আমেদাবাদ, 30 অক্টোবর: রবিবার সন্ধ্যায় বড় দুর্ঘটনা ঘটল গুজরাতের মোরবি এলাকায় ৷ এখানকার মাচ্ছু নদীর উপর একটি কেবল ব্রিজ ভেঙে ঘটে বিপত্তি ৷ দুর্ঘটনায় কমপক্ষে 60 জনের মৃত্যু হয়েছে ৷ আশঙ্কা, জলে তলিয়ে গিয়েছেন বহু ৷ শুরু হয়েছে উদ্ধারকাজ ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে (many died as Morbi cable bridge collapse in Gujarat) ৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷
ঘটনায় শোক প্রকাশ করেছেন গুজরাত সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শোক জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ প্রধানমন্ত্রী মোদি কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ৷ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য ও উদ্ধার কাজে গতি আনার নির্দেশ দিয়েছেন তিনি ৷ মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা ও আহতদের 50 হাজার টাকা করে সাহায্যের ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর তরফে ৷ মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফেও (Gujarat Bridge Collapse) ৷ ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
-
PM @narendramodi has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each of those who lost their lives in the mishap in Morbi. The injured would be given Rs. 50,000.
— PMO India (@PMOIndia) October 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">PM @narendramodi has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each of those who lost their lives in the mishap in Morbi. The injured would be given Rs. 50,000.
— PMO India (@PMOIndia) October 30, 2022PM @narendramodi has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each of those who lost their lives in the mishap in Morbi. The injured would be given Rs. 50,000.
— PMO India (@PMOIndia) October 30, 2022
আরও পড়ুন: ভোটমুখী গুজরাতে সি-295 বিমান তৈরির কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন মোদির
রবিবার সন্ধে সাড়ে 6টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ৷ জানা গিয়েছে, সম্প্রতি সংস্কারের পর খুলে দেওয়া হয়েছিল এই সেতুটি ৷ মনে করা হচ্ছে অতিরিক্ত ভারের কারণেই এই বিপত্তি ঘটেছে ৷ এই দুর্ঘটনার জেরে 150 জন নদীতে পড়ে যান বলে জানা গিয়েছে (Morbi cable bridge collapse in gujarat) ৷
-
I am deeply concerned about the tragic bridge collapse in Morbi, Gujarat, that has cost several innocent lives and left many trapped.
— Mamata Banerjee (@MamataOfficial) October 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
My deep condolences to the families and friends of the deceased. I pray that the injured have a speedy recovery.
">I am deeply concerned about the tragic bridge collapse in Morbi, Gujarat, that has cost several innocent lives and left many trapped.
— Mamata Banerjee (@MamataOfficial) October 30, 2022
My deep condolences to the families and friends of the deceased. I pray that the injured have a speedy recovery.I am deeply concerned about the tragic bridge collapse in Morbi, Gujarat, that has cost several innocent lives and left many trapped.
— Mamata Banerjee (@MamataOfficial) October 30, 2022
My deep condolences to the families and friends of the deceased. I pray that the injured have a speedy recovery.
এই দুর্ঘটনায় অনেকে আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ উদ্ধারকারী দল এলাকায় পৌঁছেছে ৷ এনডিআরএফ-এর টিমকেও এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এনডিআরএফ এর 5টি দল, বায়ু সেনার 2টি বিমান, 3 কলম সেনা, নৌ-বাহিনীর 50 ও বায়ু সেনার 30 জন উদ্ধারকাজে যোগ দিয়েছেন ৷