ETV Bharat / bharat

Gujarat Bus Accident: বাসস্ট্যান্ডে প্রতীক্ষারত যাত্রীদের পিষে দিল বাস, গুজরাতে মৃত কমপক্ষে 10

বুধবার সকাল সাড়ে 7টা নাগাদ গুজরাতের কালোলে একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় 10 জনের ৷ আহত হয়েছেন অনেকে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

ETV Bharat
ঘাতক বাস
author img

By

Published : May 10, 2023, 3:45 PM IST

Updated : May 10, 2023, 4:12 PM IST

গান্ধিনগর, 10 মে: বুধবার সকালে এক ভয়াবহ দুর্ঘটনায় গুজরাতের গান্ধিনগরে মৃত্যু হয়েছে 10 জনের ৷ আহত হয়েছেন প্রায় 12 জন ৷ জানা গিয়েছে, এদিন সকালে গান্ধিনগরের কালোলের অম্বিকা নগর এলাকায় বাস ধরার জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন ওই যাত্রীরা ৷ সেসময়ে একটি ফাঁকা বাস এসে তাঁদের চাপা দেয় ৷ সকাল সাড়ে সাতটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে ৷

কালোল থানার পুলিশ জানিয়েছে, ওই যাত্রীরা সকলেই বাসস্ট্যান্ডের সামনেই রাস্তায় দাঁড়িয়েছিলেন ৷ সেখানেই একটি খালি এসটি বাস দাঁড়িয়েছিল ৷ কিন্তু হঠাৎই ওই বাসটির পিছনে এসে ধাক্কা মারে একটি বেসরকারি লাক্সারি বাস ৷ এরফলেই ঘটে দুর্ঘটনা ৷ এসটি বাসটি অপেক্ষারত যাত্রীদের চাপা দেয় ৷ ঘটনাস্থলেই অনেকে প্রাণ হারান ৷

ঘটনার খবর পেয়ে এলাকায় যান কালোলের ডিএসপি ও স্থানীয় বিধায়ক ৷ আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয় ৷ তাঁদের চিকিৎসা চলছে ৷ মৃতদের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ কালোলের ডিএসপি পালি মানাবাদি জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন: কেরলে মহিলা চিকিৎসককে কুপিয়ে খুন রোগীর, গ্রেফতার অভিযুক্ত

ঘটনার প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানিয়েছেন, অকস্মাৎ এই দুর্ঘটনাটি ঘটায় মৃতের সংখ্যা এত বেড়েছে ৷ প্রত্যক্ষদর্শীদের একাংশের আরও দাবি, শুধুমাত্র বাসের চাকায় পিষ্ট হয়ে এত জন হতাহত হননি ৷ যেখানে ওই দুর্ঘটনা ঘটে সেখানে রাস্তার উপর ছিল লোহার রেলিং ৷ সেই রেলিংয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন ওই যাত্রীরা ৷ বাসটি এসে এমনভাবে ওই যাত্রীদের ধাক্কা মারা যে তারা বাস এবং ওই লোহার রেলিংয়ের মাঝে পিষে যান ৷ স্থানীয়দের দাবি, অন্যান্য দিনের তুলনায় এদিন সকালে ওই বাসস্ট্যান্ডে অপেক্ষমান যাত্রীর সংখ্যাও বেশি ছিল ৷ গরমের ছুটি পড়ায় অনেকেই ঘরে ফেরেন এই সময়ে ৷ তবে ঘাতক বাসটির চালক সম্পর্কে কোনও তথ্য মেলেনি ৷

গান্ধিনগর, 10 মে: বুধবার সকালে এক ভয়াবহ দুর্ঘটনায় গুজরাতের গান্ধিনগরে মৃত্যু হয়েছে 10 জনের ৷ আহত হয়েছেন প্রায় 12 জন ৷ জানা গিয়েছে, এদিন সকালে গান্ধিনগরের কালোলের অম্বিকা নগর এলাকায় বাস ধরার জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন ওই যাত্রীরা ৷ সেসময়ে একটি ফাঁকা বাস এসে তাঁদের চাপা দেয় ৷ সকাল সাড়ে সাতটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে ৷

কালোল থানার পুলিশ জানিয়েছে, ওই যাত্রীরা সকলেই বাসস্ট্যান্ডের সামনেই রাস্তায় দাঁড়িয়েছিলেন ৷ সেখানেই একটি খালি এসটি বাস দাঁড়িয়েছিল ৷ কিন্তু হঠাৎই ওই বাসটির পিছনে এসে ধাক্কা মারে একটি বেসরকারি লাক্সারি বাস ৷ এরফলেই ঘটে দুর্ঘটনা ৷ এসটি বাসটি অপেক্ষারত যাত্রীদের চাপা দেয় ৷ ঘটনাস্থলেই অনেকে প্রাণ হারান ৷

ঘটনার খবর পেয়ে এলাকায় যান কালোলের ডিএসপি ও স্থানীয় বিধায়ক ৷ আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয় ৷ তাঁদের চিকিৎসা চলছে ৷ মৃতদের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ কালোলের ডিএসপি পালি মানাবাদি জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন: কেরলে মহিলা চিকিৎসককে কুপিয়ে খুন রোগীর, গ্রেফতার অভিযুক্ত

ঘটনার প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানিয়েছেন, অকস্মাৎ এই দুর্ঘটনাটি ঘটায় মৃতের সংখ্যা এত বেড়েছে ৷ প্রত্যক্ষদর্শীদের একাংশের আরও দাবি, শুধুমাত্র বাসের চাকায় পিষ্ট হয়ে এত জন হতাহত হননি ৷ যেখানে ওই দুর্ঘটনা ঘটে সেখানে রাস্তার উপর ছিল লোহার রেলিং ৷ সেই রেলিংয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন ওই যাত্রীরা ৷ বাসটি এসে এমনভাবে ওই যাত্রীদের ধাক্কা মারা যে তারা বাস এবং ওই লোহার রেলিংয়ের মাঝে পিষে যান ৷ স্থানীয়দের দাবি, অন্যান্য দিনের তুলনায় এদিন সকালে ওই বাসস্ট্যান্ডে অপেক্ষমান যাত্রীর সংখ্যাও বেশি ছিল ৷ গরমের ছুটি পড়ায় অনেকেই ঘরে ফেরেন এই সময়ে ৷ তবে ঘাতক বাসটির চালক সম্পর্কে কোনও তথ্য মেলেনি ৷

Last Updated : May 10, 2023, 4:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.