট পেয়েছেন 30 জন (Many killed in road accident in Hazaribag) ৷
জানা গিয়েছে, যাত্রী বোঝাই একটি বাস শনিবার গিরিডি থেকে রাঁচি যাচ্ছিল ৷ সে সময় দুর্ঘটনাটি ঘটে ৷ বাসটিতে প্রায় 50 জন যাত্রী ছিলেন ৷ হাজারিবাগের টাটিঝাড়িয়ার কাছে বাসটি শিবানি নদীতে গিয়ে পড়ে ৷ বাসটিতে বহু শিখ যাত্রী ছিলেন বলে খবর ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের ৷ 4 জনকে হাজারিবাগ সদর হাসাপাতালের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ মৃতদের মধ্যে 2 জন মহিলা (Hazaribag Road Accident) ৷
আরও পড়ুন: বকেয়া শোধ করেননি বাবা ! ট্রাক্টরের তলায় পিষে মারা হল অন্তঃসত্ত্বা মেয়েকে
আহতদের মধ্যে বেশকয়েকজন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে ৷ অনেক যাত্রীই বাসটির ভিতরে আটকে ছিলেন ৷ গ্যাস-কাটার দিয়ে বাস কেটে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (Hazaribag accident) ৷