চামোলি, 18 নভেম্বর: উত্তরাখণ্ডের চামোলিতে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 12 জনের ৷ জানা গিয়েছে, শুক্রবার চামোলিতে একটি টাটা সুমো নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 700 মিটার গভীর খাদে পড়ে যায় ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (Chamoli Road Accident) ৷
জানা গিয়েছে, এদিন বিকেলের পর এই দুর্ঘটনাটি ঘটে ৷ যাত্রী বোঝাই একটি টাটা সুমো যখন জোশী মঠ ব্লকের উর্গম-পাল্লা রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সময়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গভীর খাদে পড়ে যায় ৷ গাড়িটিতে 13-14 জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ৷ যাঁদের মধ্যে 12 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ মৃতদের মধ্যে 2 মহিলা রয়েছেন (Many fears dead in road accident in Uttarakhand)৷
-
UPDATE | Chamoli, Uttarakhand: Dead bodies of 2 women & 10 men travelling in vehicle have been recovered by the team: SDRF
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) November 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">UPDATE | Chamoli, Uttarakhand: Dead bodies of 2 women & 10 men travelling in vehicle have been recovered by the team: SDRF
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) November 18, 2022UPDATE | Chamoli, Uttarakhand: Dead bodies of 2 women & 10 men travelling in vehicle have been recovered by the team: SDRF
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) November 18, 2022
আরও পড়ুন: প্রবল যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শ্রদ্ধা, সঙ্গে ছিলেন আফতাব
এই ঘটনায় শোক প্রকাশ করে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷ মৃতদের পরিবারকে 2 লাখ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে ৷ উদ্ধারকাজে নামছে পুলিশ, এসডিআরএফ ও এনডিআরএফ (Uttarakhand road accident)৷